T20 World Cup Final: বৃষ্টিতে ভেস্তে যেতে পারে টি-২০ বিশ্বকাপ ফাইনাল? না খেলেই চ্যাম্পিয়ন হবে ভারত?

শনিবার টি-২০ বিশ্বকাপ ফাইনাল। প্রথমবার টি-২০ বিশ্বকাপ ফাইনালে পৌঁছে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে, তৃতীয়বার টি-২০ বিশ্বকাপ ফাইনাল খেলতে নামছে ভারতীয় দল।

এবারের টি-২০ বিশ্বকাপে বৃষ্টির জন্য একাধিক ম্যাচ ভেস্তে গিয়েছে। সেমি-ফাইনালে ভারত-ইংল্যান্ড ম্যাচেও বিঘ্ন ঘটিয়েছে বৃষ্টি। শনিবার ফাইনালে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচেও হানা দিতে পারে বৃষ্টি। টি-২০ বিশ্বকাপ ফাইনাল হতে চলেছে বার্বাডোজের ব্রিজটাউনের কেনসিংটন ওভালে। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, স্থানীয় সময় অনুযায়ী শনিবার সকাল সাড়ে ১০টায় বৃষ্টির সম্ভাবনা ৬৬ শতাংশ। এর অর্থ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। শনিবার সারাদিনই ব্রিজটাউনে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির সম্ভাবনা ৭০ শতাংশ। বিকেল চারটের সময় বৃষ্টির সম্ভাবনা ৫০ শতাংশ। শনিবার সারাদিনই ব্রিজটাউনে মেঘলা আকাশ থাকবে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। ফলে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ ভালোভাবে হবে কি না, সে বিষয়ে যথেষ্ট সংশয় রয়েছে।

টি-২০ বিশ্বকাপ ফাইনালে রিজার্ভ ডে

Latest Videos

টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমি-ফাইনালে ভারত-ইংল্যান্ড ম্যাচে রিজার্ভ ডে ছিল না। তবে ফাইনালের জন্য রিজার্ভ ডে রেখেছে আইসিসি। ফলে শনিবার কোনও কারণে ম্যাচ শেষ করা সম্ভব না হলে রবিবার খেলা হবে। ম্যাচের নিষ্পত্তি করতে হলে ভারত ও দক্ষিণ আফ্রিকাকে অন্তত ১০ ওভার করে ব্যাটিং করতে হবে। না হলে ম্যাচের ফল নির্ধারণ করা সম্ভব হবে না।

টি-২০ বিশ্বকাপ ফাইনাল ভেস্তে গেলে কী হবে?

এবারের টি-২০ বিশ্বকাপ ফাইনালের আগে পর্যন্ত অপরাজিত ভারত ও দক্ষিণ আফ্রিকা। গ্রুপে ৪ ম্যাচেই জয় পায় প্রোটিয়ারা। ভারত-কানাডা ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যায়। ফলে পয়েন্ট ভাগ করে নিতে হয়ে ভারতীয় দলকে। সুপার এইট পর্যায়ে ৩ ম্যাচেই জয় পায় ভারত ও দক্ষিণ আফ্রিকা। ফলে ফাইনাল ম্যাচ ভেস্তে গেলে কোনও দলেরই সুবিধা হবে না। সেক্ষেত্রে যুগ্মভাবে চ্যাম্পিয়ন হবে ২ দল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

পাকিস্তানের হলটা কি? সেমিফাইনালে ভারতের জয়ে শ্যাম্পেন খুলে উৎসব! বিশ্বাস না হলে দেখুন ভিডিও

Rohit Sharma: টি-২০ বিশ্বকাপে ছক্কার নতুন নজির, ক্রিস গেইলকে টপকে যেতে পারবেন রোহিত শর্মা?

India Vs England: ইংল্যান্ডের বিরুদ্ধে বদলা, অপরাজিতভাবে টি-২০ বিশ্বকাপ ফাইনালে ভারত

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'আমি মারা গেলে আমার যেন স্ট্যাচু না হয়' দলের উদ্দেশ্যে বার্তা মমতার
হঠাৎ করে TMC নেতারা পুলিশের বিরুদ্ধে কেন? কী উদ্দেশ্যে? প্রশ্ন অগ্নিমিত্রার | Agnimitra Paul
'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
Bangla News : সুকান্তকে বাধা, বেলডাঙা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি | Asianet News Bangla