
Women Cricket: রবিবার বিশাখাপত্তনমে (Visakhapatnam) ভারত-শ্রীলঙ্কা (India Women vs Sri Lanka Women) মহিলা দলের টি-২০ সিরিজের প্রথম ম্যাচ। মহিলাদের ওডিআই বিশ্বকাপ (2025 ICC Women's Cricket World Cup) চ্যাম্পিয়ন হওয়ার পর প্রথমবার কোনও ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল। এই ম্যাচে নতুন রেকর্ড গড়ার লক্ষ্যে ভারতীয় দলের তারকা স্মৃতি মন্ধানা (Smriti Mandhana) ও দীপ্তি শর্মা (Deepti Sharma)। বিশ্বের দ্বিতীয় মহিলা ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে ৪,০০০ রান পূরণ করার লক্ষ্যে স্মৃতি। নিউজিল্যান্ডের (New Zealand) ব্যাটার সুজি বেটস (Suzie Bates) প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে ৪,০০০ রান পূরণ করেন। এবার স্মৃতি এই নজির গড়তে চলেছেন। তিনি শনিবার ১৮ রান করলেই ৪,০০০ রানে পৌঁছে যাবেন।
সুজি ১৭৭ ম্যাচ খেলে ৪,৭১৬ রান করেছেন। স্মৃতি এখনও পর্যন্ত ১৫৩টি টি-২০ ম্যাচ খেলে ২৯.৯৩ গড় এবং ১২৯.৯৭ স্ট্রাইক রেটে ৩,৯৮২ রান করেছেন। তিনি আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে একটি শতরান ও ৩১টি অর্ধশতরান করেছেন। ফলে সুজিকে ছাপিয়ে যেতে চলেছেন স্মৃতি। ভারতীয় দলের বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কউর (Harmanpreet Kaur) এখনও পর্যন্ত ১৮২টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলে ৩,৬৫৪ রান করেছেন। শ্রীলঙ্কার (Sri Lanka) চামারি আতাপাত্তু (Chamari Athapaththu) ১৪৬টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলে ৩,৪৫৮ রান করেছেন। নিউজিল্যান্ডের সোফি ডিভাইন (Sophie Devine) ১৪৬টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলে ৩,৪৩১ রান করেছেন।
মহিলাদের আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার পথে দীপ্তি। তিনি আর পাঁচ উইকেট নিলেই এই রেকর্ড গড়বেন। অস্ট্রেলিয়ার (Australia) পেসার মেগান শাট (Megan Schutt) ১২৩ ম্যাচ খেলে ১৫১ উইকেট নেন। দীপ্তি ১২৯ ম্যাচ খেলে ১৪৭ উইকেট নিয়েছেন। তাঁর ইকনমি রেট ৬.১২। মহিলাদের আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে প্রথম ক্রিকেটার হিসেবে ১,০০০ রান এবং ১৫০ নেওয়ার নজির গড়ার পথে দীপ্তি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।