2025 ICC Women's Cricket World Cup: প্রথমবার মহিলাদের ওডিআই বিশ্বকাপ জেতার পর থেকে প্রশংসায় জোয়ারে ভেসে যাচ্ছেন ভারতের ক্রিকেটাররা। তাঁদের পারফরম্যান্সের পাশাপাশি আচরণও মন জয় করে নিয়েছে।
KNOW
Ravichandran Ashwin: ভারতের মহিলা ক্রিকেট দল প্রথমবার ওডিআই বিশ্বকাপ (2025 ICC Women's Cricket World Cup) জেতার পর যেভাবে প্রাক্তন খেলোয়াড়দের প্রতি সম্মান দেখিয়েছে, তাতে মুগ্ধ রবিচন্দ্রন অশ্বিন। রবিবার নভি মুম্বইয়ের (Navi Mumbai) ডি ওয়াই পাতিল স্পোর্টস অ্যাকাডেমিতে (Dr DY Patil Sports Academy) ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে (India Women vs South Africa Women) হারিয়ে ভারতীয় দল ট্রফি জেতার পর মাঠে নেমে পড়েন প্রাক্তন ক্রিকেটার ঝুলন গোস্বামী (Jhulan Goswami), মিতালি রাজ (Mithali Raj), অঞ্জুম চোপড়া (Anjum Chopra)। তাঁদের হাতে ট্রফি তুলে দেন হরমনপ্রীত কউর (Harmanpreet Kaur), স্মৃতি মন্ধানারা (Smriti Mandhana)। মহিলা ক্রিকেটারদের এই আচরণে মুগ্ধতা প্রকাশ করে অশ্বিন বলেছেন, পুরুষদের দল কখনও প্রাক্তন খেলোয়াড়দের প্রতি এভাবে সম্মান দেখায়নি।
প্রাক্তন মহিলা ক্রিকেটারদের জন্য খুশি অশ্বিন
নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেছেন, ‘ভারতীয় দলের এই জয়কে আপনারা কীভাবে দেখছেন? ২০১৬-১৭ সালে ইংল্যান্ডের (England) বিরুদ্ধে হৃদয়বিদারক হারের পর অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে অবিশ্বাস্য ইনিংস খেলে হরমনপ্রীত কউর। সেই বিশ্বকাপে ভারতীয় দলে ছিল ঝুলন গোস্বামী। মিতালি রাজও সেই বিশ্বকাপে ভারতীয় দলে ছিল। ভারতীয় দল মিতালি রাজের হাতে ট্রফি তুলে দিল। ওরা কেন এরকম করল? এর জন্য আমি ভারতের মহিলা দলকে অভিবাদন জানাচ্ছি। ভারতের পুরুষ দল কোনওদিন এরকম কিছু করেনি।’
প্রজন্মের তুলনায় অখুশি অশ্বিন
অশ্বিন আরও বলেছেন, ‘কখনও কখনও আমরা সংবাদমাধ্যমের সামনে নানা কথা বলি। কারণ, সংবাদমাধ্যমে সেই কথাগুলি বললে প্রচার পাওয়া যায়। সেই কারণেই আমরা বলি, এই ব্যক্তি এটা করেছেন, ওই ব্যক্তি সেটা করেছেন। কিন্তু আমি কখনও কাউকে অতীতের প্রজন্মকে সত্যিকারের কৃতিত্ব দিতে দেখিনি। সাধারণত বলা হয়, আমার প্রজন্ম ভালো, আপনার প্রজন্ম এত ভালো ছিল না। আমি বহুবার এই ধরনের আলোচনা দেখেছি। কিন্তু মহিলা দল প্রাক্তন খেলোয়াড়দের প্রতি শ্রদ্ধাশীল।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


