WTC Final: উরুর অস্ত্রোপচার করাবেন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নেই রাহুল

Published : May 05, 2023, 04:33 PM ISTUpdated : May 05, 2023, 05:00 PM IST
KL Rahul

সংক্ষিপ্ত

ঋষভ পন্থ, জসপ্রীত বুমরা, শ্রেয়াস আইয়ারের পর কে এল রাহুল, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলতে পারবেন না আরও এক ভারতীয় ক্রিকেটার।

আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ফিল্ডিং করার সময় চোট পান। সেই চোট বেশ কিছুদিন ভোগাবে কে এল রাহুলকে। চোট সারানোর জন্য তাঁকে অস্ত্রোপচারও করাতে হবে। সেই কারণে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে পারবেন না রাহুল। তিনি নিজেই সে কথা জানিয়েছেন। ফলে লখনউ সুপার জায়ান্টস যেমন সমস্যায় পড়ে গেল, তেমনই ভারতীয় দলের জন্যও সমস্যা তৈরি হল। রাহুল কবে ফিট হয়ে মাঠে ফিরতে পারবেন, সেটা এখনই বলা সম্ভব নয়। ৭ জুন লন্ডনের দ্য ওভালে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। সেই ম্যাচে তো খেলতে পারবেনই না রাহুল। এমনকী, এশিয়া কাপ, ওডিআই বিশ্বকাপেও অনিশ্চিত হয়ে পড়লেন এই ব্যাটার। এশিয়া কাপ হওয়ার কথা সেপ্টেম্বরে। তারপর অক্টোবরে দেশের মাটিতে শুরু হবে ওডিআই বিশ্বকাপ। তার আগে ফিট হয়ে ওঠার লক্ষ্যে রাহুল।

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে রাহুল লিখেছেন, ‘মেডিক্যাল টিমের সঙ্গে আলোচনা করে এবং অনেক ভাবনা-চিন্তার পর সিদ্ধান্ত নিয়েছি, আমি কিছুদিনের মধ্যেই উরুতে অস্ত্রোপচার করাব। আমি আগামী কয়েক সপ্তাহ রিহ্যাব ও সুস্থ হয়ে ওঠার উপরেই জোর দেব। আমার পক্ষে এই সিদ্ধান্ত নেওয়া কঠিন। কিন্তু আমি জানি, সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার জন্য এটাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত। এই গুরুত্বপূর্ণ সময়ে দলের সঙ্গে থাকতে না পারায় লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক হিসেবে আমার খুব খারাপ লাগছে। তবে আমি আত্মবিশ্বাসী, দলের বাকিরা সবসময় সেরা পারফরম্যান্সই দেখাবে। আমাদের সমর্থকরা দলকে উৎসাহিত করবে। আমি সব ম্যাচই দেখব।’

রাহুল আরও বলেছেন, ‘আমি আগামী মাসে ওভালে ভারতীয় দলের সঙ্গে থাকব না। এটা ভেবে খুব খারাপ লাগছে। আমি ভারতীয় দলে ফেরার জন্য সবরকমভাবে চেষ্টা করব। আমি সবসময় দেশকে সাহায্য করতে চাই। এটাই আমার প্রধান লক্ষ্য। আমার পাশে যাঁরা আছেন তাঁরাই আমার শক্তি। তাঁদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। একইসঙ্গে লখনউ সুপার জায়ান্টস ম্যানেজমেন্ট, বিসিসিআই-কেও ধন্যবাদ জানাই। আমি চোট পাওয়ার পরেই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। সতীর্থরাও এই কঠিন সময়ে আমাকে সাহায্য করেছে। সবার উৎসাহ ও শুভকামনাই আমাকে সুস্থ হয়ে মাঠে ফিরতে সাহায্য করবে।’

রাহুলের পরিবর্তে লখনই সুপার জায়ান্টসের অধিনায়কত্বের দায়িত্ব সামলাচ্ছেন ক্রুণাল পান্ডিয়া। ভারতীয় দলে কাকে নেওয়া হবে, সেটা এখনও জানা যায়নি।

আরও পড়ুন-

IPL 2023: ফিট হয়ে ওঠার চেষ্টা, দুর্ঘটনার পর প্রথমবার জিমে ঋষভ পন্থ

IPL 2023: শেষ ওভারে হৃদস্পন্দন বেড়ে ২০০ হয়ে গিয়েছিল, বললেন বরুণ চক্রবর্তী

Nicholas Pooran: ডাল মাখানি, পনির বাটার মশলা, বাটার চিকেনে মজে নিকোলাস পুরাণ

PREV
click me!

Recommended Stories

বিসিসিআই চুক্তি: এ প্লাস গ্রেডে উন্নীত হতে পারেন শুবমান গিল, বিরাট-রোহিতের কী হবে?
'ক্রিকেটের চেয়ে অন্য কোনও কিছুকে বেশি ভালোবাসি না,' বার্তা স্মৃতি মন্ধানার