IPL 2023: শেষ ওভারে হৃদস্পন্দন বেড়ে ২০০ হয়ে গিয়েছিল, বললেন বরুণ চক্রবর্তী

এবারের আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন বরুণ চক্রবর্তী। এই স্পিনারের জন্যই একাধিক ম্যাচে জয় পেয়েছে কেকেআর।

চলতি আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্স যেটুকু সাফল্য পেয়েছে, তাতে 'মিস্ট্রি স্পিনার' বরুণ চক্রবর্তীর অবদান যথেষ্ট। ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হোক বা অ্যাওয়ে ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ, কেকেআর-কে জিততে সাহায্য করেছেন বরুণ। বৃহস্পতিবার হায়দরাবাদের বিরুদ্ধে চাপের মুখে শেষ ওভারে বোলিং করতে যান এই স্পিনার। অধিনায়ক নীতীশ রানা তাঁর উপরেই ভরসা রেখেছিলেন। অধিনায়কের এই আস্থার যোগ্য মর্যাদা দিয়েছেন বরুণ। শেষ ওভারে মাত্র ৩ রান দিয়ে এবং ১ উইকেট নিয়ে কেকেআর-কে ৫ রানে ম্যাচ জেতান বরুণ। তাঁর এই পারফরম্যান্সে উচ্ছ্বসিত কেকেআর সমর্থকরা। তাঁরা বরুণের প্রশংসা করছেন।

এই পারফরম্যান্সের পর বরুণ বলেছেন, ‘শেষ ওভারে আমার হৃদস্পন্দ ২০০ ছুঁয়ে ফেলেছিল। কিন্তু আমি চাইছিলাম মাঠের যেদিকে বাউন্ডারি তুলনায় বেশি লম্বা সেদিকে শট খেলুক সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটাররা। সেই সময় হাল্কা বৃষ্টি পড়ছিল। ফলে বল গ্রিপ করতে সমস্যা হচ্ছিল। আমি শুধু চেষ্টা করছিলাম যাতে ওরা ছোট বাউন্ডারির দিকে শট খেলতে না পারে। এই ম্যাচে প্রথম ওভারে আমি ১২ রান দিই। (এইডেন) মার্করাম আমার সেই ওভারে ২টি বাউন্ডারি মারে। তবে শেষ ওভারে আমি ভালো বোলিং করতে সক্ষম হলাম। ক্রিকেট খেলা এরকমই। যখন-তখন ম্যাচের রং বদলে যেতে পারে। গত বছর আমি প্রতি ঘণ্টায় ৮৫ কিলোমিটার গতিতে বোলিং করছিলাম। আমি বোলিংয়ে বৈচিত্র আনার জন্য অনেকরকম চেষ্টা করছিলাম। তারপর আমি অনুভব করি, আমি যেভাবে বোলিং করি, সেটাই আরও ভালো করে করার চেষ্টা করা উচিত। সেটা করে সাফল্য পাচ্ছি।’

Latest Videos

কেকেআর অধিনায়ক নীতীশ বলেছেন, 'আমরা মাঝের ওভারগুলিতে বেশি রান দিয়ে ফেলি। তারপর শার্দুল (ঠাকুর) ও বৈভবক (অরোরা) দিয়ে বোলিং করিয়ে উইকেট নেওয়ার চেষ্টা করি। এই পরিকল্পনা কাজে দেয়। ওরা দু'জনেই সেট ব্যাটারদের আউট করে দেয়। তার ফলেই আমরা এই ম্যাচে প্রত্যাবর্তন ঘটাতে সক্ষম হই। সেট হয়ে যাওয়া ব্যাটাররা যদি শেষ ওভার পর্যন্ত ক্রিজে থাকত, তাহলে নিশ্চিতভাবেই ম্যাচ আমাদের নাগালের বাইরে চলে যেত। শেষ ওভারে স্পিনারের হাতে বল দেব না কোনও পেসারকে ডাকব, সেটা নিয়ে আমি কিছুটা দ্বিধায় ছিলাম। শেষপর্যন্ত স্পিনারকেই বল দিই। ম্যাচে কোন স্পিনার সবচেয়ে ভালো বোলিং করছে সেটা আমি সবসময় দেখি। সেভাবেই নির্দিষ্ট দিনে সেই স্পিনারের পাশে দাঁড়াই।'

আরও পড়ুন-

IPL 2023 SRH Vs KKR: শেষ ওভারে বরুণ চক্রবর্তীর কামাল, ৫ রানে জিতল কেকেআর

IPL 2023: লিভিংস্টোনের পাল্টা ঈশানের বিস্ফোরক ইনিংস, বিশাল স্কোর তাড়া করে জয় মুম্বইয়ের

Nicholas Pooran: ডাল মাখানি, পনির বাটার মশলা, বাটার চিকেনে মজে নিকোলাস পুরাণ

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today