Nicholas Pooran: ডাল মাখানি, পনির বাটার মশলা, বাটার চিকেনে মজে নিকোলাস পুরাণ

আইপিএল উপলক্ষে ভারতে এসে এদেশের অনেককিছুই শিখে গিয়েছেন পুরাণ। সামান্য হিন্দিও বলতে পারেন তিনি। সতীর্থদের সঙ্গে ডাল মাখানি খেতে দেখা যায় পুরাণকে।

/ Updated: May 01 2023, 09:51 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

কয়েকদিন আগেই পাঞ্জাব কিংসের বিরুদ্ধে আইপিএল-এর ম্যাচ খেলতে মোহালি গিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। ম্যাচের আগের দিন অনুশীলনের পর মাঠেই আড্ডা দিচ্ছিলেন নিকোলাস পুরাণ ও তাঁর সতীর্থরা। সেখানে হঠাৎ চলে আসেন পাঞ্জাব কিংসের পেসার আর্শদীপ সিং। তাঁকে দেখেই পুরাণ বলেন, 'ডাল মাখানি খাওয়াতে হবে।' আর্শদীপ বলেন, 'তুমি যদি আমার বোলিংয়ে ছক্কা না মারো তাহলে খাওয়াব।' পাল্টা পুরাণ বলেন, 'তুমি ইয়র্কার দিলে আমি শুধু সিঙ্গলসই নিয়ে যাব।' এরপর সতীর্থদের প্রশ্ন পুরাণ বলেন, পনির বাটার মশলা, বাটার চিকেনও তাঁর পছন্দের পদ। আইপিএল উপলক্ষে ভারতে এসে এদেশের অনেককিছুই শিখে গিয়েছেন পুরাণ। সামান্য হিন্দিও বলতে পারেন তিনি। আর্শদীপ না খাওয়ালেও, সতীর্থদের সঙ্গে ডাল মাখানি খেতে দেখা যায় পুরাণকে।

Read more Articles on