
Rohit Sharma: সদ্য আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি (ICC Champions Trophy) জিতেছেন। ফলে জয়ের আনন্দে ভাসছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। তিনি দুবাই থেকে মুম্বই ফিরে বাড়িতে পরিবাবের সঙ্গে সময় কাটাচ্ছেন। কয়েকদিন পরেই আইপিএল-এ (IPL 2025) খেলতে ব্যস্ত হয়ে পড়বেন। তার আগে বৃহস্পতিবার রোহিত তার মেয়ে সামাইরা এবং ছেলে আহানের সঙ্গে খেলার একটি মিষ্টি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। সোশ্যাল মিডিয়ায় এই ছবি ভাইরাল। ২০২৪ সালের ১৫ নভেম্বর জন্ম হয় আহানের। ছেলের জন্মের সময় স্ত্রী রিতিকা সাজদের পাশে থাকার জন্য অস্ট্রেলিয়া সফরে টেস্ট ম্যাচ না খেলে দেশে ছিলেন রোহিত। পরে তিনি দলে যোগ দেন। এখনও পর্যন্ত ছেলের সঙ্গে খুব বেশিদিন থাকার সুযোগ পাননি ভারতের অধিনায়ক। এই কারণে তিনি এখন আহানকে কোল থেকে নামাতে চাইছেন না।
অনুরাগীদের ভালোবাসার জোয়ারে ভাসছেন রোহিত
রোহিতের ইনস্টাগ্রাম হ্যান্ডলে শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, ভারতের অধিনায়ক তাঁর সদ্যোজাত ছেলেকে কোলে নিয়ে আছেন। তাঁর সামনে সামাইরা বল নিয়ে খেলছে। সে বাড়িতে বাবাকে পেয়ে খুব খুশি। এই ছবির ক্যাপশনে জোড়া লাল হৃদয়ের ইমোজি দিয়েছেন রোহিত। ১৬ লক্ষেরও বেশি ইনস্টাগ্রাম ব্যবহারকারী এই ছবি লাইক করেছেন। অনেকেই নানা মন্তব্য করছেন।
চ্যাম্পিয়নস ট্রফি ফাইনালে অসাধারণ ইনিংস রোহিতের
এবারের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ফাইনালের আগে কোনও ম্যাচেই বড় রান পাননি রোহিত। তবে ফাইনালে তিনি অসাধারণ ব্যাটিং করে ভারতের জয়ের পথ প্রশস্ত করে দেন। ভারতের চ্যাম্পিয়নস ট্রফি জয়যাত্রায় শুবমান গিল (পাঁচ ম্যাচে একটি শতরান-সহ ১৮৮ রান), শ্রেয়াস আইয়ার (পাঁচ ম্যাচে দু'টি অর্ধশতরান-সহ ২৪৩ রান), অক্ষর প্যাটেল (পাঁচ ম্যাচে ১০৯ রান এবং পাঁচটি উইকেট) এবং হার্দিক পান্ডিয়ার (চার ম্যাচে ৯৯ রান এবং চারটি উইকেট), কেএল রাহুল (পাঁচ ম্যাচে ১৪০.০০ গড়ে ১৪০ রান), বরুণ চক্রবর্তী (৯টি উইকেট) বড় অবদান রেখেছেন। বিরাট কোহলিও ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। 'হিটম্যান' রোহিত আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫-এ ৫ ম্যাচে ৩৬.০০ গড়ে এবং ১০০.০০ স্ট্রাইক রেটে ১৮০ রান করেছেন। তাঁর সেরা স্কোর ৭৬। গত রবিবার ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চার উইকেটে জয় পাওয়ার পর সারা ভারত যখন আনন্দে ভাসছিল, তখন রোহিত সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নিশ্চিত করেছেন যে তিনি এখনই এই ফর্ম্যাট থেকে অবসর নিচ্ছেন না।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।