Mahmudullah Riyad: মুশফিকুর রহিমের পর মাহমুদুল্লাহ রিয়াদ, বাংলাদেশের আরও এক ক্রিকেটারের অবসর

Published : Mar 13, 2025, 06:09 PM ISTUpdated : Mar 13, 2025, 06:52 PM IST
Mahmudullah

সংক্ষিপ্ত

Mahmudullah Riyad Retirement: এবারের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে কোনও ম্যাচ না জিতে গ্রুপ থেকেই বিদায় নিয়েছে পাকিস্তান। এই টুর্নামেন্ট শেষ হওয়ার পর দুই তারকা ক্রিকেটার অবসর নিলেন।

Mahmudullah Riyad Retires: কয়েকদিন আগেই আত্মীয় মুশফিকুর রহিম (Mushfiqur Rahim) ওডিআই (ODIs) ফর্ম্যাট থেকে অবসরের কথা ঘোষণা করেছেন। এবার একই পথে হাঁটলেন বাংলাদেশের (Bangladesh) তারকা অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ (Mahmudullah Riyad)। তিনি আগেই টেস্ট, টি-২০ ফর্ম্যাট থেকে অবসর ঘোষণা করেছেন। এবার ওডিআই ফর্ম্যাট থেকেও অবসর ঘোষণা করলেন। ফলে মাহমুদুল্লাহর আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারই শেষ হয়ে গেল। বাংলাদেশের ক্রিকেট মহলে 'সাইলেন্ট কিলার' হিসেবে পরিচিত মাহমুদুল্লাহ। তিনি ২০০৭ সালে প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগ পান। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫-তে (ICC Champions Trophy 2025) নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচই তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্যাচ হয়ে থাকল। বৃষ্টি ও খারাপ আউটফিল্ডের জন্য বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ শুরু করা সম্ভব হয়নি। ফলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলেই ওডিআই ফর্ম্যাট তথা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মাহমুদুল্লাহ।

বাংলাদেশের সেরা ৫ ক্রিকেটারের অবসর

বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে সেরা পাঁচ ক্রিকেটার মাশরাফি মোর্তাজা, তামিম ইকবাল, শাকিব আল-হাসান, মুশফিকুর ও মাহমুদুল্লাহ। মাশরাফি ও তামিম আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। শাকিব এখনও সরকারিভাবে অবসর ঘোষণা করেননি। তবে তিনি হয়তো আর বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাবেন না। মুশফিকুর ও মাহমুদুল্লাহ এতদিন ধরে খেললেও, এবার তাঁরাও সরে গেলেন। মুশফিকুর অবশ্য আরও কিছুদিন বাংলাদেশের হয়ে খেলবেন। তবে তিনি আর ওডিআই ফর্ম্যাটে খেলবেন না। ফলে বাংলাদেশ ক্রিকেট দল আরও দুর্বল হয়ে পড়ল। বাংলাদেশের সেরা পাঁচ ক্রিকেটার মিলেও দলকে কোনও বড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন করতে পারেননি। এবার জাকের আলি, মুস্তাফিজুর রহমানরা মিলে বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন।

১৮ বছরের কেরিয়ার শেষ

বাংলাদেশের হয়ে ৫০টি টেস্ট ম্যাচ, ২৩৯টি ওডিআই ম্যাচ এবং ১৪টি টি-২০ ম্যাচ খেলেছেন মাহমুদুল্লাহ। তাঁর পরিবর্ত পাওয়া কঠিন। ফলে বাংলাদেশ ক্রিকেট দলে বিরাট শূন্যতা তৈরি হতে চলেছে। এই শূন্যতা পূরণ করা কঠিন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

IND vs SA: একদিকে কুইন্টন ডি ককের সেঞ্চুরি এবং অন্যদিকে প্রসিধ কৃষ্ণ-কুলদীপের দাপুটে বোলিং, প্রোটিয়াদের ইনিংস শেষ ২৭০ রানে
IND vs SA: ২০ ম্যাচ পর টস জিতল ভারত, তৃতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা