Virat Kohli: সঙ্গে রাঁধুনি নেই তো কী হয়েছে? দুবাইতেও কোহলির পাতে পৌঁছে গেল পছন্দের ডিশ

Published : Feb 17, 2025, 05:31 PM IST
virat kohli injury

সংক্ষিপ্ত

পরিষ্কার নির্দেশ, ব্যক্তিগত রাঁধুনি নিয়ে কোনওভাবেই যেতে পারবেন না দলের ক্রিকেটাররা। 

পছন্দের রাঁধুনি তিনি নিয়ে যেতে পারেননি। কিন্তু তবুও বিরাট কোহলির পাতে নিজের ফেভারিট ডিশ।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরাজয়ের পর কড়া পদক্ষেপ নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড তথা বিসিসিআই। তাদের পরিষ্কার নির্দেশ, ব্যক্তিগত রাঁধুনি নিয়ে কোনওভাবেই যেতে পারবেন না দলের ক্রিকেটাররা। কিন্তু তারপরেও দুবাইতে নিজের পছন্দের খাবার খেলেন বিরাট কোহলি।

রবিবার, দুবাই ক্রিকেট অ্যাকাডেমির মাঠে অনুশীলন সারে ভারতীয় ক্রিকেট দল। এদিন অনুশীলনে দেখা যায়, স্থানীয় এক ম্যানেজারের সঙ্গে কথা বলছেন বিরাট কোহলি। আর তারপরেই ওই ম্যানেজার কিছুক্ষণ পর মাঠ থেকে বেরিয়ে যান। এরপর হাতে তিনি কয়েকটি খাবারের প্যাকেট নিয়ে হাজির হন এবং সেগুলি কোহলির হাতে দেন।

জানা যাচ্ছে, নিজের পছন্দের একটি রেস্টুরেন্ট থেকে খাবার আনিয়ে নেন কোহলি। অনুশীলন শেষে যখন বাকিরা নিজেদের কিট ব্যাগ গুছিয়ে বেরোতে ব্যস্ত, তখন কোহলি মাঠের ধারে বসেই খাবার খেতে শুরু করেন। এমনকি, বাসেও একটি প্যাকেট নিয়ে ওঠেন।

প্রসঙ্গত, বোর্ডের নিয়োগ করা কয়েকজন রাঁধুনিই দলের সঙ্গে দুবাইতে গেছেন। জানা গেছে, তারাই ক্রিকেটারদের খাবারের দিকে নজর রাখবেন। তবে আগে কোহলি বিদেশ সফরে গেলে, তাঁর সঙ্গে দুজন রাঁধুনি যেতেন এবং তারাই কোহলির পছন্দের খাবার রান্না করে খাওয়াতেন। কিন্তু দুবাইতে এবার তাদের নিয়ে যেতে পারেননি এই তারকা ভারতীয় ক্রিকেটার। তবিও পছন্দের খাবার খেলেন কোহলি।

সবমিলিয়ে, ক্রিকেটের ২২ গজে তিনি ঝড় তুলবেন কিনা সময় বলবে, কিন্তু পেটপুজোর দিক দিয়ে আপাতত কভার ড্রাইভই মারলেন কোহলি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: জয়সওয়ালের দুরন্ত সেঞ্চুরি! সঙ্গে রোহিত-কোহলির যুগলবন্দী, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জিতল ভারত
IND vs SA: একদিকে কুইন্টন ডি ককের সেঞ্চুরি এবং অন্যদিকে প্রসিধ কৃষ্ণ-কুলদীপের দাপুটে বোলিং, প্রোটিয়াদের ইনিংস শেষ ২৭০ রানে