রঞ্জি ট্রফিতে ঋদ্ধিমান সাহার শেষ ম্যাচ, পাঞ্জাবের বিরুদ্ধে লড়াইয়ে বাংলা

Published : Jan 30, 2025, 05:38 PM ISTUpdated : Jan 30, 2025, 05:56 PM IST
Wriddhiman Saha

সংক্ষিপ্ত

এবারের রঞ্জি ট্রফিতে নক-আউটে যেতে পারছে না বাংলা দল। তবে গ্রুপের শেষ ম্যাচ জিতে প্রতিযোগিতা ভালোভাবে শেষ করাই বাংলার ক্রিকেটারদের লক্ষ্য।

বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে শুরু হয়েছে বাংলা-পাঞ্জাব ম্যাচ। এবারের রঞ্জি ট্রফিতে বাংলা দলের যা অবস্থান, তাতে পাঞ্জাবের বিরুদ্ধে এই ম্যাচ আপাতভাবে গুরুত্বহীন। কিন্তু রঞ্জি ট্রফিতে এটিই ঋদ্ধিমান সাহার শেষ ম্যাচ। এই কারণে পাঞ্জাবের বিরুদ্ধে এই ম্যাচ বাংলা শিবিরের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। শেষ ম্যাচ জিতে ঋদ্ধিমানকে ভালোভাবে বিদায় জানানোই সতীর্থদের লক্ষ্য। একইসঙ্গে এবারের রঞ্জি ট্রফিতে গ্রুপের শেষ ম্যাচ জিতে প্রতিযোগিতা ভালোভাবে শেষ করাও বাংলা দলের লক্ষ্য। ইডেন গার্ডেন্সে এই ম্যাচের প্রথম দিনের শেষে ভালো জায়গায় বাংলা। দ্বিতীয় দিন অবস্থান মজবুত করাই ঋদ্ধিমানদের লক্ষ্য থাকবে।

টসে জিতে ভালো জায়গায় বাংলা

বৃহস্পতিবার সকালে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলার অধিনায়ক অনুষ্টুপ মজুমদার। তাঁর এই সিদ্ধান্তের যোগ্য মর্যাদা দেন বোলাররা। প্রথমে ব্যাটিং করতে নেমে ৫৭.২ ওভারে ১৯১ রানে অলআউট হয়ে যায় পাঞ্জাব দল। উইকেটকিপার আনমোল মালহোত্রা ১১৪ বলে ১০৬ রান করে অপরাজিত থাকেন। তিনি ১১টি বাউন্ডারি ও জোড়া ওভার-বাউন্ডারি মারেন। পাঞ্জাবের অন্য কোনও ব্যাটার অর্ধশতরানও করতে পারেননি। আনমোলের জন্যই ভদ্রস্থ স্কোর করতে পারে পাঞ্জাব। বাংলার হয়ে ৬৮ রান দিয়ে ৪ উইকেট নেন সূরজ সিন্ধু জয়সোয়াল। ৫৮ রান দিয়ে ৪ উইকেট নেন সুমিত মহন্ত। ৪১ রান দিয়ে ২ উইকেট নেন মহম্মদ কাইফ

ব্যাট হাতে লড়াই সুমন্ত গুপ্তর

প্রথম দিনের শেষে বাংলার স্কোর ৪ উইকেটে ১১৯। ৪২ বলে ৩৯ রান করে অপরাজিত সুমন্ত গুপ্ত। ৫ রান করে অপরাজিত সূরজ। ওপেনার অঙ্কিত চট্টোপাধ্যায় করেন ১১ রান। অপর ওপেনার ঋত্বিক চট্টোপাধ্যায় করেন ১৭ রান। সুদীপ কুমার ঘরামি করেন ১৪ রান। অনুষ্টুপ করেন ৩২ রান। ঋদ্ধিমান, অভিষেক পোড়েল এখনও ব্যাটিং করতে নামেননি। দ্বিতীয় দিন ভালো ব্যাটিং করে পাঞ্জাবের প্রথম ইনিংসের রান টপকে যাওয়াই বাংলা দলের প্রাথমিক লক্ষ্য।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

১৬ বছরের অঙ্কিতকে দেখেও অনুপ্রাণিত হতে পারলেন না সিনিয়ররা, রঞ্জি ট্রফিতে লজ্জার হার বাংলার

১৬ বছর পূর্ণ হয়নি, বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে অভিষেক অঙ্কিত চট্টোপাধ্যায়ের

রোমহর্ষক ম্যাচে শেষ উইকেট শামির, এবারের রঞ্জি ট্রফিতে প্রথম জয় বাংলার

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে