
এই ক্রমতালিকার শীর্ষে নিজের জায়গা আরও পাকা করে নিলেন শুভমান গিল। সবমিলিয়ে, আইসিসি র্যাঙ্কিংয়ের প্রথম ১৫-তে আপাতত পাঁচজন ভারতীয় তারকা রয়েছেন।
পাকিস্তান ম্যাচের আগেও বারবার সমালোচনায় বিদ্ধ হয়েছেন কোহলি। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে মহাযুদ্ধে সেঞ্চুরি করে দলকে জেতানোর পর, ফের একবার বিরাট বন্দনা শুরু হয়ে গেছে।
রিকি পন্টিং থেকে মাইকেল আথারটন, সকলেই কার্যত মুগ্ধ কোহলির ব্যাটিংয়ে। পন্টিং বলছেন, “৫০ ওভারের ক্রিকেটে বিরাটের থেকে সেরা ক্রিকেটার আমি অন্তত দেখিনি।”
ক্রিকেট বিশেষজ্ঞদের প্রশংসা কুড়নোর পাশাপাশি একদিনের ক্রিকেটের র্যাঙ্কিংয়েও উন্নতি করলেন বিরাট এবং উঠে এলেন বিশ্ব র্যাঙ্কিংয়ের প্রথম পাঁচে।
প্রসঙ্গত, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে ওয়ানডেতে বিরাটের র্যাঙ্কিং ছিল ৬। এমনকি, টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধেও রান পাননি কিং কোহলি। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে ২৪২ রান তাড়া করতে নেমে দুর্দান্ত সেঞ্চুরি করেন তিনি। খেলেন ১১১ বলে ১০০ রানের অপরাজিত ইনিংস এবং তারপরেই ক্রমতালিকায় পাঁচ নম্বরে উঠে এলেন বিরাট কোহলি। ফলে, নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলকে টপকে গেলেন এই ভারতীয় তারকা।
অন্যদিকে, ক্রমতালিকার একেবারে শীর্ষে রয়েছেন শুভমান গিল। দ্বিতীয় স্থানে থাকা বাবর আজমের সঙ্গে তাঁর পয়েন্টের ব্যবধান ৬০। এদিকে তিন নম্বরে আছেন রোহিত শর্মা। প্রথম ১৫-তে রয়েছেন আরও দুই ভারতীয়, শ্রেয়স আইয়ার এবং কেএল রাহুল।
তারা যথাক্রমে ৯ এবং ১৫ নম্বরে আছেন। তবে দুই ধাপ উন্নতি করেছেন রাহুল। ওয়ানডেতে দলগত র্যাঙ্কিংয়ের একেবারে শীর্ষে রয়েছে ভারত। সেইসঙ্গে, বোলারদের তালিকায় তৃতীয় স্থানে আছেন কুলদীপ যাদব।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।