
Indian Cricket Team: ভারতীয় ক্রিকেটে এই মুহূর্তে জোর চর্চার বিষয় হলেন রোহিত-কোহলি। আগামী ২০২৭ বিশ্বকাপে কি তারা খেলবেন? তা নিয়েই সন্দিহান ক্রিকেটপ্রেমীরা (india vs australia series 2025)।
তারই মাঝে আবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে রোহিতের বদলে শুভমানের হাতে নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে। এমতাবস্থায়, ঠিক কী হবে? এই প্রসঙ্গেই এবার মুখ খুলল বিসিসিআই।
উল্লেখ্য, দীর্ঘদিন বাদে মাঠে ফিরছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন সিরিজে ২২ গজে ফিরছেন এই দুই তারকা। এটিই কি জাতীয় দলের জার্সিতে তাদের শেষ ক্রিকেট সিরিজ। জল্পনা কার্যত, তুঙ্গে।
এই প্রসঙ্গে বিসিসিআই-এর সহ-সভাপতি জানিয়েছেন, "ওরা দলে ফিরে আসায় আমাদের খুবই উপকার হবে। কারণ, ওরা দুজনেই দুর্দান্ত ব্যাটার। আশা করি, ওদের সাহায্য নিয়েই আমরা অস্ট্রেলিয়াকে হারাতে পারব।”
রাজীব শুক্লার কথায়, “এই বিষয়গুলি নিয়ে আসলে আলোচনা হওয়াই উচিত নয়। তাছাড়া এটাই শেষ সিরিজ কিনা, সেইসব বিষয়ে তো কোনও কথাই হয়নি। ক্রিকেটাররা কবে অবসর নেবেন, সেটাতো ব্যক্তিগত সিদ্ধান্ত। এইভাবে বলে দেওয়া যায় নাকি? এটাই ওদের শেষ সিরিজ কিনা! এই বিষয়গুলি একদমই ঠিক নয়।”
অন্যদিকে, দলের হেডকোঁচ গম্ভীরও এদিন জানান, “পঞ্চাশ ওভারের বিশ্বকাপের এখনও আড়াই বছর বাকি রয়েছে। তাই এখন বর্তমানে মন দেওয়া উচিত। রোহিত-কোহলি দু’জনেই যথেষ্ট ভালো মানের ক্রিকেটার। অস্ট্রেলিয়ায় ওদের অভিজ্ঞতা অনেক কাজে আসবে।”
অন্যদিকে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে ভারত। আগামী রবিবার, প্রথম ম্যাচ। পরের দুটি খেলা আগামী ২৩ এবং ২৬ অক্টোবর।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।