
Indian Cricket Team: শুরু হচ্ছে এশিয়া কাপ। আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এই মেগা টুর্নামেন্ট। তবে এখনও দল ঘোষণা করেনি ভারতীয় ক্রিকেট দল। জানা যাচ্ছে, আগামী সপ্তাহেই দল ঘোষণা করা হবে।
এশিয়া কাপে ভারতীয় দলে তিনজন তারকা জায়গা নাও পেতে পারেন বলে সূত্রের খবর। সেই তালিকায় রয়েছেন স্বয়ং টেস্ট দলের অধিনায়ক শুভমান গিল নিজেও। অনন্ত এইরকমটাই জানা যাচ্ছে। প্রসঙ্গত, এবার এশিয়া কাপ খেলা হবে টি-২০ ফরম্যাটে।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, আগামী ১৯ অগাস্ট এশিয়া কাপকে মাথায় রেখে দল নির্বাচন করা হবে। মুম্বইতে ভারতীয় ক্রিকেট বোর্ডের সদর দফতরে, দল নির্বাচন করবে অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচকদের কমিটি। সেই বৈঠকে উপস্থিত থাকার কথা প্রধান কোচ গৌতম গম্ভীর এবং টি-২০ ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের। উল্লেখ্য, এই মুহূর্তে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন সূর্যকুমার যাদব। এরপর সেখান থেকে মুম্বইতে যাবেন তিনি।
ভারতীয় ক্রিকেট বোর্ডের এক আধিকারিক সূত্রে জানা গেছে, “আগামী ১৯ অগাস্ট দল নির্বাচন করা হবে। তারপর নির্বাচক প্রধান একটি সাংবাদিক বৈঠক করবেন। সেখানেই পুরো দল ঘোষণা করা হবে।”
যদিও সেই রিপোর্টে দাবি করা হয়েছে, সূর্যকুমার যাদবই অধিনায়ক থাকছেন। তবে টেস্ট দলের পর শুভমানকে টি-২০ দলের অধিনায়ক করার যে জল্পনা শোনা যাচ্ছিল, তা আদতে সত্যি নয়। কারণ, সূর্যের উপর এই ফরম্যাটে আস্থা রয়েছে গম্ভীর এবং আগরকর, দুজনেরই।
এমনকি, ঐ আধিকারিকের কথায়, “ওপেনার হিসেবে সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মার উপরই ভরসা রাখছেন জাতীয় দলের নির্বাচকরা। ফলে, শুভমানের দলে জায়গা পাওয়া কিন্তু বেশ মুশকিলের। শোনা যাচ্ছে, যশস্বী জয়সওয়ালকে লাল বলের ক্রিকেটে মনযোগ দিতে বলা হয়েছে।
এদিকে আবার কেএল রাহুলেরও খেলার সম্ভাবনা কম রয়েছে বলে খবর। ফলে, এই তিন তারকাকে বাদ দিয়েই হয়ত এশিয়া কাপের দল ঘোষণা করা হতে পারে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।