এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে খেলতে ভয় পাচ্ছে পাকিস্তান! স্বীকার প্রাক্তন তারকার

Published : Aug 14, 2025, 06:26 PM IST
India vs Pakistan

সংক্ষিপ্ত

Asia Cup 2025: আগামী মাসে সংযুক্ত আরব আমিরশাহিতে (UAE) হতে চলেছে এশিয়া কাপ। এই টুর্নামেন্টের সবচেয়ে বড় আকর্ষণ ভারত-পাকিস্তান ম্যাচ (India vs Pakistan)। এই ম্যাচ নিয়ে দু'দেশেই নানা মত শোনা যাচ্ছে।

DID YOU KNOW ?
এশিয়া কাপে সফলতম ভারত
এশিয়া কাপের ইতিহাসে সফলতম দল ভারত। এখনও পর্যন্ত আটবার এই টুর্নামেন্ট জিতেছে ভারতীয় দল।

India vs Pakistan: এশিয়া কাপে (Asia Cup 2025) ভারতের বিরুদ্ধে মাঠে নামতে রীতিমতো ভয় পাচ্ছে পাকিস্তান। ভারতীয় দল যদি এই ম্যাচ বয়কট করে, তাহলে খুশিই হবে পাকিস্তান শিবির। এমনই বলছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলি (Basit Ali)। এই প্রাক্তন ব্যাটার এক ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘আমি প্রার্থনা করছি, ভারত যেন এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে অস্বীকার করে। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডসে (World Championships of Legends) যেমন ওরা খেলতে অস্বীকার করেছে, তেমনই এশিয়া কাপেও যেন না খেলে। না হলে আমাদের এত মারবে যে ভাবতেও পারবেন না।’ টি-২০ বিশ্বকাপ (2024 Men's T20 World Cup) ও আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি (ICC Champions Trophy 2025) জেতার পর এবারের এশিয়া কাপ খেলতে নামছে ভারতীয় দল। গত এশিয়া কাপও জিতেছিল ভারতীয় দল। সম্প্রতি সব প্রতিযোগিতাতেই ভারতের কাছে হেরে গিয়েছে পাকিস্তান। ফের হারের আশঙ্কা তৈরি হয়েছে। এই কারণেই পাকিস্তান শিবির চাইছে, ভারতীয় দল যেন তাদের বিরুদ্ধে খেলতে অস্বীকার করে।

পাকিস্তানের পারফরম্যান্স নিয়ে আশঙ্কায় বাসিত

এশিয়া কাপের আগে ভালো জায়গায় নেই পাকিস্তান দল। ৩৩ বছর পর পাকিস্তানের বিরুদ্ধে ওডিআই সিরিজে (ODI series) জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ (West Indies)। ক্যারিবিয়ানদের পক্ষে সিরিজের ফল ২-১। ফলে এশিয়া কাপে বাবর আজমদের (Babar Azam) পারফরম্যান্স নিয়ে আশাবাদী হতে পারছেন না বাসিত। তাঁর আশঙ্কা, ফের ভারতের কাছে হেরে যাবে পাকিস্তান। এই কারণেই তিনি চাইছেন ভারতীয় দল এই ম্যাচে না খেলুক।

এশিয়া কাপে একাধিকবার হতে পারে ভারত-পাক ম্যাচ

১৪ সেপ্টেম্বর এশিয়া কাপে গ্রুপ লিগের ম্যাচে ভারত-পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা। তারপর দুই দলই গ্রুপের বাধা টপকে সুপার ফোর পর্যায়ে পৌঁছে গেলে সেখানেও ভারত-পাকিস্তানের লড়াই হতে পারে। সেই ম্যাচ হতে পারে ২১ সেপ্টেম্বর। ভারতে বিভিন্ন মহল থেকে পাকিস্তানের বিরুদ্ধে না খেলার দাবি উঠছে। এবার পাকিস্তান থেকেও একই কথা শোনা গেল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১৪
১৪ সেপ্টেম্বর এশিয়া কাপের গ্রুপ লিগে ভারত-পাকিস্তান ম্যাচ
দেশজুড়ে বিতর্কের মধ্যেই এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামছে ভারতীয় দল। বিভিন্ন মহল থেকে বয়কটের দাবি উঠছে।
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম