Indian Cricket Team Schedule: চ্যাম্পিয়ন্স ট্রফি অতীত! ২০২৭ বিশ্বকাপের আগে কতগুলি একদিনের ম্যাচ খেলবে ভারত?

Subhankar Das   | AFP
Published : Mar 10, 2025, 07:07 PM IST
ICC Champions Trophy 2025 Final

সংক্ষিপ্ত

সদ্য রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy 2025) জয় পেয়েছে ভারত (Indian Cricket Team)। কিন্তু সেই পর্ব যেন ইতিমধ্যেই অতীত হয়ে গেছে। কারণ, কাউন্টডাউন শুরু হয়ে গেছে ২০২৭ সালের ক্রিকেট বিশ্বকাপ (ICC World Cup 2027) নিয়ে।

Indian Cricket Team Schedule: আর ঠিক বাকি মাত্র ২ বছর। তারপরেই ক্রিকেট বিশ্বকাপের (ICC Cricket World Cup 2027) আসর বসবে দক্ষিণ আফ্রিকা, জ়িম্বাবোয়ে এবং নামিবিয়াতে। দেশের মাটিতে গত ২০২৩ সালে বিশ্বকাপ হাতছাড়া হওয়ার পর, একদিনের বিশ্বকাপ পরেরবারও জিততে চায় ভারতীয় ক্রিকেট দল। কিন্তু মাঝে একটা লম্বা সময় পড়ে রয়েছে। যে সময়টায় ঠিক কতগুলি একদিনের ম্যাচ খেলবেন কোহলিরা (Indian cricket team schedule 2024 to 2027)?

এদিকে সদ্য রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy 2025) জয় পেয়েছে ভারত (Indian Cricket Team)। কিন্তু সেই পর্ব যেন ইতিমধ্যেই অতীত হয়ে গেছে। কারণ, কাউন্টডাউন শুরু হয়ে গেছে ২০২৭ সালের ক্রিকেট বিশ্বকাপ (ICC World Cup 2027) নিয়ে।

তথ্য বলছে, আগামী বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতির যথেষ্ট সুযোগ থাকছে ভারতীয় দলের সামনে। জানা যাচ্ছে, বিশ্বকাপের আগে মোট ২৭টি একদিনের ম্যাচ খেলতে নামবে ভারত (Indian Cricket Team)। আপাতত ক্রিকেটাররা বিশ্রামে থাকবেন। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার একটা ক্লান্তি রয়েছে।

তারপর আছে আইপিএল (IPL)। সেটা শেষ হলেই ইংল্যান্ডে টেস্ট সিরিজ় এবং তারপর ভারত একদিনের সিরিজ় খেলবে বাংলাদেশের বিরুদ্ধে তাদের মাঠে। সেখানে তিনটি ম্যাচ খেলার কথা রোহিতদের (Indian cricket team schedule 2024 to 2027 time table)।

অন্যদিকে, চলতি বছরের অক্টোবর-নভেম্বর মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। তার আগে অবশ্য এশিয়া কাপ রয়েছে। যদিও এশিয়া কাপ টি-২০ ফরম্যাটে অনুষ্ঠিত হবে। অপরদিকে অস্ট্রেলিয়া সিরিজের পর নভেম্বর-ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ খেলার কথা রয়েছে ভারতের (Indian Cricket Team Schedule)।

এছাড়া পরের বছর জানুয়ারি মাসে ঘরের মাঠে নিউজ়‌িল্যান্ডের বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ খেলতে নামবে ভারত। তারপর আবার শ্রীলঙ্কার সঙ্গে যৌথ উদ্যোগে টি-২০ বিশ্বকাপও আয়োজন করবে ভারত। সেটা শেষ হলেই তারপর রয়েছে আইপিএল। এরপর সেই প্রতিযোগিতা শেষ হলে, পরের বছরের জুন মাসে আফগানিস্তানের বিরুদ্ধে প্রথমবার দ্বিপাক্ষিক একদিনের সিরিজ় খেলবে টিম ইন্ডিয়া (Indian cricket team schedule 2024 to 2027)।

সেই সিরিজে রয়েছে তিনটি ম্যাচ। তারপর ২০২৬ সালের জুলাই মাসে ভারত উড়ে যাবে ইংল্যান্ডে। সেখানে তিনটি এক দিনের ম্যাচ এবং পাঁচটি টি-২০ ম্যাচ খেলবে তারা। সেপ্টেম্বর-অক্টোবর মাসে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ়‌ের বিরুদ্ধে একদিনের সিরিজ় রয়েছে। শুধু তাই নয়, নিউজ়‌িল্যান্ড সিরিজ়ও রয়েছে তালিকায়। ভারতের শেষ সিরিজ়টি অনুষ্ঠিত হবে আগামী ২০২৭ সালের জানুয়ারি মাসে।

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে রয়েছে সেই সিরিজ়। স্বাভাবিকভাবেই এতগুলি ম্যাচ থাকায় প্রস্তুতির যথেষ্ট সুযোগ রয়েছে ভারতের সামনে। সেইরকমটাই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম