Indian Cricket Team: গম্ভীরের নেতৃত্বে শুরু অনুশীলন, শ্রীলঙ্কাতে খোশমেজাজে গোটা দল

Published : Jul 23, 2024, 11:25 PM IST
BCCI

সংক্ষিপ্ত

দল নিয়ে তিনি নেমে পড়লেন অনুশীলনে। শ্রীলঙ্কায় (SriLanka) পৌঁছে মঙ্গলবার থেকেই অনুশীলনে নেমে পড়ল ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। গৌতম গম্ভীরের (Gautam Gambhir) অধীনে কার্যত নতুন যুগ শুরু হয়ে গেল ভারতীয় ক্রিকেটে।

দল নিয়ে তিনি নেমে পড়লেন অনুশীলনে। শ্রীলঙ্কায় (SriLanka) পৌঁছে মঙ্গলবার থেকেই অনুশীলনে নেমে পড়ল ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। গৌতম গম্ভীরের (Gautam Gambhir) অধীনে কার্যত নতুন যুগ শুরু হয়ে গেল ভারতীয় ক্রিকেটে।

এদিন সকালে কলম্বো স্টেডিয়ামে অনুশীলন শুরু করল টিম ইন্ডিয়া (Team India)। আর সেই অনুশীলনের ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। সেখানে বাস থেকে সবার আগে হার্দিককে নামতে দেখা যাচ্ছে। ঠিক তার পিছনেই নামেন দলের নতুন হেডস্যার গম্ভীর। তারপর একে একে সঞ্জু স্যামসন, শিবম দুবে, খলিল আহমেদরা নেমে সোজা স্টেডিয়ামের দিকে পা বাড়ান।

এর কিছুক্ষণ পর পুরো দল অনুশীলনে নামে। সেখানেও হার্দিকের পিছনে গম্ভীরকে নামতে দেখা যায়। সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) এবং মহম্মদ সিরাজ গল্প করতে করতে সিঁড়ি দিয়ে নেমে আসেন। আর অনুশীলনের মাঝে কিছু ক্রিকেটারের সঙ্গে কথাও বলেন গম্ভীর। সঞ্জুকে দেখা যায় আবার কভার ড্রাইভ শেখাতে। গোটা দল এরপর একসঙ্গে গোল হয়ে দাঁড়ায়। সেখানে দেখা যায় গৌতম গম্ভীর এবং সূর্যকুমার যাদব দলের বাকি সদস্যদের কিছু বলছেন।

সবমিলিয়ে, গম্ভীরের অধীনে প্রথম অনুশীলনে ভারতকে বেশ তরতাজাই লেগেছে। হার্দিককেও বেশ ফুরফুরে মেজাজেই দেখা গেল। তবে নির্বাচক কমিটির প্রধান অজিত আগারকর (Ajit Agarkar) বলেন, “আমরা কিন্তু একদিনে অধিনায়ক নির্বাচক করিনি। অনেকদিন ধরেই এই বিষয়ে আলোচনা হয়েছে। এমনকি, আমরা ড্রেসিংরুম থেকেও খবর নিয়েছি। তারপরই নতুন অধিনায়ক হিসেবে আমরা সূর্যকে বেছে নিয়েছি।”

তিনি আরও যোগ করেন, “আমাদের হাতে অনেক সময় আছে। পরের টি-২০ ক্রিকেট বিশ্বকাপ দুই বছর পর। আশা করি সূর্য ভালোভাবেই দলকে নেতৃত্ব দিতে পারবে।”

 

 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Ranji Trophy 2026: সার্ভিসেসের বিরুদ্ধে চালকের আসনে বাংলা, দ্বিতীয় দিনের শেষে এগিয়ে ৩৯৩ রানে
IND vs NZ 2nd T20: নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে ভারতীয় দলে দুটি পরিবর্তন? সম্ভাব্য প্রথম একাদশ