আইপিএল-এ (IPL) এবার মালিকানা বদলের সম্ভাবনা। আসরে নামতে পারে আদানি গ্রুপ (Adani Group)। জানা যাচ্ছে, গুজরাট টাইটানস দলকে কিনে নিতে পারে আদানি গ্রুপ।
আইপিএল-এ (IPL) এবার মালিকানা বদলের সম্ভাবনা। আসরে নামতে পারে আদানি গ্রুপ (Adani Group)। জানা যাচ্ছে, গুজরাট টাইটানস দলকে কিনে নিতে পারে আদানি গ্রুপ।
সূত্রের খবর, ১২,৫৫০ কোটি টাকায় গুজরাট টাইটানসকে (GT) আদানি গ্রুপ কিনে নিতে পারে। কারণ, বর্তমান মালিক জিটি ওনার্স তাদের শেয়ারের বেশিরভাগটাই বিক্রি করে দিতে চাইছে। প্রসঙ্গত, গত ২০২১ সালে সিভিসি ক্যাপিটাল গুজরাট টাইটানসকে (Gujarat Titans) ৫,৬২৫ কোটি টাকায় কিনে নেয়।
একটি রিপোর্ট বলছে, গৌতম আদানি এই বিষয়ে কার্যকরী ভূমিকা নিতে পারেন। আইপিএলে (IPL) গুজরাট টাইটানস ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে। তাই গুজরাট টাইটানসের নিয়ন্ত্রণ আদানি গ্রুপের হাতে চলে যাওয়ার সম্ভাবনাই বেশি। সূত্র মারফৎ জানা যাচ্ছে, সিভিসি ক্যাপিটালস ইতিমধ্যেই গুজরাট টাইটানসের (GT) মালিকানা বদল নিয়ে আদানি গ্রুপের সঙ্গে কথাবার্তা শুরু করেছে।
আইপিএল-এর অন্যতম একটি বৃহৎ পেশাদার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দল গুজরাট টাইটানস। গত ২০২১ সালে প্রতিষ্ঠিত হয় এই দলটি। গুজরাট টাইটানসের (GT) হোম গ্রাউন্ড হল মোতেরার নরেন্দ্র মোদি স্টেডিয়াম (Narendra Modi Stadium)। এতদিন এই ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা সিভিসি ক্যাপিটাল পার্টনারস-এর অধীনে ছিল। কিন্তু এখন মালিকানা (Ownership) বদলের পথে। বর্তমানে ১ বিলিয়ন ডলার থেকে দেড় বিলিয়ন ডলারের দিকে তাদের মার্কেট ভ্যালু বৃদ্ধি পেতে পারে।
গত্ ২০২১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত, সাফল্যের নানা নজির দেখিয়েছে এই দলটি। শেয়ার হস্তান্তরের প্রক্রিয়ায় বিসিসিআই (BCCI) সবুজ সঙ্কেত দিলেই এই পেশাদারী সংস্থার মালিকানা বদল সম্ভব হবে। স্বভাবতই, পেশাদারি এই ক্রিকেট সংস্থায় বদল এলে আদানি গ্রুপই (Adani Group) যে তার নিয়ন্ত্রক হয়ে উঠবে, সেই কথা বলাই বাহুল্য।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।