নভেম্বরের শুরুতেই দক্ষিণ আফ্রিকা সফর! ঘুরিয়ে ফিরিয়ে দেখে নেওয়া হবে অনেককেই, কোচ লক্ষণ

ইতিমধ্যেই রোহিত শর্মা এবং বিরাট কোহলিরা টি-২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।

ইতিমধ্যেই রোহিত শর্মা এবং বিরাট কোহলিরা টি-২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।

তবে আগামী ২০২৬ সালের টি-২০ ক্রিকেট বিশ্বকাপের কথা মাথায় রেখে বেশ কিছু তরুণ ক্রিকেটারদের ঝালিয়ে একবার দেখে নেওয়া হচ্ছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন চারটি টি-২০ ম্যাচ খেলতে নভেম্বরের শুরুতেই প্রোটিয়া সফরে যাচ্ছেন সূর্যকুমার যাদবরা।

Latest Videos

তবে সেই সফরে কোচ কিন্তু গৌতম গম্ভীর নন। কোচ হয়ে উড়ে যাচ্ছেন ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman)। আগামী ৮ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচ রয়েছে। অন্যদিকে, সিরিজের শেষ ম‌্যাচ হল ১৫ নভেম্বর। ভারতীয় দল এখন ঘরের মাঠে নিউজিল‌্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলটে ব্যস্ত। ওয়াংখেড়েতে সিরিজের শেষ তথা তৃতীয় টেস্টটি অনুষ্ঠিত হবে আগামী ১-৫ নভেম্বর।

সূত্রের খবর, ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার উদ্দেশ‌্য রওনা দেবে আগামী ৩-৪ নভেম্বর। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, দক্ষিণ আফ্রিকা সফরে কোচ হিসেবে ভিভিএসকেই পাঠানো হচ্ছে।

ভারতীয় দলের কোচ হিসেবে এর আগেও অনেকগুলি সফরেই গেছেন ভিভিএস লক্ষণ। রাহুল দ্রাবিড়ের সময়ে বেশ কিছু সফরে কোচ হিসেবে বেশ কিছু দারুণ কাজও করেছেন তিনি। প্রসঙ্গত, তিনি শ্রীলঙ্কা সফরেই গেছিলেন। শোনা যাচ্ছে, দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে গম্ভীরের সঙ্গে একপ্রস্থ আলোচনাও নাকি হয়েছে ভিভিএস-এর। বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছিলেন সূর্যকুমার যাদবরা।

আর ওই সিরিজের টিমই প্রায় ধরে রাখা হচ্ছে বলে খবর। সঞ্জু স‌্যামসন দুরন্ত সেঞ্চুরি করেন বাংলাদেশের বিরুদ্ধে।  সঞ্জুর সেই ইনিংস, টি-২০ দলে আপাতত তাঁর জায়গা নিশ্চিত করেছে। সবমিলিয়ে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভালো খেলার জন্যই প্রস্তুত হচ্ছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

Malda-র রাস্তায় সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি! সচেতনার বার্তা র‍্যালির মাধ্যমে
RG Kar Case Update Today : চাইলেন না চরম শাস্তি! মোক্ষম চাল দিলো অভয়ার পরিবার | Calcutta High Court
এবার আগুনের গ্রাসে অন্য এলাকা! পুড়ছে স্যান দিয়েগো কাউন্টির একাধিক অংশ San Diego fire | Wildfires
Suvendu on Kartik Maharaj : কেন পদ্মশ্রী পাচ্ছেন কার্তিক মহারাজ? খোলসা করে সবটাই বললেন শুভেন্দু
Suvendu on Trump : ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ শুভেন্দু অধিকারী, কারন জানলে অবাক হবেন