ওয়াশিংটন সুন্দরের ৭ উইকেট, পুণে টেস্টের প্রথম ইনিংসে ২৫৯ অলআউট নিউজিল্যান্ড

Published : Oct 24, 2024, 04:04 PM ISTUpdated : Oct 24, 2024, 04:46 PM IST
Washington Sundar Birthday

সংক্ষিপ্ত

কুলদীপ যাদবের পরিবর্তে পুণেতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে খেলার সুযোগ পেয়েই অসাধারণ পারফরম্যান্স দেখালেন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর।

ওয়াশিংটন সুন্দর ও রবিচন্দ্রন অশ্বিনের অসাধারণ পারফরম্যান্সের সুবাদে পুণে টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ২৫৯ রানে অলআউট হয়ে গেল নিউজিল্যান্ড। ডেভন কনওয়ে (৭৬) ও রাচিন রবীন্দ্র (৬৫) ছাড়া কিউয়িদের অন্য কোনও ব্যাটার অর্ধশতরান করতে পারলেন না। ৫৯ রান দিয়ে ৭ উইকেট নিলেন ওয়াশিংটন। ৬৪ রান দিয়ে ৩ উইকেট নিলেন অশ্বিন। ভারতের এই দুই স্পিনারের বোলিং সামাল দিতে পারলেন না কিউয়ি ব্যাটাররা। কেরিয়ারের সেরা পারফরম্যান্স দেখালেন ওয়াশিংটন। তিনি নির্বাচকদের আস্থার যোগ্য মর্যাদা দিলেন। বেঙ্গালুরু টেস্ট খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি অশ্বিন। তিনি এবার ভালো বোলিং করলেন। এবার ব্যাটাররা ভালো পারফরম্যান্স দেখাতে পারলে সুবিধাজনক জায়গায় পৌঁছে যাবে ভারতীয় দল।

স্পিনের জালে আটক কিউয়িরা

বৃহস্পতিবার টসের সময়ই ভারতের অধিনায়ক রোহিত শর্মা বলেছিলেন, পিচ দেখে শুকনো মনে হচ্ছে। এই পিচ থেকে সাহায্য পেতে পারেন স্পিনাররা। দিনের দ্বিতীয় সেশনে ঠিক সেটাই হল। প্রথমে ওপেনার কনওয়ে এবং তারপর চার নম্বরে ব্যাটিং করতে নামা রাচিন নিউজিল্যান্ডের রান বাড়ানোর চেষ্টা করছিলেন। কিন্তু মিচেল স্যান্টনার (৩৩) ছাড়া অন্য কেউ লড়াই করতে পারলেন না। ফলে ৩০০ রানে পৌঁছতে পারল না নিউজিল্যান্ড। ভারতের পেসারদের কোনও ভূমিকা থাকল না। রবীন্দ্র জাডেজাও উইকেট পেলেন না।

ওয়াশিংটন-অশ্বিনের নজির

ভারতের দুই ডান হাতি অফস্পিনার মিলে নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ১০ উইকেট নিলেন। নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম, উইল ইয়াং ও কনওয়ের উইকেট নিয়ে শুরুটা ভালো করেন অশ্বিন। এরপর বাকি কাজটা শেষ করে দেন ওয়াশিংটন। তিনি প্রথমে রাচিনকে বোল্ড করেন। এরপর বাকি উইকেটগুলিও নেন এই অফস্পিনার। স্পিন বোলিংয়ের সামনে কিউয়ি ব্যাটারদের দুর্বলতা ফের প্রকট হয়ে গেল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

মীরপুরে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ, এক দশক পর ভারতীয় উপমহাদেশে টেস্ট জয় দক্ষিণ আফ্রিকার

পিচ শুকনো করতে পাখা ব্যবহার, ক্রিকেট দুনিয়ায় হাসির খোরাক পাকিস্তান

চেন্নাই সুপার কিংসের নেটে অনুশীলন করেই তৈরি হয়েছেন, জানালেন বেঙ্গালুরু টেস্টের সেরা রাচিন

PREV
click me!

Recommended Stories

IND vs SA T20: টসে জিতে বোলিং নিল দক্ষিণ আফ্রিকা, দুই দলের প্রথম একাদশে কারা সুযোগ পেলেন?
আইপিএল ২০২৬: ' ওই লিগ বিরক্তিকর, পিএসএল অনেক ভালো,' এ কী বললেন ওয়াসিম আক্রম!