নতুন বছরে ঘরে-বাইরে কাদের বিরুদ্ধে সিরিজ খেলবে ভারতীয় দল? দেখে নিন সূচি

নতুন বছরের শুরুতেই দেশের মাটিতে পরপর সিরিজ খেলবে ভারতীয় দল। এ বছরই ভারতে হবে ওডিআই বিশ্বকাপ। এশিয়া কাপও রয়েছে এ বছরই।

২০২২-এর মতোই ২০২৩-এও ভারতীয় ক্রিকেট দলের ঠাসা সূচি। নতুন বছরের শুরুতেই দেশের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০, ওডিআই সিরিজ। এরপর জানুয়ারিতেই দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই, টি-২০ সিরিজ খেলবে ভারতীয় দল। ফেব্রুয়ারিতে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে ভারত। ফেব্রুয়ারি-মার্চে হবে ৪ ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজ শেষ হওয়ার পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলবে ভারতীয় দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের পর শুরু হবে আইপিএল। এখনও পর্যন্ত আইপিএল-এর সূচি প্রকাশ করেনি বিসিসিআই। তবে সাধারণত এপ্রিল-মে মাসেই হয় আইপিএল। এবারও সেই সময়ই হতে পারে আইপিএল। সেই সময় কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলবেন না ভারতীয় ক্রিকেটাররা। জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। ভারতীয় দল যদি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠতে পারে, তাহলে জুনে সেই ম্যাচ খেলবেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। জুলাই-আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে ভারতীয় দল। এরপর সেপ্টেম্বরে এশিয়া কাপ হওয়ার কথা। পাকিস্তানে এশিয়া কাপ হওয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছে। অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে হবে ওডিআই বিশ্বকাপ। এরপর অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতীয় দল। বছরের শেষদিকে ফের ভারত সফরে আসবে অস্ট্রেলিয়া। ভারত-অস্ট্রেলিয়া টি-২০ সিরিজ খেলবে। এরপর বছরের শেষদিকে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে ভারতীয় দল।

২০২২-এ কয়েকটি দ্বিপাক্ষিক সিরিজ জিতলেও, এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপে প্রত্যাশিত সাফল্য পায়নি ভারতীয় দল। এশিয়া কাপের ফাইনালে পৌঁছতে পারেননি বিরাট-রোহিতরা। টি-২০ বিশ্বকাপের সেমি ফাইনালে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে হেরে যায় ভারতীয় দল।

Latest Videos

২০২২-এ একাধিক তরুণ খেলোয়াড় প্রথমবার ভারতীয় দলের হয়ে খেলার সুযোগ পেয়েছেন। নতুন বছরেও মুকেশ কুমারের মতো তরুণরা ভারতীয় দলে সুযোগ পেয়েছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে যদি তরুণরা ভাল পারফরম্যান্স দেখাতে পারেন, তাহলে তাঁরা ফের সুযোগ পেতে পারেন।

নতুন বছরের শুরুতেই শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে ভারতীয় দলের নেতৃত্বে হার্দিক পান্ডিয়া। তিনি পাকাপাকিভাবে টি-২০ ফর্ম্যাটে ভারতীয় দলের নেতৃত্ব পেতে পারেন বলে শোনা যাচ্ছে। ফলে শ্রীলঙ্কার বিরুদ্ধে এই সিরিজ অধিনায়ক পান্ডিয়ার কাছে গুরুত্বপূর্ণ। চোট সারিয়ে দলে ফিরে ভাল পারফরম্যান্স দেখাতে চাইবেন রোহিতও। বিরাটের কাছে ২০২৩ গুরুত্বপূর্ণ। ২০২২এর বেশিরভাগ সময়ই তিনি ফর্মে ছিলেন না। সীমিত ওভারের ফর্ম্যাটে ফর্মে ফিরলেও, টেস্টে মোটেই ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি বিরাট। ফলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় রান পেতে মরিয়া তিনি।

আরও পড়ুন-

বিরাট কোহলি ওডিআই ফর্ম্যাটে ৫০ শতরান পেতে পারেন, মত সঞ্জয় বাঙ্গারের

পৃথ্বী শ-কে সুপথে আনার জন্য কোচ, নির্বাচকদের উদ্যোগ নেই কেন? তোপ গম্ভীরের

পন্থকে উদ্ধার করা বাসচালককে প্রজাতন্ত্র দিবসে সম্মান জানাবে উত্তরাখণ্ড সরকার

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury