প্রতিভাবান ক্রিকেটার হলেও নামের প্রতি সুবিচার করতে পারেননি পৃথ্বী শ। তিনি একাধিকবার বিতর্কেও জড়িয়ে পড়েছেন। জাতীয় দলের হয়ে খুব বেশি ম্যাচ খেলার সুযোগও পাননি পৃথ্বী শ।
ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভাল পারফরম্যান্স দেখিয়েছেন। কিন্তু তারপরেও জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাচ্ছেন না পৃথ্বী শ। ২০২১-এর জুলাই মাসের পর আর জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাননি পৃথ্বী। তাঁকে সুযোগ না দেওয়ার জন্য নির্বাচকদের তোপ দাগলেন প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর। পৃথ্বীর মতো একজন প্রতিভাবান ব্যাটারকে ঠিক পথে নিয়ে আসতে না পারার জন্য জাতীয় নির্বাচকদের পাশাপাশি কোচের ভূমিকা নিয়েও প্রশ্ন তুললেন গম্ভীর। তিনি বলেছেন, 'কোচেরা কী করতে আছে? নির্বাচকরা কী করতে আছে? নির্বাচক ও কোচদের কাজ শুধু দল বাছাই করা, ব্যাটারদের থ্রো-ডাউন দেওয়া এবং ক্রিকেটারদের ম্যাচের জন্য তৈরি করা নয়। নির্বাচক, কোচ, টিম ম্যানেজমেন্টের কাজ হল ক্রিকেটারদের সুপথে ফিরিয়ে আনা। বিশেষ করে পৃথ্বী শ-র মতো একজনকে ঠিক রাস্তায় ফিরিয়ে আনা কোচ ও নির্বাচকদের দায়িত্ব।' প্রাক্তন সতীর্থ এবং বর্তমানে ভারতের সিনিয়র দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়কেও আরও তৎপর হওয়ার পরামর্শ দিয়েছেন গম্ভীর। তাঁর বার্তা, 'তরুণ ক্রিকেটারদের সঙ্গে কথা বলা উচিত রাহুল দ্রাবিড়ের। এটা টিম ম্যানেজমেন্টের দায়িত্ব। ক্রিকেটারদের শুধু ম্যাচের জন্য তৈরি করাই টিম ম্যানেজমেন্টের কাজ নয়। ক্রিকেটারদের অনুশীলনে সাহায্য করার পাশাপাশি আরও কাজ রয়েছে টিম ম্যানেজমেন্টের। রাহুল দ্রাবিড় বা জাতীয় নির্বাচন কমিটির চেয়ারম্যানের পৃথ্বী শ-র সঙ্গে কথা বলা উচিত। ওর সম্পর্কে নির্বাচকরা বা জাতীয় দলের কোচ, অধিনায়ক কী ভাবছেন সে বিষয়ে স্পষ্ট ধারণা দেওয়া উচিত।'
২৩ বছরের পৃথ্বী ২০১৮ সালে প্রথমবার সিনিয়র দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগ পান। কিন্তু তিনি এখনও পর্যন্ত ৫টি টেস্ট ম্যাচ, ৬টি ওডিআই ম্যাচ এবং ১টি টি-২০ ম্যাচ খেলেছেন। টেস্ট ম্যাচে ১টি শতরান এবং ২টি অর্ধশতরান করেন পৃথ্বী। ঘরোয়া ক্রিকেট এবং আইপিএল-এ ভাল পারফরম্যান্স দেখানোর পরেও জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাচ্ছেন না পৃথ্বী। তাঁকে জাতীয় দলের হয়ে খেলার সুযোগ না দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন গম্ভীর।
২০০৭ সালে টি-২০ বিশ্বকাপ এবং ২০১১ সালে ওডিআই বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য গম্ভীর বলেছেন, ‘কারও জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাওয়ার জন্য প্রতিভা যেমন দরকার, তার সঙ্গে নিষ্টাবানও হতে হয়। সবকিছু ঠিকঠাক করতে হয়, তাহলেই জাতীয় দলে সুযোগ পাওয়া যায়। ফিটনেস হোক বা শৃঙ্খলা, সবকিছু ঠিকঠাক রাখতে হয়। পৃথ্বী শ-কে এ বিষয়ে সাহায্য করা উচিত ট্রেনারদের। কোনও তরুণ ক্রিকেটার যদি ফিটনেস বা শৃঙ্খলা বজায় রাখতে না পারে, তাহলে তাকে নতুন করে সুযোগ দেওয়া উচিত। তারপরেও যদি কেউ নিজেকে শুধরে নিতে না পারে, তাহলে তার হয়তো দেশের হয়ে খেলার ইচ্ছা নেই।’
আরও পড়ুন-
পন্থকে উদ্ধার করা বাসচালককে প্রজাতন্ত্র দিবসে সম্মান জানাবে উত্তরাখণ্ড সরকার
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলতে পারবেন না পন্থ, সুযোগ পেতে পারেন কিষান
২০২২-এ টেস্টে সেরা ভারতীয় ব্যাটার ঋষভ পন্থ, বোলারদের মধ্যে শীর্ষে বুমরা, জানাল বিসিসিআই