Kuldeep Yadav: জীবনের নতুন ইনিংস শুরু, ছোটবেলার বান্ধবীর সঙ্গে জুটি বাঁধলেন কুলদীপ যাদব

Published : Jun 04, 2025, 07:26 PM ISTUpdated : Jun 04, 2025, 07:29 PM IST
Faf du Plessis celebrating with Kuldeep Yadav (Photo: IPL/BCCI)

সংক্ষিপ্ত

Kuldeep Yadav Engagement: এবারের আইপিএল-এ (IPL 2025) ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে খেলতে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন। এরই মধ্যে জীবনের নতুন এক অধ্যায়ে প্রবেশ করলেন কুলদীপ যাদব।

Kuldeep Yadav-Vanshika Engagement: গত বছর ইঙ্গিত দিয়েছিলেন। এবার জীবনের নতুন ইনিংস শুরু করলেন ভারতীয় দলের অন্যতম সেরা স্পিনার কুলদীপ যাদব (Kuldeep Yadav)। তিনি ছোটবেলার বান্ধবী বংশিকার (Vanshika) সঙ্গে বাগদান সেরে নিলেন। বুধবার লখনউয়ে তাঁদের বাগদান সম্পন্ন হল। এই অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠরা এবং উত্তরপ্রদেশের কয়েকজন ক্রিকেটার হাজির ছিলেন। আইপিএল-এ (IPL 2025) কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) তারকা ব্যাটার রিঙ্কু সিংও (Rinku Singh) কুলদীপ-বংশিকার বাগদান অনুষ্ঠানে ছিলেন। এদিন লখনউয়ে এই অনুষ্ঠানে আংটি বদল করেন কুলদীপ ও বংশিকা। তাঁরা কবে আনুষ্ঠানিকভাবে বিয়ে করবেন, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ভারতীয় দল ইংল্যান্ড সফর সেরে দেশে ফিরলে বিয়ে করতে পারেন কুলদীপ। তারই প্রাথমিক কাজ সেরে রাখলেন এই ক্রিকেটার।

কুলদীপের বাগদত্তা বংশিকার পরিচয় কী?

উত্তরপ্রদেশের শ্যামনগরের বাসিন্দা বংশিকা। তিনি এলআইসি-তে (Life Insurance Corporation of India) কর্মরত। ছোটবেলায় কানপুরে থাকার সময় থেকেই একে অপরকে চেনেন কুলদীপ ও বংশিকা। তাঁদের দীর্ঘদিনের বন্ধুত্ব এবার বিয়েতে পরিণত হতে চলেছে। কুলদীপ ও বংশিকা এখনও সরকারিভাবে তাঁদের এই সম্পর্কের বিষয়ে কোনও ঘোষণা করেননি। তবে সোশ্যাল মিডিয়ায় তাঁদের ছবি ভাইরাল। দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals), জাতীয় দলের সতীর্থদের পাশাপাশি অনুরাগীরাও কুলদীপকে শুভেচ্ছা জানাচ্ছেন।

 

 

গত বছর বিয়ে নিয়ে কী ইঙ্গিত দিয়েছিলেন কুলদীপ?

গত বছরের জুলাইয়ে কুলদীপ বলেছিলেন, ‘আপনারা খুব তাড়াতাড়ি ভালো খবর পাবেন। তবে আমি কোনও অভিনেত্রীকে বিয়ে করছি না। ও যাতে আমার ও আমার পরিবারের যত্ন নিতে পারে, সেটা গুরুত্বপূর্ণ।’ ক্রিকেট মহলে জল্পনা চলছিল, কোনও বলিউড তারকার সঙ্গে বিয়ে হতে পারে কুলদীপের। কিন্তু এই তারকা ক্রিকেটার স্পষ্ট করে দেন, তিনি কোনও অভিনেত্রীকে বিয়ে করছেন না। সাধারণ কোনও তরুণীকেই বিয়ে করছেন। তিনি বিয়ের পরেও পরিবারের সবার সঙ্গে মিলে সাধারণভাবেই থাকতে চান। সুখে দিন কাটানোই তাঁর লক্ষ্য। এবার সেই জল্পনার অবসান হল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম