Ravichandran Ashwin: পার্থেই অবসর নিতে চেয়েছিলেন অশ্বিন! কে তাঁকে রাজি করিয়েছিলেন?

Published : Dec 18, 2024, 02:57 PM IST
Ravichandran Ashwin

সংক্ষিপ্ত

দলের অধিনায়ক তাঁকে দিন-রাতের টেস্ট পর্যন্ত অপেক্ষা করতে বলেছিলেন বলে জানা গেছে। সেটাই তিনি করেছেন। 

আরও একটি মহীরুহের অবসর। টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন রবিচন্দ্রন অশ্বিন।

কিন্তু এখন জানা গেল অন্য কথা। অশ্বিন নাকি আগেই এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। পার্থে প্রথম টেস্টের পরেই অবসর নিতে চেয়েছিলেন এই ভারতীয় তারকা। কিন্তু তখন তা পারেননি। কারণ, তাঁকে সেটা করতে দেননি রোহিত শর্মা।

দলের অধিনায়ক তাঁকে দিন-রাতের টেস্ট পর্যন্ত অপেক্ষা করতে বলেছিলেন বলে জানা গেছে। সেটাই তিনি করেছেন। অবশেষে ব্রিসবেন টেস্টের পর, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেলন অশ্বিন।

তৃতীয় টেস্টের পর, রোহিত শর্মার সঙ্গেই সাংবাদিক বৈঠকে গিয়ে অবসর ঘোষণা করেন রবিচন্দ্রন অশ্বিন। তারপরই অশ্বিনের অবসর নিয়ে রোহিতকে প্রশ্ন করা হয়। সেই প্রতিক্রিয়ায় ভারত অধিনায়ক জানান, “পার্থে দলের সঙ্গে যোগ দিয়েই আমি অশ্বিনের অবসরের কথা জানতে পারি। কিন্তু ও জানত, দলের পরিকল্পনা ঠিক কী। তবে ও বলেছিল যে, যদি ওকে দরকার না হয়, তাহলে সরে যাওয়াই ভালো।”

এরপরেই রোহিত যোগ করেন, “কিন্তু আমি জানতাম, অ্যাডিলেডে আমাদের ওকে খুব দরকার। তাই আমি ওকে গোলাপি বলের টেস্ট পর্যন্ত অপেক্ষা করতে বলেছিলাম।”

রোহিতের কথায়, “অশ্বিন এখন ম্যাচ জেতানো ক্রিকেটার। যখনই দরকার হয়েছে, ও নিজেই এগিয়ে এসেছে। ভারতীয় ক্রিকেটের জন্য অশ্বিনের অবদান অনেক।”

এদিকে সিরিজ়ের মাঝেই অবসর ঘোষণা করেছেন অশ্বিন। অর্থাৎ, বাকি দুটি টেস্টে তাঁকে আর পাবে না ভারতীয় দল। তিনি ভারতে ফিরে আসছেন। সিরিজ়ের বাকি দুটি টেস্ট মেলবোর্ন এবং সিডনিতে অনুষ্ঠিত হবে। তাই অশ্বিনের পরিবর্তে রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর দলে আসতে পারেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Ranji Trophy 2026: বিধ্বংসী বোলিং দাপট বাংলার! লেজেগোবরে অবস্থা সার্ভিসেসের, জয় শুধুই সময়ের অপেক্ষা?
টি-২০ বিশ্বকাপ ২০২৬: 'আমাদের দল ভারতে যাচ্ছে,' বার্তা ক্রিকেট স্কটল্যান্ডের