আন্তর্জাতিক ক্রিকেটে দুসংবাদ! অবসর নিলেন স্পিনের জাদুকর রবিচন্দ্রন অশ্বিন

Published : Dec 18, 2024, 11:49 AM ISTUpdated : Dec 18, 2024, 12:11 PM IST
আন্তর্জাতিক ক্রিকেটে দুসংবাদ! অবসর নিলেন স্পিনের জাদুকর রবিচন্দ্রন অশ্বিন

সংক্ষিপ্ত

ভারতীয় ক্রিকেট দলের তারকা খেলোয়াড় রবিচন্দ্রন অশ্বিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। বিসিসিআই তার অবসরের বিষয়টি নিশ্চিত করেছে।

ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য বিরাট দুঃসংবাদ। আরেকজন ভারতীয় ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন। স্পিনের জাদুতে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের ত্রাসে রাখা রবিচন্দ্রন অশ্বিন অবসর ঘোষণা করেছেন। এই বিষয়ে বিসিসিআই (ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড) নিশ্চিত করেছে।


 গাব্বা টেস্ট শেষে সাংবাদিক বৈঠকে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে যান অশ্বিনও। সেখানে তিনি বলেন, ‘আমার এখানে আসার কথা ছিল না, কিন্তু একটা কথা জানাতে এসেছি। আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ হল। আমি অবসর নিচ্ছি।’

বলে দিই, পারথে প্রথম টেস্টে দলে সুযোগ পাননি অশ্বিন। অ্যাডিলেডে দিন রাতের টেস্টে তিনি দলে ছিলেন। তৃতীয় টেস্টে তাঁর জায়গায় রবীন্দ্র জাদেজা সুযোগ পান। অ্যাডিলেড টেস্টই অশ্বিনের জীবনের সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ। তবে তিনি আইপিএলে খেলবেন।

রবিচন্দ্রন অশ্বিন এখন পর্যন্ত ভারতীয় টেস্ট ইতিহাসে সবচেয়ে সফল বোলারদের একজন। এই সফরে এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন তিনি। অ্যাডিলেডের পর গাব্বা টেস্ট থেকেও ছিটকে গেলেন তিনি। গাবা টেস্টের সময় অশ্বিনকে টিম ইন্ডিয়ার খেলোয়াড়দের আলিঙ্গন করতে দেখা যায়। অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলিকে জড়িয়ে ধরেন তিনি। অশ্বিনও হেড কোচ গম্ভীরের সঙ্গে অনেকক্ষণ কথা বলে তারপর প্রেস কনফারেন্সে এসে অবসরের ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে রোহিত শর্মা জানান, অশ্বিন আর অস্ট্রেলিয়ায় থাকবেন না। বৃহস্পতিবার তিনি ভারতে ফিরবেন।

PREV
click me!

Recommended Stories

IND vs SA T20: টসে জিতে বোলিং নিল দক্ষিণ আফ্রিকা, দুই দলের প্রথম একাদশে কারা সুযোগ পেলেন?
আইপিএল ২০২৬: ' ওই লিগ বিরক্তিকর, পিএসএল অনেক ভালো,' এ কী বললেন ওয়াসিম আক্রম!