সুস্থ উঠছেন ঋষভ পন্থ, সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ ক্রিকেটপ্রেমীদের

গাড়ি দুর্ঘটনার পর ক্রাচ নিয়ে হাঁটা শুরু করেছেন ভারতীয় দলের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। তিনি সোশ্যাল মিডিয়ায় ক্রাচ নিয়ে হাঁটার ছবি পোস্ট করেছেন। এই ছবি দেখে উচ্ছ্বসিত ক্রিকেটপ্রেমীরা। তাঁরা ঋষভকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানাচ্ছেন।

Web Desk - ANB | Published : Feb 11, 2023 9:05 PM
17
হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর বাড়ি ফিরে ক্রাচ নিয়ে হাঁটছেন ঋষভ পন্থ

গাড়ি দুর্ঘটনার পর প্রথমবার ক্রাচ নিয়ে হাঁটার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ভারতীয় দলের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। তাঁর এই পোস্ট দেখে ক্রিকেটপ্রেমীরা উচ্ছ্বসিত। তাঁরা ঋষভকে শুভেচ্ছা জানাচ্ছেন।

27
কারও সাহায্য দরকার হচ্ছে না, নিজেই ক্রাচ নিয়ে হাঁটতে পারছেন ঋষভ পন্থ

সোশ্যাল মিডিয়ায় আপলোড করা ছবিতে দেখা যাচ্ছে, ঋষভ পন্থের কাছাকাছি তাঁকে সাহায্য করার জন্য কেউ নেই। ক্রাচ নিয়ে ভালোভাবেই হাঁটছেন ঋষভ।

37
ঋষভ পন্থের ডান হাঁটুর চোট এখনও সারেনি, ডান পায়ে জোর দিতে পারছেন না তিনি

ক্রাচ নিয়ে হাঁটা শুরু করলেও, এখনও পর্যন্ত মাটিতে ডান পা ফেলতে পারছেন না। পুরোপুরি ফিট হয়ে উঠতে এই ক্রিকেটারের এখনও অনেকদিন সময় লাগবে।

47
গত মাসেই মুম্বইয়ের হাসপাতালে ঋষভ পন্থের হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে

মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি থাকার সময় ডান হাঁটুর লিগামেন্টের চোট সারানোর জন্য অস্ত্রোপচার হয়েছে। মার্চে ফের ঋষভ পন্থের হাঁটুতে অস্ত্রোপচার করা হতে পারে।

57
কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়া পোস্টে পাশে থাকা এবং সাহায্য করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন ঋষভ পন্থ

গাড়ি দুর্ঘটনার পর প্রথম সোশ্যাল মিডিয়া পোস্টে শুভেচ্ছা জানানো এবং সাহায্য করার জন্য সবাইকে ধন্যবাদ জানান ঋষভ পন্থ। দুর্ঘটনার পর যাঁরা তাঁকে সাহায্য করেন, তাঁদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন এই ক্রিকেটার।

67
গাড়িু দুর্ঘটনায় জখম হওয়ার পর থেকে ঋষভ পন্থকে সবরকমভাবে সাহায্য করছে বিসিসিআই

দুর্ঘটনার পরেই বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছিলেন, তাঁরা ঋষভ পন্থের পাশে আছেন। সেই ঘোষণা অনুযায়ী এই ক্রিকেটারের চিকিৎসার ব্যবস্থা করেছে বিসিসিআই।

77
চোটের কারণে এ বছর দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপে হয়তো খেলতে পারবেন না ঋষভ পন্থ

এ বছর ঋষভ পন্থের পক্ষে মাঠে ফেরা কঠিন। পুরোপুরি ফিট হয়ে উঠতে তাঁর বেশ কিছুদিন সময় লাগবে। ফলে দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপেও সম্ভবত খেলতে পারবেন না এই উইকেটকিপার-ব্যাটার।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos