পাত্রী ব্যবসায়ী, সোমবারই বিয়ে শার্দুল ঠাকুরের, থাকছেন সতীর্থ ক্রিকেটাররা

দীর্ঘদিনের বান্ধবী মিতালি পারুলকরের সঙ্গে বিয়ে হচ্ছে ক্রিকেটার শার্দুল ঠাকুরের। সোমবার মুম্বইয়ের শহরতলিতে বসেছে বিয়ের আসর। শুক্রবার হলদি অনুষ্ঠান ছিল। এরপর হতে চলেছে বিয়ে। শার্দুলের সতীর্থ ক্রিকেটাররা তাঁর বিয়ের অনুষ্ঠানে থাকবেন।

Web Desk - ANB | Published : Feb 27, 2023 6:37 AM IST
110
শার্দুল ঠাকুরের হবু স্ত্রী মিতালি পারুলকর পেশায় ব্যবসায়ী, থানেতে তাঁর বেকারি আছে

মহারাষ্ট্রের থানেতে 'অল দ্য বেকস' নামে একটি স্টার্ট-আপ চালু করেন শার্দুল ঠাকুরের হবু স্ত্রী মিতালি পারুলকর। তিনি অল্পদিনের মধ্যেই ব্যবসায় বেশ সফল হয়ে উঠেছেন।

210
২০২১-এর শেষদিকে বাগদান হয় শার্দুল ঠাকুর ও মিতালি পারুলকরের, এবার বিয়ে করছেন তাঁরা

২০২১-এর ২৯ নভেম্বর মুম্বইয়ে একটি ঘরোয়া অনুষ্ঠানে মিতালি পারুলকরের সঙ্গে শার্দুল ঠাকুরের বাগদান হয়। সম্পর্কের কথা তাঁরা যথাসাধ্য গোপন রেখেছিলেন। তাঁদের সম্পর্ক নিয়ে এতদিন কোনও গুঞ্জন শোনা যায়নি।

310
ক্রিকেট নিয়ে ব্য়স্ত থাকার জন্য এতদিন বিয়ের দিন ঠিক করতে পারেননি শার্দুল ঠাকুর

আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএল নিয়ে ব্যস্ত থাকায় বাগদানের এক বছর পরেও বিয়ের দিন ঠিক করতে পারছিলেন না শার্দুল ঠাকুর। শেষপর্যন্ত তিনি সময় বের করতে পারলেন।

410
রবিবার শার্দুল ঠাকুরের বিয়ে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ছিলেন রোহিত শর্মা ও শ্রেয়াস আইয়ার

জাতীয় দলের সতীর্থ শার্দুল ঠাকুরের বিয়ে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রবিবার দেখা গেল ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও মিডল অর্ডার ব্যাটার শ্রেয়াস আইয়ারকে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করেছেন শ্রেয়াস।

510
বিয়ের পরেই ফের ব্যস্ত হয়ে পড়বেন শার্দুল ঠাকুর, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজের দলে আছেন তিনি

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের দলে না থাকলেও, ওডিআই সিরিজের দলে আছেন শার্দুল ঠাকুর। এরপর আইপিএল-এ দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন তিনি। ফলে বিয়ের পরেই ফের ব্যস্ত হয়ে পড়বেন এই ক্রিকেটার।

610
কিছুদিনের মধ্যেই পরপর বিয়ে হচ্ছে ভারতের একাধিক ক্রিকেটারের, শুরু হয়েছে কে এল রাহুলকে দিয়ে

গত মাসে অভিনেত্রী আথিয়া শেট্টির সঙ্গে বিয়ে হয় ভারতীয় দলের ওপেনার কে এল রাহুলের। তাঁদের বিয়ে নিয়ে সরগরম ছিল ক্রিকেট মহল ও বলিউড। এরপর বিয়ে করলেন জাতীয় দলে রাহুলের একাধিক সতীর্থ।

710
কে এল রাহুলের পর বিয়ে করেছেন অপর এক ক্রিকেটার অক্ষর প্যাটেলও, পাত্রী মেহা প্যাটেল

বান্ধবী মেহা প্যাটেলকে বিয়ে করেছেন ভারতীয় দলের অলরাউন্ডার অক্ষর প্যাটেল। তাঁর স্ত্রী পেশায় ডায়েটিশিয়ান ও নিউট্রিশনিস্ট। কে এল রাহুলের মতো জাঁকজমক নয়, ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমেই বিয়ে সেরেছেন অক্ষর।

810
ভ্যালেন্টাইনস ডে-তে স্ত্রী নাতাসা স্ট্যানকোভিচের সঙ্গে নতুন করে বিয়ে সেরেছেন হার্দিক পান্ডিয়া

২০২০ সালের মে মাসে অভিনেত্রী ও মডেল নাতাসা স্ট্যানকোভিচের সঙ্গে বিয়ে হয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার। এবার নতুন করে হিন্দু ও খ্রিস্টান রীতি মেনে বিয়ে করলেন তাঁরা।

910
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টেস্ট ম্যাচের মধ্যে কয়েকদিনের বিরতি থাকায় বিশ্রাম ভারতীয় ক্রিকেটাররা

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম দুই টেস্ট ম্যাচে সহজ জয় পেয়েছে ভারতীয় দল। দু'টি টেস্ট ম্যাচই শেষ হয়ে গিয়েছে আড়াই দিনে। ফলে ভারতীয় দলে 'ফিল গুড' পরিবেশ।

1010
১ মার্চ ইন্দোরে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচ

ইন্দোর টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়াকে হারালেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতে যাবে ভারতীয় দল। একইসঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও জায়গা করে নেবে ভারত।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos