নতুন করে বিয়ের পর গালা রিসেপশন, ফের চমক হার্দিক পান্ডিয়া-নাতাসা স্ট্যানকোভিচ

ভ্যালেন্টাইনস ডে-তে রাজস্থানের উদয়পুরে নতুন করে স্ত্রী নাতাসা স্ট্যানকোভিচকে বিয়ে করেছেন টি-২০ ফর্ম্যাটে ভারতীয় দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। খ্রিস্টান ও হিন্দু রীতি মেনে বিয়ে করেছেন তাঁরা। এরপর গালা রিসেপশনও আয়োজন করেন এই ক্রিকেটার।

Web Desk - ANB | Published : Feb 26, 2023 5:52 PM
17
গালা রিসেপশনে স্ত্রী নাতাসা স্ট্যানকোভিচের সঙ্গে নেচে উঠলেন হার্দিক পান্ডিয়া

রাজস্থানের উদয়পুরে বিয়ের অনুষ্ঠানের পর গালা রিসেপশনের আয়োজন করেন হার্দিক পান্ডিয়া ও তাঁর স্ত্রী নাতাসা স্ট্যানকোভিচ। এই অনুষ্ঠানে খোশমেজাজে দেখা যায় এই বিখ্যাত দম্পতিকে।

27
২০২০ সালে প্রথমবার বিয়ে করেন হার্দিক পান্ডিয়া ও নাতাসা স্ট্যানকোভিচ, ফের বিয়ে করলেন তাঁরা

২০২০ সালের মে মাসে প্রথমবার সার্বিয়ার অভিনেত্রী ও মডেল নাতাসা স্ট্যানকোভিচকে বিয়ে করেন হার্দিক পান্ডিয়া। প্রায় ৩ বছর তাঁরা ফের বিয়ে করলেন।

37
হিন্দু ও খ্রিস্টান মতে বিয়ের অনুষ্ঠানে চোখ টেনে নেয় নাতাসা স্ট্যানকোভিচের পোশাক

খ্রিস্টান মতে বিয়ের সময় পশ্চিমী পোশাকে যেরকম সুন্দর দেখতে লাগছিল নাতাসা স্ট্যানকোভিচকে, হিন্দু মতে বিয়ের সয়ম ভারতীয় পোশাকেও একইরকম সুন্দরী দেখতে লাগছিল তাঁকে।

47
বিয়ের পর প্রায় ৩ বছর কেটে গেলেও, এখনও হার্দিক পান্ডিয়া ও নাতাসা স্ট্যানকোভিচের প্রেম একইরকম

মুম্বইয়ের একটি নাইট ক্লাবে আলাপ হয় হার্দিক পান্ডিয়া ও নাতাসা স্ট্যানকোভিচের। বিয়ের প্রায় ৩ বছর পরেও তাঁদের সম্পর্ক একইরকম উষ্ণ।

57
ছেলে অগস্ত্যকে সঙ্গে নিয়েই নতুন করে বিয়ে ও রিসেপশন সারলেন হার্দিক পান্ডিয়া-নাতাসা স্ট্যানকোভিচ

২০২০ সালে হার্দিক পান্ডিয়া ও নাতাসা স্ট্যানকোভিচের বিয়ের কিছুদিন পরেই তাঁদের ছেলে অগস্ত্যর জন্ম হয়। ছেলেকে সঙ্গে নিয়েই নতুন করে বিয়ের অনুষ্ঠান সারলেন তাঁরা।

67
জাতীয় দলের সতীর্থরা যখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলছেন, তখন স্ত্রীর সঙ্গে সময় কাটাচ্ছেন হার্দিক পান্ডিয়া

স্ত্রী নাতাসা স্ট্যানকোভিচের সঙ্গে নতুন করে বিয়ে, রিসেপশনের পর এবার জাতীয় দলে ফেরার জন্য তৈরি হচ্ছে হার্দিক পান্ডিয়া। সীমিত ওভারের ফর্ম্যাটে খেলবেন এই অলরাউন্ডার। এরপর তিনি আইপিএল-এ খেলবেন।

77
নতুন করে বিয়ের পর নাতাসা স্ট্যানকোভিচ ও হার্দিক পান্ডিয়াকে অভিনন্দন জানাচ্ছেন ক্রিকেটপ্রেমীরা

নতুন করে বিয়ে, রিসেপশনের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন নাতাসা স্ট্যানকোভিচ ও হার্দিক পান্ডিয়া। তাঁদের অভিনন্দন জানাচ্ছেন অনুরাগীরা।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos