IPL 2023: আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠেছেন এই অ্যাঙ্কররা

আইপিএল-এর শুরু থেকেই ক্রিকেটের সঙ্গে মিশে আছে গ্ল্যামার। বলিউড তারকারা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত। মাঠে চিয়ার লিডার, গ্যালারিতে অভিনেতা-অভিনেত্রীদের উপস্থিতি ক্রিকেটকে অন্য মাত্রা দিয়েছে। আইপিএল-এর সুবাদে ক্রিকেট আরও ঝাঁ চকচকে হয়ে উঠেছে।

Web Desk - ANB | Published : Mar 25, 2023 11:46 AM IST
16
ভারতে ক্রীড়া অনুষ্ঠানের উপস্থাপকদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ময়ন্তী ল্যাঙ্গার

কেরিয়ারের শুরুতে আই লিগের অ্যাঙ্কর ছিলেন। পরে ক্রিকেটের অ্যাঙ্কর হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছেন ময়ন্তী ল্যাঙ্গার। এবারের আইপিএল-এও দেখা যাবে তাঁকে। ম্যাচ শুরু হওয়ার আগে, ম্যাচের বিরতিতে এবং ম্যাচ শেষ হওয়ার পর ময়ন্তীকে দেখার জন্যই অনেকে টেলিভিশনের সামনে বসে থাকেন। তবে শুধু সৌন্দর্যই নয়, খেলার বিষয়ে জ্ঞানও রয়েছে ময়ন্তীর।

26
ক্রিকেট মাঠে অ্যাঙ্করিংয়ে ফিরেছেন, ফের জাদু দেখাচ্ছেন মন্দিরা বেদী

২০০৩ বিশ্বকাপের সময় সারা দেশে ঝড় তুলে দিয়েছিলেন মন্দিরা বেদী। সৌরভ গঙ্গোপাধ্যায়ের দল যখন দক্ষিণ আফ্রিকায় লড়াই করছিল, তখন সম্প্রচারকারী চ্যানেলের স্টুডিওতে ছিলেন মন্দিরা। তাঁর ফ্যাশন ক্রিকেটপ্রেমীদের মাতিয়ে দিয়েছিল। বেশ কয়েক বছর ক্রিকেট থেকে দূরে থাকার পর সম্প্রতি উইমেনস প্রিমিয়ার লিগে অ্যাঙ্করিংয়ে ফিরেছেন মন্দিরা।

36
১২ বছর ধরে আইপিএল-এ অ্যাঙ্করিং করছেন অর্চনা বিজয়, বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি

২০১১ সালের আইপিএল থেকে অ্যাঙ্করিং করছেন অর্চনা বিজয়। তিনি আইপিএল এক্সট্রা ইনিংস শো এবং দলগুলির সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর জন্য বিখ্যাত।

46
অভিনেত্রী-গায়িকা শিবানী ডান্ডেকরও আইপিএল-এ অ্যাঙ্করিংয়ের মাধ্যমে জনপ্রিয় হয়ে উঠেছেন

২০১১ থেকে ২০১৫ পর্যন্ত আইপিএল-এ অ্যাঙ্করিং করেছেন শিবানী ডান্ডেকর। তিনি ক্রিকেট খেলা ভালোই বোঝেন। এর সঙ্গে তাঁর গ্ল্যামার যুক্ত হয়ে জনপ্রিয়তা বাড়িয়েছে। এখন অবশ্য আর আইপিএল-এ অ্যাঙ্কর হিসেবে দেখা যায় না শিবানীকে।

56
আইপিএল-এর অ্যাঙ্কর হিসেবে জনপ্রিয়তা পেয়েছেন প্রাক্তন মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল রোশেল রাও

প্রাক্তন মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল রোশেল রাওকে ২০১৫ ও ২০১৬ সালের আইপিএল-এ অ্যাঙ্কর হিসেবে দেখা গিয়েছে। অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠেন এই মডেল। তিনি অবশ্য এখন আর আইপিএল-এর সঙ্গে যুক্ত নন।

66
২০১৩ সালের আইপিএল-এ সুপারমডেল করিশ্মা কোটাকের গ্ল্যামারের ছটা দেখা যায়

২০১৩ সালের আইপিএল-এ অ্যাঙ্কর হিসেবে ছিলেন করিশ্মা কোটাক। তিনি বেশ জনপ্রিয় হয়ে ওঠেন। এরপর অবশ্য আর তাঁকে আইপিএল-এ দেখা যায়নি।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos