IPL Unknown Facts: আইপিএল ইতিহাসের ১০ কাহিনি যা আজও সকলের কাছে আগ্রহের

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল- এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে দামি ক্রিকেট প্রতিযোগিতা। ইতিমধ্যেই আইপিএল বিশ্বের সবচেয়ে বৃহৎ জনপ্রিয় ক্রিকেট লিগ। বিশ্বের অধিকাংশ দেশের ক্রিকেট প্রতিভারা উন্মুখ হয়ে থাকেন আইপিএল-এ অংশ নেওয়ার জন্য।

Web Desk - ANB | Published : Mar 19, 2023 9:02 AM / Updated: Mar 19 2023, 09:17 AM IST
110
আইপিএল ইতিহাসের প্রথম বল কে মোকাবিলা করেছিল?

আইপিএল-এর ইতিহাসের প্রথম বল খেলেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ২০০৮ সালের সেটা ছিল আইপিএল-এর প্রথম ম্যাচ। মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সৌরভ ছিলেন কেকেআর-এর আইকনিক প্লেয়ার এবং অধিনায়ক। 

210
আইপিএল-এর প্রথম বল কে করেছিলেন?

আইপিএল ইতিহাসের প্রথম বল করেছিলেন প্রবীণ কুমার। সেই সময় তিনি ভারতীয় দলের সদস্য ছিলেন এবং দেশের অন্যতম প্রতিশ্রুতিমান ফাস্ট বোলার বলা হচ্ছিল তাঁকে। প্রবীণ কুমার-কে ভালো অর্থের অঙ্কেই দলে নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রবীণ কুমার আইপিএল ইতিহাসের প্রথম বলটি করেছিলেন এবং ব্যাটসম্যান ছিলেন কেকেআর-এর সৌরভ গঙ্গোপাধ্যায়। 
 

310
আইপিএল ইতিহাসে প্রথম উইকেট কার পড়েছিল?

কেকেআর অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ছিলেন আইপিএল-এর প্রথম উইকেট দেওয়া ব্যাটসম্যান। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ফাস্ট বোলার জাহির খান ২০০৮ সালে আইপিএল-এর প্রথম ম্যাচে সৌরভ-কে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়েছিলেন। 

410
আইপিএল-এর প্রথম শতরান কার?

ব্রেন্ডন ম্যাককালাম। কেকেআর-এর ব্যাটসম্যান ছিলেন তিনি। ২০০৮ সালে আইপিএল-এর প্রথম ম্যাচ খেলছিল কেকেআর এবং আরসিবি। কেকেআর-এর ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালাম সেদিন প্রথম শতরান-ই করেননি, তিনি ১৫৮ রানের এক অসামান্য অপরাজিত ইনিংস খেলেছিলেন। আজও সেই ধুন্ধুমার ব্যাটিং ক্রিকেটপ্রেমীদের স্মরণে রয়ে গিয়েছে। 

510
আইপিএল-এর এমন একজন ক্রিকেটার যিনি মাত্র ১টি দলের হয়েই খেলেছেন

বিরাট কোহলি। তিনি হলেন সেই ক্রিকেটার যিনি কোনও দিনই আইপিএল-এ দল বদল করেননি। ২০০৮ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গোলোর টিমে ঢুকেছিলেন বিরাট। সেই থেকে তিনি এই একটি দলের হয়েই আইপিএল খেলে চলেছেন। কোনও দিনই তিনি আইপিএল-এ দল বদল করেননি। 
 

610
আইপিএল-এ সবচেয়ে বেশিবার পার্পল ক্যাপ জয়ী ক্রিকেটার

ভূবনেশ্বর কুমার হলেই সেই ক্রিকেটার যিনি পরপর দুবার পার্পল ক্যাপ জিতেছেন। ২০১৬ এবং ২০১৭ সালে আইপিএল-এ এই কৃতিত্বের অধিকারী হয়েছিলেন ভূবনেশ্বর কুমার। ২০১৬ সালের আইপিএল-এ ১৭ ম্যাচে ২৩ উইকেট সংগ্রহ করেছিলেন। ২০১৭ সালে তিনি ১৪ ম্যাচে ২৬ উইকেট সংগ্রহ করেছিলেন। এই দুই আইপিএল-এ ভূবনেশ্বর কুমার ছিলেন সবচেয়ে বেশি উইকেট সংগ্রাহক। এই সময় তিনি সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল খেলছিলেন। 
 

710
আইপিএল-এর ইতিহাসে সবচেয় বয়স্ক ক্রিকেটার?

ব্র্যাড হগ। অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার কেকেআর-এর হয়ে একটা সময় খেলতেন। তাঁকেই আইপিএল-এর সবচেয়ে বয়স্ক প্লেয়ার বলা হয়। কেকেআর-এর হয়ে যখন শেষ ম্যাচ খেলছিলেন তখন ব্র্যাড হগ-এর বয়স ছিল ৪৫। 

810
আইপিএল-এর সবচেয়ে কমবয়সী ক্রিকেটার

প্রয়াস রায়বর্মণ। ২০১৯ সালের ৩১ মার্চ আইপিএল-এ অভিষেক ঘটেছিল তাঁর। দল ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সেই দিন প্রয়াসের বয়স ছিল ১৬ বছর ১৫৭ দিন। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে অভিষেক হয়েছিল প্রয়াসের। ২০২০ সালের আইপিএল নিলামে আরসিবি প্রয়াসকে রিলিজ করে দিয়েছিল। 
 

910
আইপিএল-এ সবচেয়ে দ্রুত গতির অর্ধশতরান কার দখলে?

কে এল রাহুল। আইপিএল-এ এখনও পর্যন্ত সবচেয়ে দ্রুত অর্ধশতরানের রেকর্ড তাঁর দখলে। ২০১৮ সালের ৮ এপ্রিল কিংস ইলেভেন পঞ্জাবের সঙ্গে খেলা পড়েছিল দিল্লি ক্যাপিট্যালস-এর। মোহালির আইএস বিন্দ্রা স্টেডিয়াম ঝলসে উঠেছিল কে এল রাহুলের ব্যাট। মাত্র ১৪ বলে তিনি কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে অর্ধশতরানে পৌঁছেছিলেন। ১৬ বলে ৫১ রান করেছিলেন রাহুল। এরমধ্যে ৪টা ছয় এবং ৬টা চার মেরেছিলেন তিনি। কে এল রাহুল-এর ব্যাটিং স্ট্রাইক রেট ছিল ৩৬৪.২৯। ম্যাচটা ৬ উইকেটে জিতে নিয়েছিল কিংস ইলেভেন পঞ্জাব। ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন কে এল রাহুল। 
 

1010
আইপিএল-এ সবচেয়ে বেশি সংখ্যকবার ম্যান অফ দ্য ম্যাচ সম্মান

এই কৃতিত্ব দক্ষিণ আফ্রিকার ব্যাটার এবি ডিভিলায়ার্সের দখলে। ক্রিকেটের ২২ গজের মিস্টার অরিজিনাল ৩৬০ ডিগ্রি ক্রিকেটারের তকমা পাওয়া ডিভিলিয়ার্স আইপিএল-এ মোট ২৫ বার ম্যান অফ দ্য ম্যাচের সম্মান পেয়েছেন। এই কৃতিত্ব অন্য ক্রিকেটারের দখলে নেই। 
 

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos