IPL 2023: জাতীয় দল থেকে সাময়িক বিরতি, কেকেআর শিবিরে যোগ দিলেন লিটন দাস

রবিবার গুজরাট টাইটানসকে হারিয়ে এবারের আইপিএল-এ টানা দ্বিতীয় ম্যাচে জয় পেল কলকাতা নাইট রাইডার্স। এই জয় কেকেআর শিবিরের চেহারা বদলে দিয়েছে। দলের সবাই উজ্জীবিত হয়ে উঠেছেন।

চুক্তিবদ্ধ হয়েও এবারের আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন না বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল-হাসান। তবে সোমবার কেকেআর শিবিরে যোগ দেলেন বাংলাদেশের ব্যাটার লিটন দাস। কেকেআর-এর চতুর্থ ম্যাচ শুক্রবার। ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে সেই ম্যাচে খেলার সুযোগ পেতে পারেন লিটন। এবারই প্রথম আইপিএল-এর কোনও দলে যোগ দিয়েছেন লিটন। কেকেআর-এর পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া পোস্টে লিটনকে স্বাগত জানানো হয়েছে। ঢাকা থেকে কলকাতার উড়ান ধরার আগে সোশ্যাল মিডিয়ায় লিটন লেখেন, 'আমি কলকাতারহ উদ্দেশে রওনা হচ্ছি। আমার জন্য সবাই দয়া করে প্রার্থনা করুন।' ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে লিটন বলেন, 'আমি কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার সুযোগ পাব কি না জানি না। আমাকে খেলানো হবে কি না, সে ব্যাপারে কোনওরকম নিশ্চয়তা নেই। তবে আইপিএল-এ যোগ দিয়ে অনেককিছু শিখতে পারব। ২০-২৫ দিন হয়তো আমি কেকেআর শিবিরে থাকব। এই সময়ে আমি সব মাঠের আউটফিল্ড ও পিচের চরিত্র বুঝে নেওয়ার চেষ্টা করব। ভবিষ্যতে সেটা কাজে লাগবে।' এ বছরের অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে হতে চলেছে ওডিআই বিশ্বকাপ। সে কথাই উল্লেখ করেছেন লিটন। বিশ্বকাপের আগে আইপিএল-এ কেকেআর শিবিরে থেকে অভিজ্ঞতা অর্জন করতে চাইছেন বাংলাদেশের এই ব্যাটার। 

 

Latest Videos

 

জাতীয় দলের সতীর্থ শাকিবের সঙ্গে আইপিএল-এও একই দলে থাকার কথা ছিল লিটনের। কিন্তু শাকিব আইপিএল-এ খেলছেন না। এ প্রসঙ্গে লিটন বলেছেন, 'শাকিবও যদি কেকেআর-এর হয়ে খেলত তাহলে খুবই ভালো হত। আমরা তাহলে একসঙ্গে খেলতে পারতাম। আমরা একসঙ্গে যাবতীয় অভিজ্ঞতা ভাগ করে নিতে পারতাম। সেটা হলে আমাদের দু'জনের পক্ষেই ভালো হত। কিন্তু যে কোনও কারণেই হোক না কেন নিজেকে আইপিএল থেকে সরিয়ে নিয়েছে শাকিব। আমি ওর অভাব অনুভব করব।'

আইপিএল-এর শুরু থেকেই এই টি-২০ লিগ ঘিরে ভারতের মতোই বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের আগ্রহ রয়েছে। শাকিব খেলায় বাংলাদেশে বেশ জনপ্রিয় কেকেআর। এবারও কেকেআর-এর জন্য গলা ফাটাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। এ প্রসঙ্গে লিটন বলেছেন, ‘আমার মনে হয় সমর্থকরা সবসময় আমাদের সঙ্গে থাকবেন। আশা করি ভালো কিছু হবে। আমি প্রথমবার আইপিএল-এ খেলতে যাচ্ছি। আমার ভালো লাগছে। আমি কোনও ব্যক্তিগত লক্ষ্য নিয়ে আইপিএল-এ যোগ দিচ্ছি না। আমি খেলার সুযোগ পেলে ভালো লাগবে।’

আরও পড়ুন-

IPL 2023: বাবা বলেছিলেন ক্রিকেট খেলে কিছুই হবে না, ভুল প্রমাণ করেছেন রিঙ্কু সিং

২৮ জুন শুরু দলীপ ট্রফি, ২০২৪-এর জানুয়ারিতে রঞ্জি ট্রফি, জানাল বিসিসিআই

IPL 2023: পাঞ্জাব কিংসকে ৮ উইকেটে হারিয়ে প্রথম জয় সানরাইজার্স হায়দরাবাদের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'এটা কোন মুখ্যমন্ত্রী? হিন্দুদের দায়িত্ব মুসলিমরা নেবে, বাংলাদেশ হয়ে যাবে তো' | Suvendu Adhikari
রাগের মাথায় এ কী করে বসলো স্বামী! দেখলে আঁতকে উঠবেন, চাঞ্চল্য Nadia-এ | North 4 Parganas News Today
সুকান্ত মজুমদারকে বিজেপির নবজাতক আখ্যা কুণালের, পাল্টা দিয়ে যা বললেন সুকান্ত : Sukanta on Kunal
নেতাজির 'মৃত্যুদিন' ঘোষণা রাহুলের, ক্ষোভ উগরে একহাত নিলেন সুকান্ত মজুমদার | Sukanta on Rahul
ED Raid Today: Kolkata-র একাধিক স্থানে ফের ED-র অভিযান! Salt Lake-এ হাজির বিশাল ইডির দল | Kolkata