সংক্ষিপ্ত
গুজরাট টাইটানসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সকে অবিশ্বাস্য জয় এনে দেওয়ার পর রাতারাতি নায়ক হয়ে উঠেছেন রিঙ্কু সিং। ক্রিকেটপ্রেমীরা এই ব্যাটারের বন্দনা শুরু করেছেন।
গরিব পরিবারের সন্তান হয়ে ক্রিকেট খেলা একেবারেই সহজ ছিল না। পরিবারের কারও কাছ থেকে আর্থিক সাহায্য পাওয়ার সুযোগ ছিল না। বাবা খানচন্দও কোনওভাবেই সাহায্য করতে পারেননি। উল্টে ক্রিকেট খেলায় বাধা দিতে চেয়েছিলেন। কিন্তু সব বাধা অতিক্রম করে ক্রিকেটার হয়ে উঠেছেন রিঙ্কু সিং। রবিবার গুজরাট টাইটানসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের হয়ে এই ব্যাটারের অসাধারণ পারফরম্যান্স দেখে মুগ্ধ তাঁর বাবা। তিনি বলেছেন, ‘আমি রিঙ্কুকে কোনওভাবে সাহায্য করিনি। ও নিজেই ক্রিকেটার হয়ে উঠেছি। আমি কোনওদিন একটা ব্যাটও কিনে দিইনি। ক্রিকেট খেলার জন্য অন্য কোনও কিছুই দিইনি। ক্রিকেট খেলা শুরু করার কিছুদিন পর ও স্টেডিয়ামে খেলতে শুরু করে। ও রান করতে শুরু করে। সেই সময় আমি ওকে লেখাপড়ায় জোর দিতে বলি। ওকে বলেছিলাম, ক্রিকেট খেলে কোনও লাভ হবে না। কিন্তু ও লেখাপড়ায় আদৌ মন দেয়নি। ও বিভিন্ন টুর্নামেন্টে রান করতে থাকে। সবাই আমাকে বলতে শুরু করে, আপনার ছেলে ভালো খেলছে। তখন আমি ওকে বলি, তুমি ক্রিকেট খেলতে চাইলে ক্রিকেট খেলো।’
রিঙ্কুর বাবা আরও বলেছেন, ‘রিঙ্কু গতকাল কেকেআর-কে যেভাবে ম্যাচ জিতিয়েছে, তাতে আমি খুব খুশি। আমি চাই, ও ভবিষ্যতে ভারতীয় দলের হয়ে খেলুক।’
উত্তরপ্রদেশের আলিগড়ে রিঙ্কুর বাড়ি। এই ক্রিকেটারের বাবা বাড়ি বাড়ি এলপিজি সিলিন্ডার সরবরাহ করেন। এলপিজি সংস্থার কোয়ার্টারেই থাকেন রিঙ্কুরা। এই ক্রিকেটারের দাদা অটোরিকশা চালান। ভাই একটি কোচিং সেন্টারে কাজ করেন। আইপিএল-এর নিলামে মুম্বই ইন্ডিয়ানসের সঙ্গে টানটান লড়াই করে ৮০ লক্ষ টাকা দিয়ে রিঙ্কুকে দলে নেয় কেকেআর। বাড়িতে বসে টেলিভিশনে নিলাম দেখছিলেন রিঙ্কু। তিনি বলেন, ‘আমি ভেবেছিলাম ২০ লক্ষ টাকা পাব। কিন্তু আমাকে ৮০ লক্ষ টাকা দিয়ে দলে নিয়েছে কেকেআর। এত টাকা পেয়ে আমার মাথায় প্রথমেই ভাবনা আসে, আমি দাদার বিয়ের খরচ দিতে পারব। বোনের বিয়ের খরচও দিতে পারব। আমরা সবাই মিলে একটা ভালো বাড়িতে চলে যাব।’
৩ বছর আগে রিঙ্কুর পরিবার চরম আর্থিক সমস্যায় পড়ে গিয়েছিল। তাঁদের ৫ লক্ষ টাকা দেনা হয়ে যায়। সেই দেনা শোধ করতে সমস্যা হচ্ছিল। যে ক্রিকেট খেলায় বাবার ঘোরতর আপত্তি ছিল, সেই ক্রিকেটের মাধ্যমেই পরিবারের আর্থিক সমস্যা দূর করতে সাহায্য করেন রিঙ্কু।
আরও পড়ুন-
২৮ জুন শুরু দলীপ ট্রফি, ২০২৪-এর জানুয়ারিতে রঞ্জি ট্রফি, জানাল বিসিসিআই
IPL 2023: উমরান মালিককে টপকে এবারের আইপিএল-এ দ্রুততম বল লকি ফার্গুসনের
ঘুরে দাঁড়াতে মরিয়া আরসিবি, আজ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম লখনউ সুপার জায়ান্টস