আইপিএল-এর মাঝেই ঘরোয়া ক্রিকেটে আগামী মরসুমের প্রতিযোগিতাগুলির দিনক্ষণ জানিয়ে দিল বিসিসিআই। আইপিএল শেষ হওয়ার পর শুরু হবে ঘরোয়া ক্রিকেট মরসুম।
ভারতের ঘরোয়া ক্রিকেটে ২০২৩-২৪ মরসুম শুরু হচ্ছে ২৮ জুন। শুরুতেই হবে দলীপ ট্রফি। এই টুর্নামেন্টে খেলবে ৬টি অঞ্চল। এরপর ২৪ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত চলবে দেওধর ট্রফি। এই টুর্নামেন্ট প্রথম শ্রেণির নয়। এটি লিস্ট এ টুর্নামেন্ট। ইরানি কাপ হওয়ার কথা ১ থেকে ৫ অক্টোবর পর্যন্ত। সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্ট চলবে ১৬ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত। বিজয় হাজারে ট্রফি চলবে ২৩ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। ভারতের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা রঞ্জি ট্রফি শুরু হবে ২০২৪-এর ৫ জানুয়ারি। রঞ্জি ট্রফির লিগ পর্যায়ের ম্যাচগুলি চলবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। নক-আউটের পর্যায় শুরু হবে ২৩ ফেব্রুয়ারি এবং চলবে ১৪ মার্চ পর্যন্ত। ৭০ দিন ধরে চলবে রঞ্জি ট্রফি।
বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, রঞ্জি ট্রফির প্লেট গ্রুপের লিগ পর্যায়ের ম্যাচগুলি চলবে ৫ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। নক-আউট পর্যায়ের ম্যাচগুলি চলবে ৯ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। রঞ্জি ট্রফির এলিট গ্রুপে আলাদা ৪টি গ্রুপ থাকে। প্রতিটি গ্রুপে ৮টি করে দল থাকে। প্লেট গ্রুপে ৬টি দল থাকে। এলিট গ্রুপের প্রতিটি গ্রুপ থেকে সেরা ২টি দল কোয়ার্টার ফাইনালে যাবে। প্লেট গ্রুপের সেরা ৪টি দল সেমি ফাইনাল খেলবে। এরপর প্লেট গ্রুপের ফাইনালে যে ২টি দল পৌঁছবে, তারা পরবর্তী মরসুমে এলিট গ্রুপে খেলার যোগ্যতা অর্জন করবে। এলিট গ্রুপের ৪টি গ্রুপ মিলিয়ে যে ২টি দল পয়েন্ট, বোনাস পয়েন্ট, জয়, কোশেন্টের বিচারে সবার শেষে থাকবে, সেই ২টি দল পরবর্তী মরসুমে প্লেট গ্রুপে অবনমিত হবে।
মহিলাদের সিনিয়র পর্যায়ের ঘরোয়া ক্রিকেট মরসুম শুরু হবে ১৯ অক্টোবর। শুরুতেই হবে জাতীয় টি-২০ চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্ট চলবে ৯ নভেম্বর পর্যন্ত। এরপর ইন্টার-জোনাল টি-২০ ট্রফি চলবে ২৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত। সিনিয়র ওয়ান ডে ট্রফি চলবে ২০২৪-এর ৪ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত। মহিলাদের সিনিয়র টি-২০ ট্রফি, ওয়ান ডে ট্রফিতে ৫টি গ্রুপ থাকবে। এর মধ্যে ২টি গ্রুপে থাকবে ৮টি করে দল এবং ৩টি গ্রুপে থাকবে ৭টি করে দল। ৫টি দল থেকে সেরা ২টি করে দল নক-আউটের যোগ্যতা অর্জন করবে। গ্রুপ পর্যায়ে পয়েন্ট, জয়, নেট রান রেটের বিচারে প্রতিটি দলকে ১ থেকে ১০ র্যাঙ্কিং দেওয়া হবে। যে দলগুলি ১ থেকে ৬ র্যাঙ্কিং পাবে, সেই দলগুলি সরাসরি কোয়ার্টার ফাইনালের যোগ্যতা অর্জন করবে। ৭ থেকে ১০ র্যাঙ্কিংয়ে থাকা ৪টি দল প্রি-কোয়ার্টার ফাইনালে খেলবে।
আরও পড়ুন-
IPL 2023: শেষ ওভারে রিঙ্কু সিংয়ের ৫ ছক্কা, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিল কেকেআর
IPL 2023: উমরান মালিককে টপকে এবারের আইপিএল-এ দ্রুততম বল লকি ফার্গুসনের
IPL 2023: পাঞ্জাব কিংসকে হারিয়ে এবারের আইপিএল-এ প্রথম জয় সানরাইজার্স হায়দরাবাদের