প্রতি সপ্তাহে ২০০ বল করতে হবে, আইপিএল-এর মাঝেই সিরাজদের নির্দেশ বিসিসিআই-এর

আইপিএল ফাইনাল ২৮ মে। তার কয়েকদিন পরেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে বিসিসিআই।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় দলের হয়ে যাঁরা খেলবেন, তাঁরা প্রায় সবাই এখন আইপিএল-এ খেলতে ব্যস্ত। ব্যাটারদের ফিটনেসের উপর জোর দেওয়ার নির্দেশ দিয়েছে বিসিসিআই। রোহিত শর্মা, বিরাট কোহলিদের বেশি ওয়ার্কলোড না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, বোলারদের আবার ওয়ার্কলোডের মাত্রা বাড়িয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মহম্মদ সিরাজ, মহম্মদ সামি, উমেশ যাদবদের প্রতি সপ্তাহে অন্তত ২০০ বল করতে বলা হয়েছে। তাঁরা এই নির্দেশ মানছেন কি না, সেটা জানানোরও নির্দেশ দেওয়া হয়েছে। আইপিএল-এ প্রতি ম্যাচে একজন বোলারকে সর্বাধিক ৪ ওভার বোলিং করতে হয়। কিন্তু টেস্ট ম্যাচে অনেক বেশি বোলিং করতে হবে। সেই কারণেই বোলারদের ওয়ার্কলোড নিতে বলা হয়েছে। আইপিএল-এর ম্যাচগুলি হচ্ছে সাদা বলে। টেস্ট ম্যাচের কথা মাথায় রেখে ভারতীয় দলের সদস্যদের লাল বলে অনুশীলনের কথাও বলা হয়েছে।

এ প্রসঙ্গে ভারতের অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, ‘এখন ক্রিকেটাররা নির্দিষ্ট ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আছে। আমরা সব ক্রিকেটারকে কিছু পরামর্শ দিয়েছি। কীভাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য তৈরি হতে হবে সেটা বলেছি। কিন্তু ওরা কী করবে, সে ব্যাপারে ফ্র্যাঞ্চাইজিই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ক্রিকেটারদেরও ঠিক করতে হবে ওরা কী করবে। ওদেরই নিজেদের শরীরের যত্ন নিতে হবে। ক্রিকেটাররা সবাই পরিণত। তাই ওদেরই নিজেদের ফিটনেসের উপর নজর রাখতে হবে।’

Latest Videos

সামি বলেছেন, ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের এখনও কিছুদিন দেরি আছে। বিশ্বকাপেরও কয়েক মাস বাকি। একজন খেলোয়াড় হিসেবে আমার পক্ষে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা সম্ভব নয়। একদিন পরেই কী হবে জানি না। ওয়ার্কলোডের ব্যাপারে সতর্ক থাকতে হবে। যারা আন্তর্জাতিক ক্রিকেট খেলে, তারা জানে কতটা ওয়ার্কলোড নিতে হবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনার বদলে প্রতিটি সিরিজ ধরে এগিয়ে চলাই ভালো। আমি কতটা ওয়ার্কলোড নিতে পারব সেটা জানি। সেই কারণে আমি প্রতিটি ম্যাচ ধরে এগোচ্ছি।’

৭ জুন লন্ডনের দ্য ওভালে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। সম্প্রতি দেশের মাটিতে টেস্ট সিরিজে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে ভারতীয় দল। কিন্তু বাঁ হাতি বোলারদের বিরুদ্ধে ভারতীয় ব্যাটারদের দুর্বলতা রয়ে গিয়েছে। বোলারদের ওয়ার্কলোডের পাশাপাশি সেটা নিয়েও ভাবতে হচ্ছে রাহুল দ্রাবিড়, রোহিতকে। দেশের মাটিতে স্পিনারদের সহায়ক পিচে টেস্ট সিরিজ খেলার পর ওভালে পেসারদের সহায়ক উইকেটে খেলা সহজ হবে না। সে কথা মাথায় রেখেই পরিকল্পনা করছে ভারতীয় দল।

আরও পড়ুন-

মঙ্গলবার আইপিএল-এ ঘরের মাঠে গুজরাট টাইটানসের মুখোমুখি দিল্লি ক্যাপিটালস

ফিট হয়ে উঠতে সময় লাগবে, আইপিএল থেকে ছিটকে গেলেন রজত পতিদার

অবসর সময় কাটাচ্ছেন পরিবারের সঙ্গে, গাড়ি কিনলেন অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপজয়ী রিচা

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ট্যাবের টাকা মুহূর্তে হাওয়া! কাদের অ্যাকাউন্টে যাচ্ছে , এবার গোসাবায় | Bengal Tab Scam | Gosaba
‘জনগণের কষ্টের টাকায় মুখ্যমন্ত্রী উৎসব করবেন!’ মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত, দেখুন কী বললেন | Sukanta M
‘এবার সনাতনীদের এক হতে হবে’ হিন্দুদের উদ্দেশ্যে যা বললেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari
ক্যামেরা ছিনিয়ে সাংবাদিকের উপর তাণ্ডব! তীব্র বিক্ষোভ মুর্শিদাবাদের রানিতলায় | Murshidabad News Today
Narendra Modi Live: আদিবাসী গর্ব দিবস পালনে মোদী, কী বার্তা, দেখুন সরাসরি