Rishabh Pant: আইপিএল ২০২৩-এ ম্যাচে ঋষভ পন্থ, লড়াকু 'স্পাইডারম্যানের' মনোবল দেখে উচ্ছ্বসিত দিল্লি ক্যাপিটালস

নতুন বছরের প্রাক্কালে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা ঋষভ পন্থের ক্রিকেট কেরিয়ারের উপরে প্রশ্নচিহ্ন ঝুলিয়ে দিয়েছে। কিন্তু, লড়াকু পন্থ সহজে হার মানবেন তা গত কয়েক মাসেই তিনি সকলকে বুঝিয়ে দিয়েছেন।

 

এভাবেও ফিরে আসা যায়। প্রায় ক্লিসে হতে বসা এই গানের লাইনটা এখানে শুরুতে না দিয়ে পারা যাচ্ছে না। কারণ এই কাহিনি তো একজন মানুষের ফিরে শুধুমাত্র মাঠে উপস্থিত থাকার গল্পকথা নয়, গল্পটা এখানেই যাবতীয় মানসিক যন্ত্রণা, কষ্টকে দূরে সরিয়ে রেখে নিজের সেই জগতে ফিরে যাওয়ার চেষ্টা যার জন্য আজ ঋষভ পন্থের নামটা ঘরে ঘরে পরিচিতি পেয়েছে। ঠিকই ধরেছেন ক্রিকেট ময়দানে ফিরছেন ঋষভ স্পাইডারম্যান পন্থ। সঙ্গে নিয়ে আসছেন এক অদম্য মনোবলকে সঙ্গী করে। আইপিএল ২০২৩-এর ম্যাচেই মাঠে দেখা যাবে ঋষভ পন্থকে।

এই মাঠে থাকার মানে এটা নয় যে ঋষভ এখনই ব্যাট হাতে ২২ গজে নেমে পড়বেন। তিনি থাকবেন গ্যালারিতে একজন ক্রিকেট পাগল দর্শক হিসাবে। আর গলা ফাটাবেন আইপিএল-এ তাঁর দল দিল্লি ক্যাপিটালসের হয়ে। জানা গিয়েছে, সামনে দিল্লিতে অরুণ জেটলি স্টেডিয়ামে গুজরাট টাইটানসের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালসের যে ম্যাচ রয়েছে তাতেই উপস্থিত থাকবেন ঋষভ পন্থ। সামনের মঙ্গলবার এই ম্যাচ হওয়ার কথা।

Latest Videos

আবার এটাও শোনা যাচ্ছে যে ঋষভ পন্থ দিল্লি ক্যাপিটালস-এর প্লেয়ারদের সঙ্গে মাঠের ধারে থাকা ডাগ-আউটেও বসতে পারেন। তবে, এর জন্য দিল্লি ক্যাপিটালসে আইপিএল কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হবে। অনুমতি মিললে তবেই ডাগ আউটে বসতে পারবেন ঋষভ পন্থ। এই অনুমতি দেওয়ার কথা বিসিসিআই-এর অ্যান্টি কোরাপশন অ্যান্ড সিকিউরিটি সংক্ষেপে এসিএসইউ। তবে অনুমতির জন্য আইপিএল কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে দিল্লি ক্যাপিটালসকে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

আচমকাই মাথায় ভেঙে পড়লো আইসিডিএস সেন্টারের চাল! চাঞ্চল্য Canning-এর Basanti-তে | South 24 Parganas
নিজের জন্য ভাবেননি, ভেবেছিলেন গোটা দেশের জন্য : মোদী | PM Modi on Netaji | Netaji Birthday |
'আজ অনুপ্রেরণার ছবি হাওয়া, নেতাজিময় চারিদিক' জোর দিলেন শুভেন্দু | Suvendu Adhikari on Netaji
'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
‘Mamata Banerjee আর Modi দুজনেই ‘বিভাজনের রাজনীতি করছেন’ বিস্ফোরক মন্তব্য Adhir Ranjan Chowdhury