শ্রেয়াস আইয়ারের পরিবর্তে কে হবেন কেকেআর অধিনায়ক? অনেক নাম নিয়ে জল্পনা

Published : Mar 14, 2023, 10:48 PM ISTUpdated : Mar 18, 2023, 09:25 AM IST
KKR, Shreyas Iyer, Brendon Mccullum, Salman Butt, Kolkata Knight Riders

সংক্ষিপ্ত

আর দু'সপ্তাহ পরেই শুরু হচ্ছে আইপিএল। এই সময় অধিনায়ক শ্রেয়াস আইয়ার চোট পাওয়ায় সমস্যায় পড়ে গিয়েছে কলকাতা নাইট রাইউডার্স। এই পরিস্থিতিতে নতুন অধিনায়কের নাম নিয়ে জল্পনা চলছে।

কোমরের চোটের জন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে খেলতে পারবেন না শ্রেয়াস আইয়ার। এমনকী, আইপিএল-এর শুরুর দিকের অনেকগুলি ম্যাচেও হয়তো অধিনায়ককে পাবে না কলকাতা নাইট রাইডার্স। শ্রেয়াসের চোট ঠিক কতটা গুরুতর, সেটা এখনই বলা সম্ভব হচ্ছে না। বিসিসিআই-এর পক্ষ থেকে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া হচ্ছে। যদি শ্রেয়াসের অস্ত্রোপচারের প্রয়োজন হয়, তাহলে তাঁর পক্ষে এবারের আইপিএল-এ কোনও ম্যাচই খেলা সম্ভব হবে না। শ্রেয়াস যতদিন না ফিট হয়ে দলে ফিরছেন ততদিনের জন্য কেকেআর-কে নতুন অধিনায়ক বেছে নিতে হবে। এই পরিস্থিতিতে অনেকগুলি নাম নিয়ে জল্পনা শুরু হয়েছে। যাঁদের নাম নিয়ে জল্পনা চলছে তাঁদের মধ্যে কেকেআর-এর সিনিয়র ক্রিকেটার যেমন আছেন, তেমনই এবারই প্রথম যোগ দেওয়া ক্রিকেটারও আছেন। শেষপর্যন্ত কাকে অধিনায়ক নির্বাচিত করা হবে সে ব্যাপারে কেকেআর ম্যানেজমেন্টই সিদ্ধান্ত নেবে। তবে আপাতত সমর্থকদের মধ্যে আলোচনা চলছে।

কেকেআর-এর এবারের দলে যাঁরা আছেন তাঁদের মধ্যে নিউজিল্যান্ডের অধিনায়ক টিম সাউদি, বাংলাদেশের অধিনায়ক শাকিব আল-হাসান আছেন। সাউদির নেতৃত্বে ক্রাইস্টচার্চ টেস্ট ম্যাচের শেষ বলে শ্রীলঙ্কাকে হারিয়ে ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যাওয়ার পথ প্রশস্ত করে দিয়েছে নিউজিল্যান্ড। টি-২০ ফর্ম্যাটে সাউদি অত্যন্ত কার্যকরী খেলোয়াড়। শাকিবও টি-২০ ফর্ম্যাটে বেশ উপযোগী। আইসিসি টি-২০ র‍্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের তালিকার শীর্ষে আছেন বাংলাদেশের অধিনায়ক। ফলে শাকিব ও সাউদির মধ্যে থেকে কাউকে অধিনায়ক হিসেবে বেছে নিতে পারে কেকেআর

অনেকদিন ধরে কেকেআর-এর হয়ে খেলছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল। বহু ম্যাচে কঠিন পরিস্থিতিতে ব্যাটিং করতে নেমে কেকেআর-কে জিতিয়ে মাঠ ছেড়েছেন এই অলরাউন্ডার। ব্য়াটিংয়ের মতোই তাঁর বোলিংও দলের সম্পদ। দলের সবার কাছেই রাসেলের গ্রহণযোগ্যতা আছে। ফলে রাসেলকে এবার অধিনায়ক করা হতেই পারে।

ওয়েস্ট ইন্ডিজের অপর এক অলরাউন্ডার সুনীল নারিনও বেশ কিছুদিন ধরেই কেকেআর-এর সম্পদ। তাঁর বোলিং এখনও বিপক্ষের ব্যাটারদের কাছে বিস্ময়। নারিনের ব্যাটিংয়ের হাতও ভালো। তিনি ওপেনিং-সহ যে কোনও পজিশনে ব্যাটিং করতে পারেন। আইপিএল কেরিয়ারে কেকেআর ছাড়া অন্য কোনও দলের হয়ে খেলেননি নারিন। দলের প্রতি এই দায়বদ্ধতার জন্য নারিনকে এবার নতুন অধিনায়ক করা হতে পারে।

১ এপ্রিল মোহালিতে পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে কেকেআর। এটাই এবারের আইপিএল-এ কেকেআর-এ প্রথম ম্যাচ। জয় দিয়ে প্রতিযোগিতা শুরু করতে চান নাইটরা।

আরও পড়ুন-

বড় রান না পাওয়ার আক্ষেপ কুরে কুরে খাচ্ছিল, দ্রাবিড়কে বললেন বিরাট

নরওয়ের ডান্স গ্রুপ ক্যুইক স্টাইলের সঙ্গে পা মেলালেন বিরাট কোহলি, উচ্ছ্বসিত অনুরাগীরা

কয়েকদিন পরেই শুরু হচ্ছে আইপিএল, বাড়িতেই প্রস্তুতিতে ব্যস্ত হার্দিক-ক্রুণাল

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India vs South Africa 2nd T20: এক ওভারে ৭টি ওয়াইড? আর্শদীপের উপর রেগে আগুন গম্ভীর
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: টি-২০ ম্যাচে ফের ব্যর্থ, কতদিন শুবমান গিলকে বয়ে বেড়াবে দল?