বড় রান না পাওয়ার আক্ষেপ কুরে কুরে খাচ্ছিল, দ্রাবিড়কে বললেন বিরাট

Published : Mar 14, 2023, 09:39 PM ISTUpdated : Mar 14, 2023, 09:47 PM IST
virat kohli

সংক্ষিপ্ত

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি টেস্টে গত কয়েক বছর ধরে বড় রান পাচ্ছিলেন না। শেষপর্যন্ত আমেদাবাদ টেস্ট ম্যাচে বড় রান পেলেন এই তারকা ব্যাটার।

১,২০০ দিনেরও বেশ সময় পরে টেস্ট ক্রিকেটে শতরান করেছেন বিরাট। আমেদাবাদ টেস্ট ম্যাচে দ্বিশতরানের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন ভারতের এই তারকা ব্যাটার। শেষপর্যন্ত ১৮৬ রান করে আউট হয়ে যান তিনি। এই ইনিংসের মাধ্যমে ফর্মে ফিরেছেন বিরাট। এতদিন টেস্টে শতরান না পাওয়ায় তাঁকে কতটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে? ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের প্রশ্নের জবাবে বিরাট বলেছেন, ‘নিজের খামতির জন্যই আমি পরিস্থিতি একটু জটিল করে তুলেছিলাম। আমার মনে হয়, ৩ অঙ্কের রান পাওয়ার জন্য মরিয়া মনোভাব যে কোনও ব্যাটারের মধ্যেই তৈরি হতে পারে। আমাদের সবাইকেই কেরিয়ারের কোনও না কোনও সময়ে এই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে। আমার ক্ষেত্রেও বেশ কিছুদিন ধরেই এটা হয়েছে।’

 

 

বিরাট আরও বলেছেন, ‘আমি কখনও ৪০ বা ৫০ রান করে খুশি হতে পারি না। আমি সবসময় দলের জন্য বড় রান করে গর্বিত হই। এমন নয় যে বিরাট কোহলিকে সবার চেয়ে আলাদা হতে হবে। আমি যখন ৪০ রানে ব্যাটিং করছি, তখন ১৫০ রান করতেই পারি। সেটা করতে পারলে দলের উপকার হবে। সেটা করতে না পারার যন্ত্রণা আমাকে কুরে কুরে খাচ্ছিল। আমি কেন দলের জন্য বড় রান করতে পারছি না সেটাই ভাবছিলাম। দলের যখন আমাকে প্রয়োজন, দল যখন কঠিন পরিস্থিতিতে আছে তখনই আমি আরও বেশি করে বড় রান করতে চাই। কিন্তু এতদিন সেটা করতে পারছিলাম না।’

দ্রাবিড়কে বিরাট জানিয়েছেন, ‘আমি কখনও নজির গড়ার জন্য় খেলি না। আমি দলের জন্য রান করতে পারছিলাম না বলেই খারাপ লাগছিল। অনেকে আমাকে প্রশ্ন করতেন, আমি কী করে শতরান করি। আমি তাঁদের বলতাম, আমি যে লক্ষ্য নিয়ে ব্যাটিং করি তার ফলেই শতরান করতে পারি। দলের জন্য যত বেশি সময় সম্ভব ব্যাটিং করা এবং যত বেশি সম্ভব রান করে যাওয়াই আমার লক্ষ্য। কিন্তু যখন হোটেলের ঘরের বাইরে দাঁড়িয়ে থাকা একজন, লিফটে থাকা একজন, বাসের চালক-সহ সবাই বলতেন তাঁরা আমার কাছ থেকে শতরান চাইছেন, তখন আমার মাথায় সেটাই থাকত।’

গতবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হেরে গিয়েছিল ভারতীয় দল। এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগের ম্যাচে শতরান পেয়েছেন বিরাট। তিনি জানিয়েছেন, এর ফলে অনেক স্বস্তিতে খেলতে পারবেন।

আরও পড়ুন-

নরওয়ের ডান্স গ্রুপ ক্যুইক স্টাইলের সঙ্গে পা মেলালেন বিরাট কোহলি, উচ্ছ্বসিত অনুরাগীরা

ওডিআই বিশ্বকাপের পর ভারতের অধিনায়ক হচ্ছেন হার্দিক, নিশ্চিত গাভাসকর

কয়েকদিন পরেই শুরু হচ্ছে আইপিএল, বাড়িতেই প্রস্তুতিতে ব্যস্ত হার্দিক-ক্রুণাল

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India vs South Africa 2nd T20: এক ওভারে ৭টি ওয়াইড? আর্শদীপের উপর রেগে আগুন গম্ভীর
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: টি-২০ ম্যাচে ফের ব্যর্থ, কতদিন শুবমান গিলকে বয়ে বেড়াবে দল?