IPL 2023: ধোনির হাঁটুতে চোট, ২ সপ্তাহ মাঠের বাইরে সিসান্দা মাগালা

বুধবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দুর্দান্ত লড়াই করেও হেরে গিয়েছে চেন্নাই সুপার কিংস। শেষ বল পর্যন্ত দলকে জেতানোর চেষ্টা করছিলেন মহেন্দ্র সিং ধোনি।

Web Desk - ANB | Published : Apr 13, 2023 5:58 AM IST / Updated: Apr 13 2023, 12:23 PM IST

হাঁটুতে চোট নিয়েই খেলছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এর ফলে তাঁর নড়াচড়া ব্যাহত হচ্ছে। এমনই জানালেন সিএসকে-র প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং। বুধবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৩ রানে হারের পর ফ্লেমিং বলেছেন, 'ধোনির হাঁটুর চোট রয়েছে। ওর চিকিৎসা চলছে। কিন্তু চোট নিয়েই খেলে যাচ্ছে। এই চোটের ফলে ওর নড়াচড়ায় প্রভাব পড়ছে। ওর কিছুটা সমস্যা হচ্ছে। ও যে কোনও পেশাদারের মতোই ফিট। এবারের আইপিএল শুরু হওয়ার অনেক আগেই ও প্রস্তুতি শিবিরে যোগ দেয়। ও রাঁচিতে নেট প্র্যাকটিস করছিল। কিন্তু ওর মূল প্রাক-মরসুম প্রস্তুতি শুরু হয় চেন্নাইয়ে আসার এক মাস আগে থেকে। ও ম্যাচ খেলার মতো উপযুক্ত ফিটনেস ফিরে পাওয়ার জন্য নিজের মতো করে প্রস্তুতি নেয়। ও এখনও খুব ভালো পারফরম্যান্স দেখাচ্ছে। ও নিজেকে যেভাবে তৈরি রাখে, তাতে সবসময়ই আত্মবিশ্বাসী থাকে। ও সবসময়ই তৈরি থাকে।'

দক্ষিণ আফ্রিকার পেসার সিসান্দা মাগালার চোট সম্পর্কে ফ্লেমিং বলেছেন, ‘আমাদের দলের আরও একজন ক্রিকেটার চোট পেল। পরপর দু’জন চোট পেল। আমাদের দলে খেলোয়াড়ের সংখ্যা কমে আসছে। তাই আর যাতে কেউ চোট না পায়, সেটা দেখতে হবে। মাগালা হাতে চোট পেয়েছে। সেই কারণে ও রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নিজের শেষ ২ ওভারে বোলিং করতে পারেনি। এর আগের ম্যাচে দীপক চাহারের সঙ্গে একইরকম ঘটনা ঘটেছিল। ফলে আমাদের দলে ফিট খেলোয়াড়ের সংখ্যা কমে গিয়েছে। তবে শুধু আমাদের দলের ক্রিকেটাররাই চোট পায়নি। অন্য দলগুলির ক্রিকেটাররাও চোট পেয়েছে।' 

ফ্লেমিং আরও বলেছেন, 'অনেক খেলোয়াড়ই দীর্ঘ ঘরোয়া মরসুমের পর আইপিএল-এ যোগ দিয়েছে। তার ফলে ওদের শরীর আর চলছে না। তবে আমাদের সমাধান খুঁজে বের করতে হবে। পরের ম্যাচের আগে আমাদের হাতে ৪ দিন আছে। তবে পরিস্থিতি আমাদের পক্ষে উপযুক্ত নয়। বোলাররা যদি এভাবে চোট পেতে থাকে, তাহলে অধিনায়কের চিন্তা বাড়বে। চোট সারিয়ে দলে ফিরেছে মইন আলি। ওর জন্য দিনটা খুব ভালো না গেলেও জস বাটলারের উইকেট পেয়েছে। এটা ভালো দিক। তরুণ খেলোয়াড় আকাশ সিং প্রথম ম্যাচ খেলল। ও গুরুত্বপূর্ণ কয়েকটি ওভারে বোলিং করল। আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলা হচ্ছে না। কিন্তু টি-২০ ম্যাচে বেশিরভাগ সময়ই পরিকল্পনা কার্যকর হয় না।'

আরও পড়ুন-

IPL 2023: বৃহস্পতিবার সামনে পাঞ্জাব, রিঙ্কু সিংয়ের আতঙ্ক ভুলতে মরিয়া গুজরাট

IPL 2023: আইপিএল-এ অধিনায়ক ধোনির ২০০-তম ম্যাচে চেন্নাই সুপার কিংসের হার

IPL 2023 : হাড্ডাহাড্ডি ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে প্রথম জয় মুম্বই ইন্ডিয়ানসের

Read more Articles on
Share this article
click me!