এবারের আইপিএল-এ ভালো পারফরম্যান্স দেখাতে পারছে না দিল্লি ক্যাপিটালস। অধিনায়ক ডেভিড ওয়ার্নার ভালো পারফরম্যান্স দেখালেও, দলের বাকিরা লড়াই করতে পারছেন না।
এবারের আইপিএল-এ একমাত্র দল হিসেবে এখনও পর্যন্ত পয়েন্ট পায়নি দিল্লি ক্যাপিটালস। ৪ ম্যাচ খেলে প্রতিটিতেই হেরে গিয়েছে ডেভিড ওয়ার্নারের দল। শনিবার পঞ্চম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হবে দিল্লি। সেই ম্যাচেও দল নিয়ে খুব একটা আশাবাদী হতে পারছেন না দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর মতে, ঘুরে দাঁড়াতে কিছুটা সময় লাগবে। যদিও পরপর হারে খারাপ লাগছে। সৌরভ বলেছেন, 'দল হারলে সত্যিই খারাপ লাগে। দল ২০১৯ থেকে যেভাবে খেলে এসেছে, তারপর এরকম হারে আরও খারাপ লাগে। তবে খেলায় এরকম হতেই পারে। দল যখন হারতে থাকে, তখন সবার কাজটা আরও কঠিন হয়ে যায়। আমাদের দলে অনেক তরুণ খেলোয়াড় আছে। আমাদের ভালো দল হয়ে উঠতে সময় লাগবে।'
সৌরভ আরও বলেছেন, 'আমাদের আর পিছিয়ে যাওয়ার কোনও জায়গা নেই। আমাদের এগিয়ে যেতে হবে। আশা করি আমাদের দলের তরুণ ক্রিকেটাররা বেঙ্গালুরুতে ভালো পারফরম্যান্স দেখাবে। বেঙ্গালুরুর উইকেট থেকে সাহায্য পাচ্ছে ব্যাটাররা। ফলে আমাদেরও বড় স্কোর করা উচিত। আমাদের ঘুরে দাঁড়ানোর উপায় খুঁজে বের করতে হবে। সব দলের সঙ্গেই এরকম হয়। যখন কেউ দীর্ঘদিন ধরে খেলে, তখন এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। প্রত্যেককে নিজের ঘরে যেতে হয়, আয়নার সামনে দাঁড়াতে হয় আর নিজেকেই প্রশ্ন করতে হয়, আমি কীভাবে বদল আনতে পারি?'
এই পরিস্থিতি থেকে কীভাবে ঘুরে দাঁড়াতে পারে দিল্লি ক্যাপিটালস? সৌরভ বলেছেন, ‘আমাদের আরও ভালো ব্যাটিং করতে হবে। মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে অক্ষর (প্যাটেল) দুর্দান্ত ব্যাটিং করেছে। তার ফলেই আমরা ১৭০-এর বেশি রান করতে পেরেছিলাম। আমাদের দলের বাকিদেরও ভালো পারফরম্যান্স দেখাতে হবে। দিল্লির উইকেটে ললিত (যাদব) ভালো বোলিং করেছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল, আমাদের সবাইকে একসঙ্গে ভালো পারফরম্যান্স দেখাতে হবে এবং বড় স্কোর করতে হবে।’
মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে অক্ষরের পাশাপাশি ভালো ব্যাটিং করেন অধিনায়ক ওয়ার্নার। তিনিও অর্ধশতরান করেন। কিন্তু মিডল অর্ডারের ব্যাটাররা কেউই বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি। ওপেনার পৃথ্বী শ এখনও পর্যন্ত কোনও ম্যাচেই ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। ব্যাটিংই দিল্লির সবচেয়ে বড় সমস্যা। মুম্বইয়ের বিরুদ্ধে শেষ ওভারে অসাধারণ বোলিং করেন অ্যানরিক নর্খিয়ে। বাংলার পেসার মুকেশ কুমার জোড়া উইকেট নেন। মুস্তাফিজুর রহমানও ভালো পারফরম্যান্স দেখান। ফলে দিল্লির বোলিং নিয়ে বিশেষ সমস্যা নেই। ব্যাটারদের ভালো পারফরম্যান্স দেখাতে হবে। না হলে সাফল্য আসবে না।
আরও পড়ুন-
IPL 2023 : হাড্ডাহাড্ডি ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে প্রথম জয় মুম্বই ইন্ডিয়ানসের
IPL 2023: বৃহস্পতিবার সামনে পাঞ্জাব, রিঙ্কু সিংয়ের আতঙ্ক ভুলতে মরিয়া গুজরাট
IPL 2023: আইপিএল-এ ব্যর্থ হলেও টি-২০ র্যাঙ্কিংয়ের শীর্ষেই সূর্যকুমার যাদব