IPL 2023 CSK Vs KKR: রিঙ্কু সিংয়ের জার্সিতে অটোগ্রাফ মহেন্দ্র সিং ধোনির

রবিবার চিপকে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে সহজ জয় পেল কলকাতা নাইট রাইডার্স। জয়ের নায়ক অধিনায়ক নীতীশ রানা ও চলতি মরসুমে অসাধারণ ফর্মে থাকা রিঙ্কু সিং।

সাধারণ ক্রিকেটপ্রেমীদের মতোই চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অনুরাগী কলকাতা নাইট রাইডার্সের তারকা ব্যাটার রিঙ্কু সিং। রবিবার চিপকে সিএসকে-র বিরুদ্ধে কেকেআর-কে জেতানোর পর একটি জার্সিতে ধোনির অটোগ্রাফ নিলেন রিঙ্কু। মাঠেই রিঙ্কুর জার্সিতে অটোগ্রাফ দেন ধোনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও। ধোনির অনুরাগীরা এই ভিডিও দেখে উচ্ছ্বসিত। কেকেআর সমর্থকরাও ধোনির আচরণে মুগ্ধ। ক্রিকেটপ্রেমীরা সবাই এই ভিডিও দেখে আবেগতাড়িত হয়ে পড়ছেন। কেকেআর ম্যাচ জিতলেও, সবার মন জয় করে নিলেন ধোনি। এমনিতেই এবারের আইপিএল-এ সিএসকে অধিনায়ককে নিয়ে আলাদা আবেগ রয়েছে। কারণ, এটাই তাঁর শেষ আইপিএল বলে জল্পনা চলছে। সেই কারণেই ধোনিকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের বাড়তি আবেগ দেখা যাচ্ছে।

জয়ের পর কেকেআর অধিনায়ক নীতীশ রানা বলেছেন, ‘টসের সময়ই বলেছিলাম, আমরা যদি ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, এই ৩ বিভাগেই ভালো পারফরম্যান্স দেখাতে পারি, তাহলে জয়ের সুযোগ থাকবে। চান্দু স্যারকে (কেকেআর-এর প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিত) কৃতিত্ব দিতেই হবে। আমি ভারী রোলার পক্ষে ছিলাম না। কিন্তু তিনি জোর করেন। আমার আশঙ্কা ছিল, ভারী রোলার নিলে পিচ ভেঙে যেতে পারে। কিন্তু সেটা হয়নি। বল খুব একটা ঘোরেনি।’

Latest Videos

ম্যাচের সেরা রিঙ্কু বলেছেন, ‘আমাদের ইনিংসের শুরুতেই কয়েকটি উইকেট খুইয়ে বসি। আমি যখন ব্যাটিং করতে নামি, তখন নীতীশ ভাইয়া বলে, এই উইকেটে ব্যাটিং করা কঠিন। সিঙ্গলস নিয়ে যেতে হবে এবং আলগা বলের জন্য অপেক্ষা করতে হবে। আমি ঘরোয়া ক্রিকেটেও ৫ নম্বরেই ব্যাটিং করি। ঘরোয়া ক্রিকেটেও এভাবেই ব্যাটিং করি। আমি ভালোভাবেই খাওয়াদাওয়া করি। তার ফলে প্রচুর শক্তি পাই। আমার এই পারফরম্যান্সের পিছনে অনেক পরিশ্রম আছে।’

সুনীল নারিন বলেছেন, ‘আমি এই ম্যাচে পিচ থেকে সাহায্য পেয়েছি। তার ফলেই হয়তো পারফরম্যান্স ভালো হল। আমি পরিবেশ-পরিস্থিতি যতটা সম্ভব কাজে লাগানোর চেষ্টা করছিলাম। চলতি মরসুমে আমাকে কয়েকটি ম্যাচে সমস্যায় পড়তে হয়েছে। পিচ ব্যাটারদের সহায়ক ছিল, ব্যাটাররা আক্রমণাত্মক শট খেলেছে। আমাদের পাল্টা পরিকল্পনা করতে হচ্ছে। আমরা নানারকম পরিকল্পনা করতে পারি এবং মাঠে সেগুলি কার্যকর করতে পারি। তবে যতটা সম্ভব সহজভাবে খেলা এবং প্রতিটি উইকেট উপভোগ করাই আসল।’

২০ মে ইডেন গার্ডেন্সে লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে কেকেআর। সেই ম্যাচেও ভালো পারফরম্যান্স দেখানোই নারিন-রিঙ্কুদের লক্ষ্য।

আরও পড়ুন-

IPL 2023: ৫৯ রানে অলআউট রাজস্থান রয়্যালস, ১১২ রানে জিতল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

IPL 2023: রাজস্থানের বিরুদ্ধে বড় ব্যবধানে জয়, প্লে-অফ খেলতে পারবে আরসিবি?

IPL 2023: ব্যাটিং লাইনআপে কীভাবে ধস নামল তার জবাব নেই, স্বীকার সঞ্জু স্যামসনের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

প্রকাশ্যে হুমকি! মমতার এই নেতার মুখের ভাষা...বিরোধীদের যা বললেন! দেখুন | Malda News Today |
TMC ছেড়ে কেন BJP-তে শুভেন্দু! আজ নিজেই বলে দিলেন সব | Suvendu Adhikari | Bangla News
'উপনির্বাচনে জিতে আরও অত্যাচার বাড়াবে TMC' উদ্বেগ প্রকাশ Adhir Ranjan Chowdhury-র
প্রেমিক আসল শয়তান! মাঝরাতে ঘটল 'জঘন্য' ঘটনা, হতবাক সকলে! | Ashoknagar News Today
বাপ রে! ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে ডাকাতি! আতঙ্কের ছায়া গোটা এলাকায় | Salt Lake Theft News Today