IPL 2023: রাজস্থানের বিরুদ্ধে বড় ব্যবধানে জয়, প্লে-অফ খেলতে পারবে আরসিবি?

Published : May 14, 2023, 10:41 PM ISTUpdated : May 14, 2023, 10:49 PM IST
Royal Challengers Bangalore

সংক্ষিপ্ত

রাজস্থান রয়্যালসকে ১১২ রানে হারিয়ে চলতি আইপিএল-এ প্লে-অফের লড়াই জমিয়ে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তবে এই জয়ের পরেও আরসিবি-র প্লে-অফ খেলা কঠিন।

রাজস্থান রয়্যালসকে হারিয়ে ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চলতি আইপিএল-এ পয়েন্ট তালিকায় ৫ নম্বরে উঠে এসেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কিন্তু এরপরেও প্লে-অফের যোগ্যতা অর্জন করা অত্যন্ত কঠিন। শুধু নিজেরা বাকি ২ ম্যাচ জিতলেই হবে না, অন্য ম্যাচগুলির ফলের দিকেও তাকিয়ে থাকতে হবে। ১৮ মে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হচ্ছে আরসিবি। ২১ মে গুজরাট টাইটানসের মুখোমুখি হবেন ফাফ ডু প্লেসি, বিরাট কোহলিরা। এই দুই ম্যাচেই তাঁদের জয় পেতে হবে। পাঞ্জাব কিংস বাকি ২ ম্যাচের মধ্যে অন্তত একটিতে হারলে আরসিবি-র সুবিধা হবে। বিরাটদের আশা, লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে দেবে মুম্বই ইন্ডিয়ানস। ফলে অনেক যদি-কিন্তুর উপর আরসিবি-র প্লে-অফের যোগ্যতা অর্জন করা নির্ভর করছে।

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বিশাল ব্যবধানে জয় পাওয়ার পর ডু প্লেসি বলেছেন, ‘এই জয় পেয়ে আমাদের নেট রান রেট অনেকটাই ভালো হল। এই পিচে ব্যাটিং করা কঠিন ছিল। আমরা প্রথমে ব্যাটিং করায় পিচের অবস্থা বুঝতে পেরেছিলাম। আমরা পাওয়ার প্লে-তে ব্যাটিং করেছি। আমাদের মনে হয়েছিল, এই পিচে ১৬০ ভালো স্কোর। আমরা ১৫ ওভার পর্যন্ত ভালো ব্যাটিং করি। তবে শেষদিকে বেশি রান করতে পারিনি। আমাদের বোলাররা দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে। (মাইকেল) ব্রেসওয়েল এই পিচ পেলে সপ্তাহের প্রতিদিনই বোলিং করতে চাইবে। আমাদের একজন বাঁ হাতি স্পিনার দরকার ছিল। শাহবাজকে খেলানো যেতে পারত। রিস্ট স্পিনারকে দিয়ে আক্রমণ করাতে পারতাম আমরা। আশা করি চিন্নাস্বামীতে শেষ ম্যাচে আমরা এই কম্বিনেশনে খেলতে পারব। আজ আমরা ভালো জয় পেলাম। শেষ ২ ম্যাচের আগে দলের সবার এই আত্মবিশ্বাস দরকার ছিল।’

ম্যাচের সেরা ওয়েন পার্নেল বলেছেন, ‘আমাদের দলের ব্যাটারদের কৃতিত্ব দিতে হবে। আমাদের ইনিংসের শেষ ওভার দলের সবার আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। আমরা পরিকল্পনা অনুযায়ী খেলতে পেরেছি। আমাদের সব বোলারকেই বলে দেওয়া হয়েছিল, বলের গতি কমাতে হবে এবং স্টাম্পে বল রেখে যেতে হবে। আমাদের এই পরিকল্পনা কার্যকর করতে পেরেছি। এই উইকেট মন্থর ছিল। বল নিচু হচ্ছিল, থমকে যাচ্ছিল। ওদের ব্যাটাররা যাতে আড়াআড়ি শট খেলে, সেটা নিশ্চিত করার চেষ্টা করছিলাম।’

ব্রেসওয়েল বলেছেন, ‘২ পয়েন্ট পেয়ে ভালো লাগছে। এই প্রতিযোগিতার নিরিখে এই পয়েন্ট অত্যন্ত মূল্যবান। দলের জয়ে অবদান রাখতে পেরে ভালো লাগছে।’

আরও পড়ুন-

IPL 2023: ৫৯ রানে অলআউট রাজস্থান রয়্যালস, ১১২ রানে জিতল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

IPL 2023: ব্যাটিং লাইনআপে কীভাবে ধস নামল তার জবাব নেই, স্বীকার সঞ্জু স্যামসনের

IPL 2023: সম্মানরক্ষার জন্য বাকি ম্যাচগুলি খেলতে হবে, বার্তা ওয়ার্নারের

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

আইসিসি ওডিআই র‍্যাঙ্কিং: রোহিত শর্মার সঙ্গে দূরত্ব কমিয়ে দ্বিতীয় স্থানে বিরাট কোহলি
India vs South Africa T20: প্রথম টি-২০ ম্যাচেই বাজিমাত ভারতের, ১০১ রানে পরাজয় দক্ষিণ আফ্রিকার