IPL 2023: আইপিএল-এ অধিনায়ক হিসেবে ২০০-তম ম্যাচ, রেকর্ড গড়ছেন ধোনি

Published : Apr 12, 2023, 05:09 PM ISTUpdated : Apr 12, 2023, 05:17 PM IST
MS Dhoni

সংক্ষিপ্ত

আইপিএল-এ ক্রিকেটার ও অধিনায়ক হিসেবে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। চেন্নাই সুপার কিংসকে ৪ বার আইপিএল চ্যাম্পিয়ন করেছেন ধোনি। 

বুধবার আইপিএল-এ ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস। এই ম্যাচেই অনন্য রেকর্ড গড়তে চলেছেন ধোনি। তিনি আইপিএল-এ ২০০-তম ম্যাচে চেন্নাইকে নেতৃত্ব দিতে চলেছেন। আইপিএল-এ অধিনায়ক হিসেবে সবচেয়ে ধারাবাহিক ধোনি। তিনি ২০২২-এর আইপিএল ছাড়া প্রতিবারই সিএসকে-র নেতৃত্বে আছেন। সিএসকে যখন আইপিএল থেকে নির্বাসিত ছিল, তখন রাইজিং পুণে সুপার জায়ান্টসের হয়ে খেলেন ধোনি। আইপিএল-এর বাকি সব মরসুমেই সিএসকে-র হয়ে খেলেছেন ধোনি। তিনি আইপিএল-এ চেন্নাই ও পুণে মিলিয়ে মোট ২১৩ টি ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন। এর মধ্যে ১২৫টি ম্যাচে জয় পেয়েছে তাঁর দল। হার ৮৭টি ম্যাচে। একটি ম্যাচের ফল হয়নি। ধোনি অধিনায়ক হিসেবে আইপিএল-এ ৫৮.৯৬ শতাংশ ম্যাচে জয় পেয়েছেন। সিএসকে-র অধিনায়ক হিসেবে ১৯৯ ম্যাচ খেলে ১২০ ম্যাচে জয় পেয়েছেন ধোনি। হার ৭৮ ম্যাচে। একটি ম্যাচের কোনও ফল হয়নি। সিএসকে-র অধিনায়ক হিসেবে ৬০.৩০ শতাংশ ম্যাচে জয় পেয়েছেন ধোনি। পুণের অধিনায়ক হিসেবে ১৪ ম্যাচ খেলে ৫ ম্যাচ জিতেছেন এবং ৯ ম্যাচ হেরেছেন ধোনি।

ধোনির নেতৃত্বে ২০১০, ২০১১, ২০১৮ ও ২০২১ সালের আইপিএল জিতেছে সিএসকে। যে ১৩ বার আইপিএল খেলেছে সিএসকে, তার মধ্যে ১১ বারই প্লে-অফে পৌঁছে গিয়েছে। ৪ বার চ্যাম্পিয়ন হওয়া ছাড়াও ৫ বার রানার্স হয়েছে সিএসকে। আইপিএল-এ সফলতম অধিনায়কদের অন্যতম ধোনি। তিনি ব্যাটার হিসেবেও অসাধারণ সাফল্য পেয়েছেন। আইপিএল-এ ৫,০০৪ রান করেছেন। তাঁর ব্যাটিংয়ের গড় ৩৯.০৯। আইপিএল-এ ধোনির স্ট্রাইক রেট ১৩৫-এর উপরে। আইপিএল কেরিয়ারে ২৪টি অর্ধশতরান করেছেন ধোনি। তিনি অবশ্য আইপিএল-এ শতরান পাননি। তাঁর সর্বাধিক স্কোর অপরাজিত ৮৪। বুধবার সিএসকে-র অধিনায়ক হিসেবে ২০০-তম ম্যাচে ভালো পারফরম্যান্স দেখানোর চেষ্টা করবেন ধোনি।

এবারের আইপিএল-এর উদ্বোধনী ম্যাচে গুজরাট টাইটানসের কাছে হেরে গেলেও, এরপর লখনউ সুপার জায়ান্টস ও মুম্বই ইন্ডিয়ানসকে হারিয়ে দিয়েছে সিএসকে। ৩ ম্যাচ খেলে ধোনিদের পয়েন্ট ৪। ধারাবাহিকতা বজায় রাখাই সিএসকে-র লক্ষ্য। ব্যাটারদের মধ্যে সবচেয়ে ভালো ফর্মে রুতুরাজ গায়কোয়াড়। ৩ ম্যাচ খেলে ১৮৯ রান করেছেন রুতুরাজ। মইন আলি অসুস্থ থাকায় মুম্বইয়ের বিরুদ্ধে শেষমুহূর্তে খেলার সুযোগ পেয়ে অসাধারণ পারফরম্যান্স দেখান অভিজ্ঞ ব্যাটার অজিঙ্কা রাহানে। তিনি ১৯ বলে অর্ধশতরান করেন। শেষপর্যন্ত ২৭ বলে ৬১ রান করেন রাহানে। রাজস্থানের বিরুদ্ধে এইউ ব্যাটারের উপর ভরসা করছে দল। অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা, বিজয় শঙ্কর, ব্যাটার অম্বাতি রায়াডু, তরুণ পেসার তুষার দেশপাণ্ডে, রাজবর্ধন হাঙ্গারগেকরও দলের ভরসা। চোট পাওয়ায় বুধবার খেলতে পারছেন না দীপক চাহার ও বেন স্টোকস। তবে মিচেল স্যান্টনার, শিবম দুবের উপরেও ভরসা করছে সিএসকে

আরও পড়ুন-

চোট পেয়ে মাঠে বাইরে চাহার, স্টোকস, ঘরের মাঠে রাজস্থানের বিরুদ্ধে চাপে সিএসকে

IPL 2023: পাওয়ার প্লে-তে আক্রমণাত্মক খেলাই জয়ের পথ প্রশস্ত করে দেয়, জানালেন রোহিত

IPL 2023: আইপিএল-এ অধিনায়ক হিসেবে ৩,০০০ রান পেরিয়ে গেলেন ডেভিড ওয়ার্নার

PREV
click me!

Recommended Stories

WTC Table 25-27: একটি জয়ের সুবাদেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে টপকে গেল নিউজিল্যান্ড?
সৈয়দ মুস্তাক আলি ট্রফি ২০২৫: গড়াপেটার অভিযোগ, অসমের ৪ ক্রিকেটার সাসপেন্ড