মঙ্গলবার অরুণ জেটলি স্টেডিয়ামে আইপিএল-এর গুরুত্বপূর্ণ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স দেখালেন মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক রোহিত শর্মা।
মঙ্গলবার রোহমর্ষক ম্যাচে শেষ বলে ২ রান নিয়ে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে দিল মুম্বই ইন্ডিয়ানস। এবারের আইপিএল-এ প্রথম জয় পেল রোহিত শর্মার দল। অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে দলকে জেতানোর পর মুম্বইয়ের অধিনায়ক বলেছেন, ‘আমি যখন ব্যাটিং করতে যাই, তখন মনে হয়েছিল পাওয়ার প্লে কাজে লাগাতে হবে। কারণ, ম্যাচ যত গড়াবে বিপক্ষ দলের দু’জন ভালোমানের স্পিনার আমাদের সমস্যায় ফেলে দিতে পারে। সেই কারণে আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যাওয়ার বিষয়টি আমার মাথায় ছিল। প্রথম ৬ ওভারের সুযোগ নিতে চেয়েছিলাম। তারপর ম্যাচ কোন দিকে এগোয় সেটা দেখে পরিস্থিতি অনুযায়ী খেলব, এমনই পরিকল্পনা করেছিলাম। আমি পার্টনারশিপ গড়ে তোলার চেষ্টা করছিলাম। তিলকের (ভার্মা) সঙ্গে ভালো সংযোগ হয়েছে। আমাদের ভালো পার্টনারশিপ গড়ে তোলা জরুরি ছিল।'
রোহিত আরও বলেছেন, ‘আমরা জয় পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করছিলাম। অবশেষে তার ফল পেলাম। কিন্তু আমরা জানি, এটাই শেষ নয়। প্রথম জয় সবসময়ই আলাদা। আমাদের কাছে এই জয় বিশেষ কিছু। দলের সবাই এই জয়ে অবদান রেখেছে। আমরা ম্যাচের আগে নিজেদের মধ্যে আলোচনা করছিলাম, যে এই ম্যাচে ভালো ইনিংস খেলতে পারবে, তাকে বড় স্কোর করতে পারবে। দলের জয়ে তাকে অবদান রাখতে হবে। শেষপর্যন্ত সেটাই হল। ম্যাচ জেতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা সম্প্রতি এখানে (অরুণ জেটলি স্টেডিয়াম) সম্প্রতি টেস্ট ম্যাচ খেলেছি। সেই ম্যাচের তুলনায় অবশ্য আইপিএল-এর ম্যাচের পিচ আলাদা। এই ম্যাচে মন্থর গতির একজন বোলারের ভালো পারফরম্যান্স দেখানো জরুরি ছিল। স্পিনাররা আমাদের লড়াইয়ে রাখে। আমাদের রান তাড়া করে জয় পাওয়ার জন্য ভালো ব্যাটিং করা জরুরি ছিল। সবাই ভালো পারফরম্যান্স দেখিয়েছে।’
দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ডেভিড ওয়ার্নার বলেছেন, ‘আমরা গত ৩ ম্যাচে ভালো পারফরম্যান্স দেখিয়েছি। আমরা জয় পেলাম না ঠিকই, কিন্তু দলের সবাই ভালো পারফরম্যান্স দেখিয়েছে। টপ অর্ডারে দুর্দান্ত ব্যাটিং করল রোহিত। (অ্যানরিক) নর্খিয়ে বিশ্বমানের বোলার। আমরা ওর কাছ থেকে যে পারফরম্যান্স আশা করি ও ঠিক সেরকম পারফরম্যান্সই দেখিয়েছে। মুস্তাফিজও (মুস্তাফিজুর রহমান) ভালো পারফরম্যান্স দেখিয়েছে। গত ৩ ম্যাচে আমাদের পারফরম্যান্সে অনেক ইতিবাচক দিক আছে। কিন্তু আমাদের পরপর উইকেট হারালে চলবে না। অক্ষর (প্যাটেল) যেভাবে ব্যাটিং করছে, তাতে ওর ৪ নম্বরে ব্যাটিং করা উচিত।’
আরও পড়ুন-
IPL 2023 : হাড্ডাহাড্ডি ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে প্রথম জয় মুম্বই ইন্ডিয়ানসের
IPL 2023: আইপিএল-এ ২ বছরের খরা কাটিয়ে অর্ধশতরান, দলকে জেতালেন রোহিত শর্মা
IPL 2023: ঘরের মাঠে ফের জয়ের লক্ষ্যে ধোনিরা, পাল্টা লড়াই করতে তৈরি রাজস্থান