IPL 2023: কেরিয়ারের শেষ পর্যায় উপভোগ করা জরুরি, হায়দরাবাদকে হারানোর পর মন্তব্য ধোনির

Published : Apr 22, 2023, 12:59 AM ISTUpdated : Apr 22, 2023, 01:08 AM IST
MS Dhoni

সংক্ষিপ্ত

শুক্রবার ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদকে সহজেই হারিয়ে দিল চেন্নাই সুপার কিংস। দুরন্ত ছন্দে মহেন্দ্র সিংহ ধোনির দল। পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে সিএসকে।

এবারের আইপিএল শুরু হওয়ার আগে থাকতেই জল্পনা শুরু হয়, এটাই চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির শেষ আইপিএল। শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জয়ের পর নিজেই সে কথা স্বীকার করলেন ধোনি। তিনি বলেন, ‘যা-ই বলা হোক বা করা হোক না কেন, এটাই আমার কেরিয়ারের শেষ পর্যায়। এটা উপভোগ করা জরুরি। চিপকে খেলতে পেরে ভালো লাগছে। দর্শকদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি। সিএসকে সমর্থকদের সঙ্গে একাত্ম হয়ে গিয়েছি। ওঁরা সবসময় আমার কথা শোনার জন্য ম্যাচ শেষ হওয়ার অনেকক্ষণ পরেও স্টেডিয়ামে অপেক্ষা করেন। আমি অভিযোগ করছি না, তবে এবারের আইপিএল-এ ব্যাটিং করার খুব বেশি সুযোগ পাচ্ছি না।’

এই ম্যাচে মাহিশ থাকসানার বলে হায়দরাবাদের অধিনায়ক এইডেন মার্করামের ক্যাচ নেন ধোনি। এই ক্যাচ প্রসঙ্গে মজার ছলে সিএসকে অধিনায়ক বলেছেন, 'ফাস্ট বোলাররা শেষের কয়েকটি ওভারে খুব ভালো বোলিং করেছে। আমি সবসময় ওদের বলি, ওরাই ফিল্ডিং সাজাক। কিন্তু তারপরেও আমাকে ওরা সেরা ক্যাচের পুরস্কার দেয় না। আমি ভুল জায়গায় ছিলাম। আমরা উইকেটকিপাররা গ্লাভস পরে থাকি বলেই অনেকের ধারণা, আমাদের কাজটা খুব সহজ। আমার মনে হয়েছে, অসাধারণ ক্যাচ নিয়েছি। অনেক পুরনো একটি ম্যাচের কথা আমার মনে পড়ছে। সেই ম্যাচে কিপিং করছিলেন রাহুল দ্রাবিড়। তিনি এরকম একটি ক্যাচ নেন। বয়স বাড়লে তবেই অভিজ্ঞতা অর্জন করা যায়। যদি না কেউ সচিন (তেন্ডুলকর) পাজি হয় এবং ১৬-১৭ বছর বয়স থেকে খেলা শুরু করে। আমার যে বয়স হয়েছে, সেটা অস্বীকার করতে পারি না।'

সিএসকে-র বোলারদের প্রশংসা করে ধোনি বলেছেন, ‘মাথিসা পাথিরানার বোলিং বোঝা কঠিন। ওর বোলিংয়ে বৈচিত্র আছে। ওর বোলিংয়ে গতিও আছে। আমরা লসিথ মালিঙ্গার বোলিং দেখেছি। ওর মতোই বোলিং অ্যাকশন পাথিরানার। মালিঙ্গার মতোই পাথিরানারও লাইন ও লেংথে ধারাবাহিকতা আছে। ও অবশ্যই আবিষ্কার। আমি প্রথমে ফিল্ডিং নেওয়ার ব্যাপারে কিছুটা দ্বিধায় ছিলাম। আমার মনে হয়েছিল, দ্বিতীয়ার্ধে আউটফিল্ডে শিশির থাকবে না। আকাশ কিছুটা মেঘলা ছিল। স্পিনাররা খুব ভালো বোলিং করেছে। সবমিলিয়ে আমাদের মাঝের ওভারগুলি ভালো গিয়েছে।’

ম্যাচের সেরা রবীন্দ্র জাদেজা বলেছেন, ‘চেন্নাইয়ে এসে উইকেট দেখে খুব খুশি হয়েছিলাম। আমি জানতাম, এই উইকেট থেকে সাহায্য পাব। আমি উইকেটে বল রেখে যাওয়ার চেষ্টা করছিলাম। দল হারুক বা জিতুক, সিএসকে সমর্থকরা সবসময় আমার পশে থাকেন।’

আরও পড়ুন-

IPL 2023 : ঘরের মাঠে লখনউয়ের কাছে হেরেও আইপিএল-এ পয়েন্ট তালিকার শীর্ষে রাজস্থান

IPL 2023: ২৮ মে আইপিএল ফাইনাল আমেদাবাদে, জোড়া প্লে-অফ ম্যাচ চেন্নাইয়ে

IPL 2023: আইপিএল-এ সাউথ ইন্ডিয়ান ডার্বিতে সহজ জয় চেন্নাই সুপার কিংসের

PREV
click me!

Recommended Stories

Yashasvi Jaiswal: বিরাট কোহলি নন! যশস্বী জয়সওয়ালের মতে, এই ভারতীয় তারকাই সবচেয়ে পরিশ্রমী ক্রিকেটার?
WTC Table 25-27: একটি জয়ের সুবাদেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে টপকে গেল নিউজিল্যান্ড?