সংক্ষিপ্ত
গতবারের মতোই এবারও আইপিএল ফাইনাল হতে চলেছে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। কোয়ালিফায়ার ১ ও এলিমিনেটর হবে চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে।
টানা দ্বিতীয়বার আইপিএল ফাইনাল আয়োজন করতে চলেছে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম। ২০২২-এর আইপিএল ফাইনালে রাজস্থান রয়্যালসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় গুজরাট টাইটানস। এবারও আইপিএল ফাইনাল হতে চলেছে আমেদাবাদেই। শুক্রবার এ বিষয়ে নিশ্চিতভাবে জানালেন আইপিএল আয়োজকরা। ফাইনাল ও কোয়ালিফায়ার ২ হবে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। কোয়ালিফায়ার ১ ও এলিমিনেটর হবে চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে। ইডেন গার্ডেন্স কোনও ম্যাচই পাচ্ছে না। এবারের আইপিএল-এর উদ্বোধনী ম্যাচ হয়েছে আমেদাবাদে। এবার ফাইনালও হতে চলেছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই। দর্শকাসনের বিচারে এখন বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম নরেন্দ্র মোদী স্টেডিয়াম। এই স্টেডিয়ামের গ্যালারিতে লক্ষাধিক দর্শক একসঙ্গে বসে ম্যাচ দেখতে পারেন। সেই কারণেই হয়তো গুরুত্বপূর্ণ ম্যাচগুলি এই স্টেডিয়ামে দেওয়া হচ্ছে।
এবারের আইপিএল-এর উদ্বোধনী ম্যাচে গান গেয়ে দর্শকদের সম্মোহিত করে দেন অরিজিৎ সিং। নাচে দর্শকদের মাতিয়ে দেন তামান্না ভাটিয়া ও রশ্মিকা মন্দানা। আইপিএল ফাইনালে অবশ্য কারা পারফর্ম করবেন, সেটা এখনও জানা যায়নি। তবে উদ্বোধনী অনুষ্ঠানের মতোই জমজমাট হবে ফাইনালের আগে বিশেষ অনুষ্ঠান।
এবারের আইপিএল-এর কোয়ালিফায়ার হবে ২৩ মে। এই ম্যাচ হবে চেন্নাইয়ে। আইপিএল-এ লিগ পর্যায়ে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দুই দল কোয়ালিফায়ার ১ খেলবে। পরদিন ২৪ মে এলিমিনেটরও হবে এম এ চিদম্বরম স্টেডিয়ামে। পয়েন্ট তালিকায় তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দুই দল এলিমিনেটর খেলবে। ২৬ মে কোয়ালিফায়ার ২ হবে আমেদাবাদে। কোয়ালিফায়ার ১-এ হেরে যাওয়া দল এবং এলিমিনেটরে বিজয়ী দল কোয়ালিফায়ার ২ খেলবে। এরপর ২৮ মে ফাইনাল খেলবে কোয়ালিফায়ার ১ ও কোয়ালিফায়ার ২-এর বিজয়ী দল।
এই মুহূর্তে ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে আইপিএল-এ পয়েন্ট তালিকার শীর্ষে গতবারের রানার্স রাজস্থান রয়্যালস। ৬ ম্যাচে ৮ পয়েন্ট থাকলেও, রান রেটে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে লখনউ সুপার জায়ান্টস। তৃতীয় স্থানে থাকা চেন্নাই সুপার কিংসও ৬ ম্যাচ খেলে ৮ পয়েন্ট পেয়েছে। গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে। ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ৫ ম্যাচে ৬ পয়েন্ট থাকলেও, রান রেটে পিছিয়ে থেকে ৬ নম্বরে ৫ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ানস। ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে পাঞ্জাব কিংস। ৬ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে কলকাতা নাইট রাইডার্স। ৬ ম্যাচে ৪ পয়েন্ট থাকলেও, রান রেটে কেকেআর-এর চেয়ে পিছিয়ে থাকায় ৯ নম্বরে সানরাইজার্স হায়দরাবাদ। ৬ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে দিল্লি ক্যাপিটালস।
আরও পড়ুন-
IPL 2023: আইপিএল-এ সাউথ ইন্ডিয়ান ডার্বিতে সহজ জয় চেন্নাই সুপার কিংসের
IPL 2023: কেকেআর-কে হারানোর পর সুখবর, চুরি যাওয়া ব্যাট ফেরত পেলেন ওয়ার্নাররা
IPL 2023 : ঘরের মাঠে লখনউয়ের কাছে হেরেও আইপিএল-এ পয়েন্ট তালিকার শীর্ষে রাজস্থান