IPL 2023: বৃহস্পতিবার সামনে পাঞ্জাব, রিঙ্কু সিংয়ের আতঙ্ক ভুলতে মরিয়া গুজরাট

চলতি আইপিএল-এ প্রথম ২ ম্যাচ জেতার পর ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ধাক্কা খেয়েছে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস। সেই ধাক্কা কাটিয়ে ওঠার লক্ষ্যে হার্দিক পান্ডিয়ারা।

যশ দয়ালকে কি ফের খেলতে দেখা যাবে? বৃহস্পতিবার আইপিএল-এ পাঞ্জাবে কিংসের বিরুদ্ধে গুজরাট টাইটানসের ম্যাচের আগে এই প্রশ্নই বড় হয়ে উঠেছে। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচের শেষ ওভারে বোলিং করেন দয়াল। তাঁর বলে পরপর ৫টি ওভার-বাউন্ডারি মারেন রিঙ্কু সিং। অবিশ্বাস্য জয় ছিনিয়ে নেয় কেকেআর। সেই ম্যাচের স্মৃতি এখনও দুঃস্বপ্নের মতো ঘোরাফেরা করছে গুজরাট শিবিরে। কেকেআর-এর বিরুদ্ধে দুর্দান্ত লড়াই করে গুজরাট। ভালো ব্যাটিং করেন বিজয় শঙ্কর, সাই সুদর্শন, শুবমান গিল। হ্যাটট্রিক করেন রশিদ খান। কিন্তু শেষ ওভারে রিঙ্কুর তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়ে গুজরাট। শেষ ১০ বলে জয়ের জন্য কেকেআর-এর দরকার ছিল ৩৯ রান। সেই অবস্থা থেকে কেকেআর-কে জয় এনে দেন রিঙ্কু। এই ধাক্কা কাটিয়ে ওঠা সহজ নয়। তবে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যেই মাঠে নামছেন হার্দিক পান্ডিয়ারা।

এই ম্যাচে খেলতে নামার আগে দলের বোলিং বিভাগ নিয়েই সবচেয়ে বেশি ভাবতে হচ্ছে হার্দিককে। বিশেষ করে পাওয়ার-প্লে ও ডেথ ওভারে কীভাবে বোলারদের ব্যবহার করবেন, সেটা নিয়ে আলাদা পরিকল্পনা করতে হচ্ছে। মহম্মদ সামি, রশিদ, আলজারি জোশেফ, জোশুয়া লিটলকে নিয়ে খুব একটা চিন্তা নেই। কিন্তু পঞ্চম বা ষষ্ঠ বোলারকে নিয়ে চিন্তা করতেই হচ্ছে। হার্দিক খেললে অবশ্য পঞ্চম বোলারের ভূমিকা পালন করতে পারবেন। সেক্ষেত্রে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। তবে গুজরাটের বোলারদের আত্মবিশ্বাসে চিড় ধরিয়েছেন রিঙ্কু। সেই আত্মবিশ্বাস ফিরে পাওয়াই এখন তাঁদের প্রধান লক্ষ্য। 

Latest Videos

চলতি আইপিএল-এ পয়েন্ট তালিকায় গুজরাট ও পাঞ্জাব এখন একই জায়গায় দাঁড়িয়ে। দুই দলই ৩ ম্যাচ খেলে ৪ পয়েন্ট পেয়েছে। পাঞ্জাবের অধিনায়ক শিখর ধাওয়ান অসাধারণ ফর্মে। তরুণ বাঁ হাতি পেসার আদর্শদীপ সিংও ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন। গত ম্যাচে গুজরাট যেমন কেকেআর-এর কাছে হেরে গিয়েছে, তেমনই পাঞ্জাবও সানরাইজার্স হায়দরাবাদের কাছে ৮ উইকেটে হেরে গিয়েছে। সেই ম্যাচে পাঞ্জাবের ব্যাটারদের মধ্যে একাই লড়াই করেন ধাওয়ান। গুজরাটের বিরুদ্ধেও ভালো পারফরম্যান্স দেখাতে তৈরি পাঞ্জাবের অধিনায়ক। তাঁর ওপেনিং পার্টনার প্রভসিমরন সিং ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না। গত ম্যাচে পাঞ্জাবের ব্যাটিং লাইনআপ ব্যর্থ হয়। গুজরাটের বিরুদ্ধে সতীর্থদের সাহায্য দরকার ধাওয়ানের। না হলে তাঁর একার পক্ষে দলকে জেতানো সম্ভব হবে না। দলের সবাইকেই ভালো পারফরম্যান্স দেখাতে হবে।

আরও পড়ুন-

IPL 2023: আইপিএল-এ অধিনায়ক ধোনির ২০০-তম ম্যাচে চেন্নাই সুপার কিংসের হার

IPL 2023: আইপিএল-এ ব্যর্থ হলেও টি-২০ র‍্যাঙ্কিংয়ের শীর্ষেই সূর্যকুমার যাদব

IPL 2023 : হাড্ডাহাড্ডি ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে প্রথম জয় মুম্বই ইন্ডিয়ানসের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'নরেশ আগরওয়াল, মুকুল ঘোষ কে হয় আপনার মুখ্যমন্ত্রী?' চরম প্রশ্ন সুকান্তর | Sukanta Majumdar Today
‘অভয়ার জন্য আন্দোলনের প্রতিশোধ নিচ্ছেন Mamata Banerjee’ মমতাকে দুষলেন BJP নেত্রী Agnimitra Paul
North 24 Parganas News Today: আগুনের লেলিহান শিখার কবলে বিরিয়ানির দোকান! চরম আতঙ্ক Barrackpur-এ
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
তাপস রায়ের বিস্ফোরক প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা | Tapas Roy | Mamata Banerjee