IPL 2023: ডাগআউটে বসে টেস্টে প্রথম রানের কথা ভাবছিলাম, কেকেআর-কে হারিয়ে মন্তব্য সৌরভের

Published : Apr 21, 2023, 12:56 AM ISTUpdated : Apr 21, 2023, 01:12 AM IST
David Warner

সংক্ষিপ্ত

এবারের আইপিএল-এ প্রথম জয় পেল দিল্লি ক্যাপিটালস। প্রথম ৫ ম্যাচে হারের পর বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্সকে ৪ উইকেটে হারিয়ে দিল ডেভিড ওয়ার্নারের দল।

চলতি আইপিএল-এ টানা ৫ ম্যাচ হেরে প্রচণ্ড চাপে পড়ে গিয়েছিল দিল্লি ক্যাপিটালস। বৃহস্পতিবার ষষ্ঠ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে প্রথম জয় পেল ডেভিড ওয়ার্নারের দল। এই জয়ের পর দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, ‘শেষপর্যন্ত জয় পেয়ে ভালো লাগছে। মরসুমের প্রথম পয়েন্ট পাওয়ার চাপ এত বেশি ছিল যে আমি ডাগআউটে বসে টেস্ট ক্রিকেটে আমার প্রথম রান করার কথা ভাবছিলাম। এদিন আমরা সৌভাগ্যবান ছিলাম। আমরা এই মরসুমে এর আগেও ভালো বোলিং করেছি। কিন্তু আমাদের দলের সমস্যা হচ্ছিল ব্যাটিং। আমাদের দল নিয়ে এখনও চিন্তাভাবনা করতে হবে। আমরা কীভাবে উন্নতি করতে পারি, সেটা ভাবতে হবে। আমাদের দলের স্পিনাররা ভালো বোলিং করেছে। আমি জানি, আমরা ভালো খেলতে পারিনি। আমরা যাতে আরও ভালো ব্যাটিং করতে পারি, সেই উপায় খুঁজে বের করতে হবে। ছেলেদের সঙ্গে আমরাও কঠোর পরিশ্রম করেছি। আমরা ওদের ফর্মে ফিরতে সাহায্য করেছি। পৃথ্বী (শ), মণীশ (পাণ্ডে), মিচেল মার্শ, সবাই দলের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ওরা সবাই অনেকদিন দলের সঙ্গে আছে। শুক্রবার আমাদের দলের সবাইকে বিশ্রাম দেওয়া হচ্ছে। তারপর আমরা হায়দরাবাদে উড়ে যাব। আশা করি হায়দরাবাদে ব্যাটারদের সহায়ক উইকেট থাকবে। হায়দরাবাদের উইকেট সাধারণত ব্যাটারদের সাহায্য করে। আশা করি এবারও সেরকমই উইকেট থাকবে।’

দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ডেভিড ওয়ার্নার বলেছেন, ‘শেষপর্যন্ত আমরা জয় পেলাম। এবার আমরা হায়দরাবাদে যাচ্ছি। আমাদের দলের বোলিং বিভাগ নিয়ে আমরা গর্বিত। আমরা অসাধারণ বোলিং করে পাওয়ার-প্লে-তে উইকেট পেয়েছি। তবে আমরা পরপর উইকেট হারিয়েছি। আমরা নিজেদের পারফরম্যান্স নিয়ে একে অপরের সঙ্গে সবসময় আলোচনা করি। আমাদের কোথায় উন্নতি করতে হবে সে ব্যাপারে আলোচনা করছি আমরা। এদিন আমরা ঠিকঠাক খেলেছি।’

ম্যাচের সেরা দিল্লির অভিজ্ঞ পেসার ইশান্ত শর্মা বলেছেন, ‘আমি সুযোগ পাওয়ার অপেক্ষায় ছিলাম। আমি যখনই সুযোগ পাই না কেন দলকে জেতানোর জন্য তৈরি ছিলাম। প্রত্যেক ব্যাটারের জন্য আলাদা পরিকল্পনা করি। আমরা পরিকল্পনা ঠিকমতো প্রয়োগ করতে পেরেছি। দলে সৌভাগ্য এনে দেওয়ার মতো কেউ নেই। আমরা এই পরিস্থিতি থেকে প্রতিটি ম্যাচ জিততে চাই। প্লে-অফের যোগ্যতা অর্জন করা এবং আইপিএল চ্যাম্পিয়ন হওয়াই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যেই এগিয়ে যেতে হবে আমাদের।’

আরও পড়ুন-

IPL 2023: কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে প্রথম জয় দিল্লি ক্যাপিটালসের

IPL 2023: অধিনায়ক বিরাটের প্রত্যাবর্তনে জয়ে ফিরল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

IPL 2023 : ঘরের মাঠে লখনউয়ের কাছে হেরেও আইপিএল-এ পয়েন্ট তালিকার শীর্ষে রাজস্থান

PREV
click me!

Recommended Stories

Suryakumar Yadav: শুধু টস করাই অধিনায়কের কাজ নয়! সূর্যকুমারের সমালোচনায় প্রাক্তন তারকা
Rivaba Jadeja: ভারতীয় ক্রিকেটারদের বদভ্যাস! আমার স্বামী সৎ, দাবি জাদেজার স্ত্রীর