সংক্ষিপ্ত

চলতি আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং বিভাগের সমস্যা কিছুতেই মিটছে না। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দলে একাধিক পরিবর্তন করেও কোনও লাভ হল না।

ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভোকাল টনিক হোক বা ক্রিকেটারদের নিজেদের প্রমাণ করার তাগিদ, চলতি আইপিএল-এ টানা ৫ ম্যাচ হারের পর ঘুরে দাঁড়াল দিল্লি ক্যাপিটালস। বৃহস্পতিবার ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে দিল দিল্লি। এদিন অরুণ জেটলি স্টেডিয়ামে ম্যাচ শুরু হওয়ার আগে বৃষ্টি নামে। ফলে নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর শুরু হয় ম্যাচ। প্রচণ্ড গরমের পর বৃষ্টি যেমন দিল্লিবাসীকে সাময়িক স্বস্তি দিল, তেমনই এই জয় ডেভিড ওয়ার্নারদের মনোবল বাড়াল। প্রথম জয় পাওয়ার পর এবার পরবর্তী ম্যাচগুলিতে খোলামনে খেলতে পারবেন কুলদীপ যাদব, অক্ষর প্যাটেলরা।

এদিন টসে জিতে প্রথমে কেকেআর-কে ব্যাটিং করতে পাঠান দিল্লির অধিনায়ক ওয়ার্নার। তিনি পরিবেশ-পরিস্থিতির সুযোগ নিতে চেয়েছিলেন। দিল্লির বোলাররা এদিন আর অধিনায়ককে হতাশ করেননি। ১২৭ রানে অলআউট হয়ে যায় কেকেআর। সিংহভাগ রান করেন ওপেনার জেসন রয় (৪৩) ও আন্দ্রে রাসেল (৩৮ অপরাজিত)। মনদীপ সিং করেন ১২ রান। কেকেআর-এর আর কোনও ব্যাটার দুই অঙ্কের রান করতে পারেননি। আইপিএল-এ প্রথম ম্যাচ খেলতে নামা লিটন দাস ৪ রান করেই আউট হয়ে যান। ৩ নম্বরে ব্যাটিং করতে নামা ভেঙ্কটেশ আইয়ার ২ বল খেলে ০ রানে আউট হয়ে যান। কেকেআর অধিনায়ক নীতীশ রানা করেন ৪ রান। রিঙ্কু সিংও এদিন বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি। এই বাঁ হাতি ব্যাটার করেন ৬ রান। সুনীল নারিন করেন ৪ রান। প্রথম বলেই আউট হয়ে যান 'ইমপ্যাক্ট প্লেয়ার' অনুকূল রায়। ৩ রান করেন উমেশ যাদব।১ রান করে রান আউট হয়ে যান বরুণ চক্রবর্তী।

দিল্লি ক্যাপিটালসের হয়ে ১৯ রান দিয়ে ২ উইকেট নেন ইশান্ত শর্মা। ২০ রান দিয়ে ২ উইকেট নেন অ্যানরিক নর্খিয়ে। ১৩ রান দিয়ে ২ উইকেট নেন অক্ষর প্যাটেল। ১৫ রান দিয়ে ২ উইকেট নেন কুলদীপ যাদব। ৩৪ রান দিয়ে ১ উইকেট নেন মুকেশ কুমার।

রান তাড়া করতে নেমে ৫৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ওয়ার্নার। অপর ওপেনার 'ইমপ্যাক্ট প্লেয়ার' পৃথ্বী শ অবশ্য যথারীতি ব্যর্থ। এদিন ১৩ রান করেন পৃথ্বী। ৯ বল খেলে ২ রান করেন মিচেল মার্শ। ফিলিপ সল্ট করেন ৫ রান। মণীশ পাণ্ডে করেন ২১ রান। কেকেআর-এর হয়ে ২ উইকেট করে নেন বরুণ, অনুকূল ও নীতীশ। শেষদিকে পরপর উইকেট তুলে নিয়ে ম্যাচ জমিয়ে দেন অনুকূল ও নীতীশ। তবে শেষরক্ষা হয়নি। ৪ উইকেটে জয় পায় দিল্লি। ১৯ রানে অপরাজিত থেকে জয় এনে দেন অক্ষর প্যাটেল।

আরও পড়ুন-

IPL 2023: পয়েন্টস টেবল দিয়ে আরসিবি-র বিচার করা যাবে না, পাঞ্জাবকে হারিয়ে বার্তা বিরাটের

IPL 2023 : ঘরের মাঠে লখনউয়ের কাছে হেরেও আইপিএল-এ পয়েন্ট তালিকার শীর্ষে রাজস্থান

ICC Rankings: টি-২০ র‍্যাঙ্কিংয়ের শীর্ষেই মুম্বই ইন্ডিয়ানসের সূর্যকুমার যাদব