IPL 2023: শেষ বলে জয়, এবারের আইপিএল-এ প্রথম পয়েন্ট মুম্বই ইন্ডিয়ানসের

একই ম্যাচে দু'দলের অধিনায়কের দুর্দান্ত পারফরম্যান্স। মঙ্গলবার দিল্লি ক্যাপিটালস-মুম্বই ইন্ডিয়ানস ম্যাচে অসাধারণ লড়াই দেখা গেল। দর্শকরা উপভোগ করলেন ম্যাচ।

সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর-লখনউ সুপার জায়ান্টস ম্যাচে শেষ বলে রান আউটের সুযোগ ফস্কেছিলেন হর্ষল প্যাটেল। মঙ্গলবার দিল্লি ক্যাপিটালস-মুম্বই ইন্ডিয়ানস ম্যাচে শেষ ওভারে ক্যাচ ফস্কালেন মুকেশ কুমার। দু'বার রান আউটের সুযোগও কাজে লাগাতে পারল না দিল্লি। ফলে শেষ বলে ২ রান নিয়ে এবারের আইপিএল-এ প্রথম জয় তুলে নিল মুম্বই। টানা ৪ ম্যাচ হেরে গেল দিল্লি। অধিনায়ক ডেভিড ওয়ার্নার, অভিজ্ঞ অলরাউন্ডার অক্ষর প্যাটেল ভালো পারফরম্যান্স দেখিয়েও দিল্লিকে জেতাতে পারলেন না। বাজিমাত করলেন মুম্বইয়ের অধিনায়ক রোহিত শর্মা। ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে উঠে এল মুম্বই। সবার শেষে থাকল দিল্লি।

অরুণ জেটলি স্টেডিয়ামে বহু ম্যাচ খেলেছেন রোহিত। এই মাঠের পিচ, আউটফিল্ড, বাউন্ডারির বিষয়ে সবই জানেন মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক। সেই অভিজ্ঞতার কথা মাথায় রেখেই তিনি প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। প্রথমে ব্যাটিং করতে নেমে ১৯.৪ ওভারে ১৭২ রানে অলআউট হয়ে যায় দিল্লি ক্যাপিটালস। ওয়ার্নার করেন ৫১ রান। এই ম্যাচেই আইপিএল-এ অধিনায়ক হিসেবে ৩,০০০ রান পূর্ণ করেন ওয়ার্নার। অক্ষর ২৫ বলে ৫৪ রান করেন। পৃথ্বী শ করেন ১৫ রান। মণীশ পাণ্ডে করেন ২৬ রান। যশ ধূল করেন ২ রান। রভম্যান পাওয়েল করেন ৪ রান। ললিত যাদব করেন ২ রান। বাংলার উইকেটকিপার-ব্যাটার অভিষেক পোড়েল করেন ১ রান। প্রথম বলেই রান আউট হয়ে যান কুলদীপ যাদব (০)। ৫ রান করেন অ্যানরিক নর্খিয়ে। ১ রান করে অপরাজিত থাকেন মুস্তাফিজুর রহমান। মুম্বই ইন্ডিয়ানসের হয়ে ২২ রান দিয়ে ৩ উইকেট নেন পীযূষ চাওলা। ২৩ রান দিয়ে ৩ উইকেট নেন জেসন বেহরেনডর্ফ। ৩৪ রান দিয়ে ২ উইকেট নেন রিলি মেরেডিথ। ৪৩ রান দিয়ে ১ উইকেট নেন হৃতিক শকিন। 

Latest Videos

রান তাড়া করতে নেমে ৪ উইকেট হারিয়ে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যায় মুম্বই। ৬৫ রান করেন রোহিত। অপর ওপেনার ঈশান কিষাণ করেন ৩১ রান। তিলক ভার্মা করেন ৪১ রান। ফের ব্যর্থ টি-২০ র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা সূর্যকুমার যাদব। প্রথম বলেই আউট হয়ে যান এই ব্যাটার। ১৩ রান করে অপরাজিত থাকেন টিম ডেভিড। ১৭ রান করে অপরাজিত থাকেন ক্যামেরন গ্রিন। দিল্লির হয়ে জোড়া উইকেট নেন মুকেশ। ১ উইকেট নেন মুস্তাফিজুর রহমান।

আরও পড়ুন-

IPL 2023: তামিলনাড়ুর একজনও ক্রিকেটার নেই, সিএসকে-কে নিষিদ্ধ করার দাবি

IPL 2023: আইপিএল-এ অধিনায়ক হিসেবে ৩,০০০ রান পেরিয়ে গেলেন ডেভিড ওয়ার্নার

IPL 2023: শেষ বলে জয়, আরসিবি-কে হারিয়ে আইপিএল-এ পয়েন্ট তালিকার শীর্ষে লখনউ

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari