IPL 2023: তামিলনাড়ুর একজনও ক্রিকেটার নেই, সিএসকে-কে নিষিদ্ধ করার দাবি

ভারতে খেলা নিয়ে রাজনীতি নতুন কিছু নয়। ক্রিকেট যেহেতু দেশের বেশিরভাগ রাজ্যেই জনপ্রিয়, সেই কারণে ক্রিকেট নিয়েই বেশি মাথা ঘামান রাজনীতিবিদরা। এবারও সেটা দেখা যাচ্ছে।

কলকাতা নাইট রাইডার্স দীর্ঘদিন ধরেই স্থানীয় ক্রিকেটারদের উপেক্ষা করে আসছে। বর্তমান অধিনায়ক নীতীশ রানা বুঝিয়ে দিয়েছেন, তিনি প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধাশীল নন। কিন্তু সেটা নিয়ে বিশেষ আলোচনা দেখা যায়নি। সৌরভকে যখন বাদ দেওয়া হয়েছিল, শুধু তখন বাংলার ক্রিকেটপ্রেমীদের প্রতিবাদ দেখা গিয়েছিল। তারপর আর সেরকম কিছু হয়নি। কেকেআর-এ স্থানীয় ক্রিকেটার না থাকা নিয়ে কোনও রাজনীতিবিদ প্রকাশ্যে মন্তব্য করেননি। কিন্তু তামিলনাড়ুতে দেখা গেল সম্পূর্ণ অন্য ঘটনা। তামিলনাড়ুর একজনও ক্রিকেটার দলে না থাকায় চেন্নাই সুপার কিংসকে রাজ্যে নিষিদ্ধ করার দাবিতে সরব হলেন পিএমকে বিধায়ক এসপি ভেঙ্কটেশ্বরণ।

বুধবার চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের ম্যাচ। এর ঠিক আগে মঙ্গলবার বিতর্ক উস্কে দিলেন পিএমকে বিধায়ক। মঙ্গলবার বিধানসভায় যুবকল্যাণ ও ক্রীড়া উন্নয়ন খাতে অর্থ বরাদ্দ সংক্রান্ত বিতর্কের সময় ভেঙ্কটেশ্বরণ বলেন, ‘চেন্নাই সুপার কিংসকে তামিলনাড়ুর দল হিসেবে প্রচার করা হচ্ছে, কিন্তু এবারের আইপিএল-এ দলে তামিলনাড়ুর একজনও ক্রিকেটার নেই। ওরা তামিলনাড়ুর দল বলে বিজ্ঞাপন দিয়ে আমাদের লোকজনের কাছ থেকে আর্থিক লাভবান হচ্ছে। কিন্তু আমাদের রাজ্যের কোনও প্রতিভাবান ক্রিকেটারকে দলে নিচ্ছে না।’

Latest Videos

পিএমকে বিধায়ক আরও বলেন, ‘আমাদের রাজ্যে অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে। কিন্তু চেন্নাই সুপার কিংস ওদের আইপিএল-এ খেলার সুযোগ দিচ্ছে না। অথচ এই দলের পক্ষ থেকেই প্রচার করা হয় যে ওরা তামিলনাড়ুর দল হিসেবে গর্বিত। ওরা তামিলনাড়ুর মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে কিন্তু এই রাজ্যএর কাউকে সুযোগ দিচ্ছে না।’

এই বিতর্কের মধ্যেই আবার এআইএডিএমকে বিধায়ক এসপি ভেলুমণি বলেন, এম এ চিদম্বরম স্টেডিয়ামে আইপিএল-এর ম্যাচ দেখার জন্য বিধায়কদের পাস দিতে হবে। তিনি দাবি করেন, এআইএডিএমকে যখন ক্ষমতায় ছিল তখন আইপিএল ম্যাচ দেখার জন্য বিধায়কদের পাস দেওয়া হত। কিন্তু ডিএমকে সরকার সেটা করছে না। পাল্টা ক্রীড়ামন্ত্রী উদয়নিধি স্ট্যালিন বলেন, 'তামিলনাড়ুতে তো ৪ বছর আইপিএল-এর কোনও ম্যাচই হয়নি। তাহলে এআইএডিএমকে সরকার কী করে আইপিএল-এর ম্যাচ দেখার জন্য বিধায়য়কদের পাস দিল!'

পিএমকে বরাবরই তামিলদের জাত্যাভিমান নিয়ে রাজনীতি করে। সেই ধারা বজায় রেখেই এবার আইপিএল নিয়ে সরব হল এই রাজনৈতিক দল। তবে তামিলনাড়ু সরকার এই দাবি মানবে না বলেই ইঙ্গিত পাওয়া গিয়েছে।

আরও পড়ুন-

IPL 2023: আইপিএল-এ অধিনায়ক হিসেবে ৩,০০০ রান পেরিয়ে গেলেন ডেভিড ওয়ার্নার

IPL 2023: ঘরের মাঠে ফের জয়ের লক্ষ্যে ধোনিরা, পাল্টা লড়াই করতে তৈরি রাজস্থান

IPL 2023: শেষ বলে জয়, আরসিবি-কে হারিয়ে আইপিএল-এ পয়েন্ট তালিকার শীর্ষে লখনউ

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'নরেশ আগরওয়াল, মুকুল ঘোষ কে হয় আপনার মুখ্যমন্ত্রী?' চরম প্রশ্ন সুকান্তর | Sukanta Majumdar Today
‘অভয়ার জন্য আন্দোলনের প্রতিশোধ নিচ্ছেন Mamata Banerjee’ মমতাকে দুষলেন BJP নেত্রী Agnimitra Paul
North 24 Parganas News Today: আগুনের লেলিহান শিখার কবলে বিরিয়ানির দোকান! চরম আতঙ্ক Barrackpur-এ
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
তাপস রায়ের বিস্ফোরক প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা | Tapas Roy | Mamata Banerjee