IPL 2023: লুজ বল পেলে মারব এটাই পরিকল্পনা ছিল, জানালেন প্রভসিমরণ সিং

এবারের আইপিএল-এ একাধিক ব্যাটার শতরান করেছেন। তাঁদেরই একজন পাঞ্জাব কিংসের ব্যাটার প্রভসিমরণ সিং। তাঁর অসাধারণ ইনিংস দলকে ম্যাচ জিততে সাহায্য করল। ফলে খুশি প্রভসিমরণ।

শনিবার আইপিএল-এর গুরুত্বপূর্ণ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে অসাধারণ শতরান করলেন পাঞ্জাব কিংসের ওপেনার প্রভসিমরণ সিং। তাঁর অসাধারণ ইনিংসের সুবাদে জয় পেল পাঞ্জাব কিংস। দলকে জেতানোর পর প্রভসিমরণ বলেছেন, ‘আমরা ম্যাচের শুরুতেই উইকেট হারাই। সেই কারণে শেষপর্যন্ত ব্যাটিং করে যাওয়ার পরিকল্পনা ছিল। আমি দলের সঙ্গে অনেকদিন ধরে আছি। পরপর ম্যাচ খেলার সুযোগ পেলে সেই সুযোগ কাজে লাগাতেই হয়। ম্যাচের শুরুতে এই উইকেটে ব্যাটিং করা একটু কঠিন ছিল। পার্টনারশিপ গড়ে তোলাই আমাদের পরিকল্পনা ছিল। তারপর কয়েকজন বোলারকে আক্রমণ করার কথা ভেবেছিলাম। সিনিয়র খেলোয়াড়দের সঙ্গেও কথা বলছিলাম। তাঁরা আমাকে বারবার বলছিলেন, শেষপর্যন্ত ব্যাটিং করে যেতে হবে। আমি ইনিংসের শুরুটা ভালো করায় বড় রান করার ব্যাপারে উৎসাহ দিচ্ছিলেন সিনিয়র খেলোয়াড়রা। আমাকে খেলার সুযোগ দেওয়ার জন্য টিম ম্যানেজমেন্টের কাছে আমি কৃতজ্ঞ।’

প্রভসিমরণ আরও বলেছেন, ‘আমার পরিকল্পনা ছিল, শুরুতে কিছুটা সময় নিয়ে তারপর লুজ বল পেলেই বড় শট খেলব। এবারের আইপিএল-এর শুরুতেই আমার লক্ষ্য ছিল, এবার ভালো পারফরম্যান্স দেখাতে হবে। এই উইকেটে সেট হয়ে যাওয়ার পর ব্যাটিং করা সহজ হয়ে যায়। তখন আর আমার রান করতে সমস্যা হয়নি। এই উইকেটে পেস বোলারদের বোলিং খেলা সহজ ছিল। আমি বড় শট খেলার উপযুক্ত বল পাচ্ছিলাম। আমরা ১৭০ রান করার কথা ভাবছিলাম। তার কাছাকাছি রানই করতে পারি।’

Latest Videos

পাঞ্জাব কিংসের অধিনায়ক শিখর ধাওয়ান বলেছেন, ‘বোলাররা যেভাবে আমাদের এই ম্যাচে ফিরিয়ে আনল সেটা অসাধারণ। স্পিনারদের পাশাপাশি আমাদের দলের পেসারদেরও কৃতিত্ব দিতে হবে। চতুর্থ ওভার থেকেই বল ঘুরছিল। প্রভসিমরণ অসাধারণ ইনিংস খেলল। ওর ইনিংসের জন্যই আমরা জয়ের রান পেয়ে যাই। আমি হরপ্রীতকে (ব্রার) বলেছিলাম, মন্থর গতিতে বোলিং করতে হবে এবং স্টাম্পে বল রেখে যেতে হবে। ও যেভাবে বোলিং করল, বিশেষ করে বাঁ হাতি ব্যাটারদের উইকেট নিল, সেটা দুর্দান্ত। তরুণদের পাশে থাকলে নিজেকেও তরুণ মনে হয়। দলের সবাই দায়িত্ব নিয়েছে দেখে ভালো লাগছে। তরুণ ক্রিকেটাররা পরিণত মানসিকতার পরিচয় দিল। দলের তরুণ ক্রিকেটাররা পরিণত হচ্ছে দেখে ভালো লাগছে। এই জয় আমাদের আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিল। আমাদের পরের দুই ম্যাচেও জয় পেতে হবে। ফলে আমাদের উচ্ছ্বসিত হয়ে উঠলে চলবে না।’

আরও পড়ুন-

IPL 2023: প্রভসিমরণের শতরান, দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে সহজ জয় পাঞ্জাব কিংসের

IPL 2023: ঝুঁকি না নিলে সাফল্য পাওয়া যায় না, লখনউকে জিতিয়ে বার্তা পুরাণের

MS Dhoni : অস্কারজয়ী তথ্যচিত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সংবর্ধনায় মহেন্দ্র সিং ধোনি

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

পুলিশি অভিযানে বড়সড় সাফল্য! উত্তেজনা রানাঘাটে, দেখুন | Ranaghat News Today
আর ৮ মাস! জুলাই-অগাস্টে রাজ্যে অকাল ভোট হতে চলেছে! জানালেন BJP সাংসদ | BJP News | Samik Bhattacharya
TMC-কে ভোট দিলেই মিলছে ঠোঙা ভর্তি মুড়ি ও চানাচুর! শোরগোল মেদিনীপুরে | Midnapore | WB By election
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল
'পুলিশ ও তৃণমূলের গুণ্ডারা সর্বত্র ভোট লুট করেছে' মারাত্মক অভিযোগ সুজন চক্রবর্তীর